ETV Bharat / international

Russia-Ukraine Conflict : যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের - Russia accused USA and Western countries for provoking the situation

আমেরিকা-সহ পশ্চিমি রাষ্ট্রগুলির বিরুদ্ধে যুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ এনেছে রাশিয়া (Russia accused USA and Western countries for provoking the situation) ৷

russia ukraine crisis
যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
author img

By

Published : Mar 5, 2022, 7:54 PM IST

কিভ, 5 মার্চ : সংঘর্ষের মাঝে আটকে পড়া সাধারণ মানুষকে উদ্ধার করে আনতে শনিবার সকালে ইউক্রেনের দুই শহরে সাড়ে পাঁচ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা করেছিল রাশিয়া ৷ কিন্তু মারিউপোল ও ভলনোভাখা শহরে এই যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই রাশিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল ইউক্রেন (Ukraine accuses Russia) ৷

মারিউপোলের সিটি কাউন্সিলকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার তরফে যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালানো হয়েছে এই শহরে ৷ রুশ বাহিনী এই যুদ্ধবিরতি উলঙ্ঘন করায় এখানে ব্যহত হয়েছে নাগরিকদের নিরাপদে বের করে আনার প্রক্রিয়া ৷ এমনকি উদ্ধারকাজ বন্ধ করে, সাধারণ মানুষকে ফের বাঙ্কারগুলিতে ফিরে যেতে বলা হয়েছে ৷

তবে ইউক্রেনের আনা এই অভিযোগ নস্যাৎ করেছে ক্রেমলিন ৷ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক পাল্টা দাবি করেছে, ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীরাই সেখানকার নাগরিকদের দেশ ছেড়ে যেতে বাধা দিচ্ছে ৷ ইউক্রেনের পরিকল্পনা ছিল মারিউপোল থেকে প্রায় 2 লাখ ও ভলনোভাখা থেকে 15 হাজার মানুষকে রেডক্রসের সাহায্যে উদ্ধার করা ৷ কিন্ত সেই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হল সেই প্রশ্ন উঠছে ইউক্রেনের এই অভিযোগের পর ৷

আরও পড়ুন : সুমিতে আটকে থাকা পড়ুয়াদের নিয়ে চিন্তিত ভারত, যুদ্ধবিরতির অনুরোধ রাশিয়া-ইউক্রেনকে

এদিন ভারতস্থিত রাশিয়ার দূতাবাসের তরফে একাধিক অভিযোগ আনা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি-সহ পশ্চিমের দেশগুলির বিরুদ্ধে ৷ রাশিয়ার অভিযোগ, স্টিঞ্জার মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ইউক্রেনে পাঠিয়ে বিদেশি রাষ্ট্রগুলি এই যুদ্ধে আরও উত্তেজনা ছড়াচ্ছে এবং উদ্ধারকাজে ব্যাঘাত তৈরি করছে ৷ বিদেশের 16 হাজার যোদ্ধাকে ইউক্রেনে আনার পরিকল্পনা করেছেন জেলেনস্কি ৷ পোল্যান্ড হয়ে ক্রোয়েশিয়ার প্রায় 200 আগ্নেয়াস্ত্র ইতিমধ্যেই ইউক্রেনে ঢুকেছে ৷ বিচ্ছিন্নতাবাদীদেরও অস্ত্র দিচ্ছে ইউক্রেন ৷ রাশিয়ার অভিযোগ, আমেরিকাও বিদেশের বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সদস্যদের ইউক্রেনে পাঠানোর ফন্দি আঁটছে ৷ পশ্চিমি দেশগুলি থেকে ইউক্রেনে অস্ত্র আসার পাশাপাশি, ব্রিটেন, ডেনমার্ক, লাটভিয়া, পোল্যান্ড এবং ক্রোয়েশিয়া সরকার তাদের নাগরিকদের সেখানে যুদ্ধের জন্য পাঠাচ্ছে বলেও রুশ দূতাবাস অভিযোগ করেছে ৷

  • In total, according to Ukrainian President Zelensky, around 16,000 foreign fighters are expected in Ukraine. About 200 of mercenaries from Croatia have already entered the country through Poland and joined uncontrollable nationalist units in the South East of Ukraine. https://t.co/U7gdxJf0w8

    — Russia in India 🇷🇺 (@RusEmbIndia) March 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিভ, 5 মার্চ : সংঘর্ষের মাঝে আটকে পড়া সাধারণ মানুষকে উদ্ধার করে আনতে শনিবার সকালে ইউক্রেনের দুই শহরে সাড়ে পাঁচ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা করেছিল রাশিয়া ৷ কিন্তু মারিউপোল ও ভলনোভাখা শহরে এই যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই রাশিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল ইউক্রেন (Ukraine accuses Russia) ৷

মারিউপোলের সিটি কাউন্সিলকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার তরফে যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালানো হয়েছে এই শহরে ৷ রুশ বাহিনী এই যুদ্ধবিরতি উলঙ্ঘন করায় এখানে ব্যহত হয়েছে নাগরিকদের নিরাপদে বের করে আনার প্রক্রিয়া ৷ এমনকি উদ্ধারকাজ বন্ধ করে, সাধারণ মানুষকে ফের বাঙ্কারগুলিতে ফিরে যেতে বলা হয়েছে ৷

তবে ইউক্রেনের আনা এই অভিযোগ নস্যাৎ করেছে ক্রেমলিন ৷ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক পাল্টা দাবি করেছে, ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীরাই সেখানকার নাগরিকদের দেশ ছেড়ে যেতে বাধা দিচ্ছে ৷ ইউক্রেনের পরিকল্পনা ছিল মারিউপোল থেকে প্রায় 2 লাখ ও ভলনোভাখা থেকে 15 হাজার মানুষকে রেডক্রসের সাহায্যে উদ্ধার করা ৷ কিন্ত সেই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হল সেই প্রশ্ন উঠছে ইউক্রেনের এই অভিযোগের পর ৷

আরও পড়ুন : সুমিতে আটকে থাকা পড়ুয়াদের নিয়ে চিন্তিত ভারত, যুদ্ধবিরতির অনুরোধ রাশিয়া-ইউক্রেনকে

এদিন ভারতস্থিত রাশিয়ার দূতাবাসের তরফে একাধিক অভিযোগ আনা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি-সহ পশ্চিমের দেশগুলির বিরুদ্ধে ৷ রাশিয়ার অভিযোগ, স্টিঞ্জার মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ইউক্রেনে পাঠিয়ে বিদেশি রাষ্ট্রগুলি এই যুদ্ধে আরও উত্তেজনা ছড়াচ্ছে এবং উদ্ধারকাজে ব্যাঘাত তৈরি করছে ৷ বিদেশের 16 হাজার যোদ্ধাকে ইউক্রেনে আনার পরিকল্পনা করেছেন জেলেনস্কি ৷ পোল্যান্ড হয়ে ক্রোয়েশিয়ার প্রায় 200 আগ্নেয়াস্ত্র ইতিমধ্যেই ইউক্রেনে ঢুকেছে ৷ বিচ্ছিন্নতাবাদীদেরও অস্ত্র দিচ্ছে ইউক্রেন ৷ রাশিয়ার অভিযোগ, আমেরিকাও বিদেশের বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সদস্যদের ইউক্রেনে পাঠানোর ফন্দি আঁটছে ৷ পশ্চিমি দেশগুলি থেকে ইউক্রেনে অস্ত্র আসার পাশাপাশি, ব্রিটেন, ডেনমার্ক, লাটভিয়া, পোল্যান্ড এবং ক্রোয়েশিয়া সরকার তাদের নাগরিকদের সেখানে যুদ্ধের জন্য পাঠাচ্ছে বলেও রুশ দূতাবাস অভিযোগ করেছে ৷

  • In total, according to Ukrainian President Zelensky, around 16,000 foreign fighters are expected in Ukraine. About 200 of mercenaries from Croatia have already entered the country through Poland and joined uncontrollable nationalist units in the South East of Ukraine. https://t.co/U7gdxJf0w8

    — Russia in India 🇷🇺 (@RusEmbIndia) March 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.