ETV Bharat / international

Ukraine Crisis : রুশ হামলাকারীদের বিরুদ্ধে হেট স্পিচে সম্মতি ফেসবুক, ইনস্টাগ্রামের - Meta on Russia

ইউক্রেনে (Russia Ukraine War) হামলাকারী রুশদের বিরুদ্ধে হিংসাত্মক পোস্টেও অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিল ফেসবুক ও ইনস্টাগ্রামের অভিভাবক সংস্থা মেটা (Facebook Instagram to allow posts calling for violence against Russians) ৷

War in Ukraine
রাশিয়ানদের বিরুদ্ধে হেট স্পিচে সম্মতি ফেসবুক, ইনস্টাগ্রামের
author img

By

Published : Mar 11, 2022, 10:00 AM IST

ক্যালিফোর্নিয়া, 11 মার্চ : ইউক্রেনের (Russia Ukraine War) বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য এবার আক্রমণকারী রুশদের বিরুদ্ধে হিংসাত্মক পোস্টেও আপত্তি জানাবে না ফেসবুক ও ইনস্টাগ্রাম ৷ এই দুই সোশ্যাল নেটওয়ার্কের অভিভাবক কোম্পানি মেটা একথা জানিয়েছে (Facebook Instagram to allow posts calling for violence against Russians) ৷

মেটার (Meta on Russia) মুখপাত্র অ্যান্ডি স্টোন একটি বিবৃতিতে বলেছেন, "ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর ফলস্বরূপ, আমরা আপাতত কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া পোস্টের অনুমতি দিচ্ছি ৷ 'রাশিয়ান হামলাকারীদের মৃত্যু' এধরনের হেট স্পিচ (Hate speech against Russians) সাধারণত নিয়ম ভঙ্গকারী হলেও আপাতত এতে নিষেধাজ্ঞা থাকছে না ৷ তবে আমরা রাশিয়ার সাধারণ মানুষের বিরুদ্ধে কোনও হিংসাত্মক পোস্ট করায় সম্মতি দিচ্ছি না ৷"

আরও পড়ুন: Russian Airstrike Maternity Hospital : মারিউপোলে মাতৃ হাসপাতালে রাশিয়ার আক্রমণ, ধ্বংসস্তূপে নিচে আটকে শিশু

স্পুটনিকের রিপোর্ট বলছে, রাশিয়া, ইউক্রেন ও পোল্যান্ড-সহ বিভিন্ন দেশে যে পোস্টগুলিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কোর মৃত্যু চেয়ে পোস্ট করা হচ্ছে, সেই পোস্টগুলি করার অনুমতি দিচ্ছে মার্কিন মিডিয়া জায়েন্ট ৷ রাশিয়া ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কয়েকদিনের মধ্যে এই পাল্টা পদক্ষেপ করল মেটা ৷ বিবিসি ও ডয়চে ওয়েলের রাশিয়ার ওয়েবসাইট, টুইটার, অ্যাপল এবং গুগলের অ্যাপ স্টোর ব্লক করে দেওয়া হয়েছে ৷

রাশিয়ার মিডিয়া নিয়ন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছিল, 2022 সালের মার্চ মাসে রাশিয়ান ফেডারেশনে ফেসবুক নেটওয়ার্ক ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: Russia may use chemical weapons : ইউক্রেনে রাসায়নিক অস্ত্রে আঘাত হানতে পারে রাশিয়া, সতর্ক করল আমেরিকা

গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালায় রাশিয়া ৷ তার জেরে রাশিয়ার উপর নানা আর্থিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার মতো বিভিন্ন দেশ ৷

ক্যালিফোর্নিয়া, 11 মার্চ : ইউক্রেনের (Russia Ukraine War) বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য এবার আক্রমণকারী রুশদের বিরুদ্ধে হিংসাত্মক পোস্টেও আপত্তি জানাবে না ফেসবুক ও ইনস্টাগ্রাম ৷ এই দুই সোশ্যাল নেটওয়ার্কের অভিভাবক কোম্পানি মেটা একথা জানিয়েছে (Facebook Instagram to allow posts calling for violence against Russians) ৷

মেটার (Meta on Russia) মুখপাত্র অ্যান্ডি স্টোন একটি বিবৃতিতে বলেছেন, "ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর ফলস্বরূপ, আমরা আপাতত কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া পোস্টের অনুমতি দিচ্ছি ৷ 'রাশিয়ান হামলাকারীদের মৃত্যু' এধরনের হেট স্পিচ (Hate speech against Russians) সাধারণত নিয়ম ভঙ্গকারী হলেও আপাতত এতে নিষেধাজ্ঞা থাকছে না ৷ তবে আমরা রাশিয়ার সাধারণ মানুষের বিরুদ্ধে কোনও হিংসাত্মক পোস্ট করায় সম্মতি দিচ্ছি না ৷"

আরও পড়ুন: Russian Airstrike Maternity Hospital : মারিউপোলে মাতৃ হাসপাতালে রাশিয়ার আক্রমণ, ধ্বংসস্তূপে নিচে আটকে শিশু

স্পুটনিকের রিপোর্ট বলছে, রাশিয়া, ইউক্রেন ও পোল্যান্ড-সহ বিভিন্ন দেশে যে পোস্টগুলিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কোর মৃত্যু চেয়ে পোস্ট করা হচ্ছে, সেই পোস্টগুলি করার অনুমতি দিচ্ছে মার্কিন মিডিয়া জায়েন্ট ৷ রাশিয়া ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কয়েকদিনের মধ্যে এই পাল্টা পদক্ষেপ করল মেটা ৷ বিবিসি ও ডয়চে ওয়েলের রাশিয়ার ওয়েবসাইট, টুইটার, অ্যাপল এবং গুগলের অ্যাপ স্টোর ব্লক করে দেওয়া হয়েছে ৷

রাশিয়ার মিডিয়া নিয়ন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছিল, 2022 সালের মার্চ মাসে রাশিয়ান ফেডারেশনে ফেসবুক নেটওয়ার্ক ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: Russia may use chemical weapons : ইউক্রেনে রাসায়নিক অস্ত্রে আঘাত হানতে পারে রাশিয়া, সতর্ক করল আমেরিকা

গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালায় রাশিয়া ৷ তার জেরে রাশিয়ার উপর নানা আর্থিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার মতো বিভিন্ন দেশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.