ETV Bharat / international

Twitter launches Tor service: ব্লক করেছে রাশিয়া, মানুষের কাছে পৌঁছতে নয়া ভার্সান আনল টুইটার - twitter launches tor service to bypass russias block

রাশিয়ার নজরদারি এড়িয়ে মানুষের কাছে পৌঁছতে নয়া ভার্সান টর (Twitter launches Tor service) পরিষেবা নিয়ে এল টুইটার (Russia has blocked access to Facebook)৷

twitter-launches-tor-service-to bypass-russias-block
ব্লক করেছে রাশিয়া, মানুষের কাছে পৌঁছতে নয়া ভার্সান আনল টুইটার
author img

By

Published : Mar 10, 2022, 9:40 AM IST

ওয়াশিংটন, 10 মার্চ: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন সোশ্য়াল মিডিয়ার উপর কড়া নিয়ন্ত্রণ জারি করেছে রাশিয়া ৷ এই নজরদারি এড়াতে একটি প্রাইভেসি-প্রোটেকশন ভার্সান আনল টুইটার (Twitter launches Tor service bypassing Russia's block)৷

ইউক্রেনে যুদ্ধ চলাকালীন সেই সংক্রান্ত খবর ছড়িয়ে পড়া রুখতে ফেসবুক ব্যবহার ব্লক করে দিয়েছে রাশিয়া ৷ নিয়ন্ত্রণ করা হচ্ছে টুইটারের ব্যবহারও ৷ এই দুই সোশ্যাল মিডিয়া জায়ান্টই বলেছে যে, তারা রাশিয়ার অন্দরে মানুষের কাছে পৌঁছতে যথাযথ চেষ্টা চালাচ্ছে ৷ দেশের সরকারি সংবাদমাধ্যমেও নিষেধাজ্ঞা জারি করেছে ভ্লাদিমির পুতিনের দেশ ৷

টুইটার এই নজরদারি এড়ানোর জন্য নতুন যে ভার্সান (Twitter launches Tor service) এনেছে, তা 'অনিয়ন' সার্ভিস হিসেবে পরিচিত ৷ ইউজাররা ‘টর’ ব্রাউজার (Tor service of twitter) ডাউনলোড করে নিলে টুইটারের এই ভার্সান ব্যবহার করতে পারবেন ৷ এর মাধ্যমে 'ডার্ক ওয়েব' হিসেবে যে সাইটগুলিকে তুলে ধরা হচ্ছে, সেগুলিরও অ্যাক্সেস পাবেন ইউজাররা ৷ ডট কমের বদলে অনিয়ন সাইটগুলির শেষে থাকে ডট অনিয়ন (.onion)৷

আরও পড়ুন: Coimbatore Youth Joins Ukrainian Force : রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বাহিনীতে কোয়েম্বাটোরের সাই নিকেশ

ডার্ক ওয়েব বলতে সাধারণত বোঝায় বেআইনি সাইটগুলিকে (Russia has blocked access to Facebook) ৷ তবে নিজেদের সুরক্ষার কথা ভেবে নাম প্রকাশে অনিচ্ছুক ইউজাররা অনেক সময় এর ব্যবহার করে থাকেন ৷ স্বেচ্ছাচারী সরকার যখন বিভিন্ন সাইটকে সেন্সর করে রাখে, তখনও ডার্ক ওয়েবের সাহায্য নিয়ে থাকেন ইউজাররা ৷

ফেসবুক ও বিবিসি-র মতো অন্যান্য বেশ কয়েকটি সাইটেরও টরের ভার্সান রয়েছে (twitter launches tor service to bypass Russias block)৷ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ইন্টারনেট সিকিউরিটি এক্সপার্ট অ্যালেক মাফেট তাঁর নিজের টুইটার অ্যাকাউন্টে এই সংস্থার নয়া ভার্সানের কথা ঘোষণা করেছেন ৷ তিনি লেখেন, "আমি যেটা লিখেছি, সেটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দীর্ঘ প্রতীক্ষিত টুইট ৷" অন্যান্য কোম্পানিরও অনিয়ন সাইট তৈরি করেছেন মাফেট ৷

আরও পড়ুন: US Bans Russian Oil-Gas Imports : চাপ আরও বাড়াতে রাশিয়ার তেল-গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা বাইডেনের

ওয়াশিংটন, 10 মার্চ: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন সোশ্য়াল মিডিয়ার উপর কড়া নিয়ন্ত্রণ জারি করেছে রাশিয়া ৷ এই নজরদারি এড়াতে একটি প্রাইভেসি-প্রোটেকশন ভার্সান আনল টুইটার (Twitter launches Tor service bypassing Russia's block)৷

ইউক্রেনে যুদ্ধ চলাকালীন সেই সংক্রান্ত খবর ছড়িয়ে পড়া রুখতে ফেসবুক ব্যবহার ব্লক করে দিয়েছে রাশিয়া ৷ নিয়ন্ত্রণ করা হচ্ছে টুইটারের ব্যবহারও ৷ এই দুই সোশ্যাল মিডিয়া জায়ান্টই বলেছে যে, তারা রাশিয়ার অন্দরে মানুষের কাছে পৌঁছতে যথাযথ চেষ্টা চালাচ্ছে ৷ দেশের সরকারি সংবাদমাধ্যমেও নিষেধাজ্ঞা জারি করেছে ভ্লাদিমির পুতিনের দেশ ৷

টুইটার এই নজরদারি এড়ানোর জন্য নতুন যে ভার্সান (Twitter launches Tor service) এনেছে, তা 'অনিয়ন' সার্ভিস হিসেবে পরিচিত ৷ ইউজাররা ‘টর’ ব্রাউজার (Tor service of twitter) ডাউনলোড করে নিলে টুইটারের এই ভার্সান ব্যবহার করতে পারবেন ৷ এর মাধ্যমে 'ডার্ক ওয়েব' হিসেবে যে সাইটগুলিকে তুলে ধরা হচ্ছে, সেগুলিরও অ্যাক্সেস পাবেন ইউজাররা ৷ ডট কমের বদলে অনিয়ন সাইটগুলির শেষে থাকে ডট অনিয়ন (.onion)৷

আরও পড়ুন: Coimbatore Youth Joins Ukrainian Force : রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বাহিনীতে কোয়েম্বাটোরের সাই নিকেশ

ডার্ক ওয়েব বলতে সাধারণত বোঝায় বেআইনি সাইটগুলিকে (Russia has blocked access to Facebook) ৷ তবে নিজেদের সুরক্ষার কথা ভেবে নাম প্রকাশে অনিচ্ছুক ইউজাররা অনেক সময় এর ব্যবহার করে থাকেন ৷ স্বেচ্ছাচারী সরকার যখন বিভিন্ন সাইটকে সেন্সর করে রাখে, তখনও ডার্ক ওয়েবের সাহায্য নিয়ে থাকেন ইউজাররা ৷

ফেসবুক ও বিবিসি-র মতো অন্যান্য বেশ কয়েকটি সাইটেরও টরের ভার্সান রয়েছে (twitter launches tor service to bypass Russias block)৷ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ইন্টারনেট সিকিউরিটি এক্সপার্ট অ্যালেক মাফেট তাঁর নিজের টুইটার অ্যাকাউন্টে এই সংস্থার নয়া ভার্সানের কথা ঘোষণা করেছেন ৷ তিনি লেখেন, "আমি যেটা লিখেছি, সেটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দীর্ঘ প্রতীক্ষিত টুইট ৷" অন্যান্য কোম্পানিরও অনিয়ন সাইট তৈরি করেছেন মাফেট ৷

আরও পড়ুন: US Bans Russian Oil-Gas Imports : চাপ আরও বাড়াতে রাশিয়ার তেল-গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা বাইডেনের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.