ওয়াশিংটন, 10 মার্চ: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন সোশ্য়াল মিডিয়ার উপর কড়া নিয়ন্ত্রণ জারি করেছে রাশিয়া ৷ এই নজরদারি এড়াতে একটি প্রাইভেসি-প্রোটেকশন ভার্সান আনল টুইটার (Twitter launches Tor service bypassing Russia's block)৷
ইউক্রেনে যুদ্ধ চলাকালীন সেই সংক্রান্ত খবর ছড়িয়ে পড়া রুখতে ফেসবুক ব্যবহার ব্লক করে দিয়েছে রাশিয়া ৷ নিয়ন্ত্রণ করা হচ্ছে টুইটারের ব্যবহারও ৷ এই দুই সোশ্যাল মিডিয়া জায়ান্টই বলেছে যে, তারা রাশিয়ার অন্দরে মানুষের কাছে পৌঁছতে যথাযথ চেষ্টা চালাচ্ছে ৷ দেশের সরকারি সংবাদমাধ্যমেও নিষেধাজ্ঞা জারি করেছে ভ্লাদিমির পুতিনের দেশ ৷
টুইটার এই নজরদারি এড়ানোর জন্য নতুন যে ভার্সান (Twitter launches Tor service) এনেছে, তা 'অনিয়ন' সার্ভিস হিসেবে পরিচিত ৷ ইউজাররা ‘টর’ ব্রাউজার (Tor service of twitter) ডাউনলোড করে নিলে টুইটারের এই ভার্সান ব্যবহার করতে পারবেন ৷ এর মাধ্যমে 'ডার্ক ওয়েব' হিসেবে যে সাইটগুলিকে তুলে ধরা হচ্ছে, সেগুলিরও অ্যাক্সেস পাবেন ইউজাররা ৷ ডট কমের বদলে অনিয়ন সাইটগুলির শেষে থাকে ডট অনিয়ন (.onion)৷
আরও পড়ুন: Coimbatore Youth Joins Ukrainian Force : রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বাহিনীতে কোয়েম্বাটোরের সাই নিকেশ
ডার্ক ওয়েব বলতে সাধারণত বোঝায় বেআইনি সাইটগুলিকে (Russia has blocked access to Facebook) ৷ তবে নিজেদের সুরক্ষার কথা ভেবে নাম প্রকাশে অনিচ্ছুক ইউজাররা অনেক সময় এর ব্যবহার করে থাকেন ৷ স্বেচ্ছাচারী সরকার যখন বিভিন্ন সাইটকে সেন্সর করে রাখে, তখনও ডার্ক ওয়েবের সাহায্য নিয়ে থাকেন ইউজাররা ৷
ফেসবুক ও বিবিসি-র মতো অন্যান্য বেশ কয়েকটি সাইটেরও টরের ভার্সান রয়েছে (twitter launches tor service to bypass Russias block)৷ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ইন্টারনেট সিকিউরিটি এক্সপার্ট অ্যালেক মাফেট তাঁর নিজের টুইটার অ্যাকাউন্টে এই সংস্থার নয়া ভার্সানের কথা ঘোষণা করেছেন ৷ তিনি লেখেন, "আমি যেটা লিখেছি, সেটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দীর্ঘ প্রতীক্ষিত টুইট ৷" অন্যান্য কোম্পানিরও অনিয়ন সাইট তৈরি করেছেন মাফেট ৷
আরও পড়ুন: US Bans Russian Oil-Gas Imports : চাপ আরও বাড়াতে রাশিয়ার তেল-গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা বাইডেনের