লন্ডন, 21 জুলাই : কোরোনা মোকাবিলায় প্রোটিন বেসড চিকিৎসায় সাফল্য পাওয়া গেছে ৷ এমনই দাবি করেছে ইংল্যান্ডের একটি বায়োটেক কম্পানি সিনারজেন রিসার্চ ৷ তাদের দাবি, ট্রায়ালে দেখা গেছে, ইনসেনটিভ কেয়ারে থাকা রোগীদের শারীরিক উন্নতি হয়েছে এই প্রোটিন বেসড চিকিৎসায় ৷ সিনারজেনের তরফে বলা হয়েছে, SNG001 ফর্মুলা একটি প্রোটিনের ব্যবহার করেছে ৷ নাম ইন্টারফেরন বেটা ৷ ভাইরাসের আক্রমণ হলে শরীর নিজে থেকেই এই প্রোটিন তৈরি করে ৷ অথবা নেবিউলাইজ়ারের মাধ্যমে সরাসরি কোরোনা রোগীদের ফুসফুসে দেওয়া হয় ৷ আশা করা যায়, এটা রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে৷
সিনারজেন সংস্থার CEO রিচার্ড মার্সডেন বলেন, ‘‘SNG001 ভেন্টিলেশনে থাকা রোগীদের সংখ্যা দ্রুত হারে কমাচ্ছে ৷ এটা থেকে আরও দেখা গেছে, যাঁদের শরীরে SNG001 প্রয়োগ করা হয়েছে তাঁরা দ্বিগুণ হারে সুস্থ হয়ে উঠছেন ৷ এবং তাঁদের রোজের কাজকর্মে SARS-CoV-2 (COVID-19) ভাইরাসের কোনও প্রভাব পড়বে না ৷’’
এছাড়া SNG001 দ্রুত হারে শ্বাসকষ্ট কমায় ৷ কোরোনার যেটি অন্যতম উপসর্গ ৷ কম্পানির তরফে আরও বলা হয়েছে, সম্ভাব্য COVID-19 চিকিৎসাটি যত তাড়াতাড়ি সম্ভব বাজারজাত করতে এখন নিয়ামক এবং অন্যান্য প্রধান সংস্থাগুলির সঙ্গে কাজ করার দিকে তারা মুখিয়ে আছে ৷
ট্রায়ালে দেখা গেছে, কোরোনা রোগীদের সুস্থতার হার এক-তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে ৷ অর্থাৎ কোরোনা রোগীদের সুস্থ হতে যেখানে 9 দিন লাগত, নতুন ওষুধ নেওয়ার পর সেখানে 6 দিনেই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন ৷ ট্রায়ালে 100 জন ভলান্টিয়ার ছিলেন ৷ যাঁরা কোরোনায় আক্রান্ত হয়ে UK-র বিভিন্ন হাসপাতালে ভরতি ছিলেন ৷ তাঁদের অর্ধেক রোগীকে এই ড্রাগটি দেওয়া হয়েছে ৷ ট্রায়ালের পর্যবেক্ষণকারী ও সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিনের প্রফেসর টম উইলকিনসন বলেন, ‘‘ড্রাগটি ইনজেকশন অথবা অন্য পদ্ধতিতে ফুসফুসে প্রবেশ করানোর জন্য অনুমোদিত হয়েছে ৷ এবং এটি ফুসফুসের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, সুরক্ষা বাড়ায়, SARS-CoV-2 -এর থেকে সুস্থতার হার বৃদ্ধি করে ৷’’