ETV Bharat / international

প্রথম দেশ হিসেবে কোভিড ভ্যাকসিনের সফল হিউম্যান ট্রায়াল রাশিয়ার - Russia's Sechenov University

কোরোনা ভাইরাসের ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ সফল হল রাশিয়ায় ৷ যাঁদের শরীরে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে, তাদের একটি দলকে আগামী বুধবার ছেড়ে দেওয়া হবে ৷ বাকিদের ছাড়া হবে 20 জুলাই ৷

COVID 19 Vaccine
প্রতীকি ছবি
author img

By

Published : Jul 13, 2020, 12:25 AM IST

মস্কো, 13 জুলাই : কোরোনা ভাইরাসের প্রথম প্রতিষেধকের যাবতীয় ক্লিনিক্যাল ট্রায়াল সফল ৷ শেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির গবেষকদের প্রচেষ্টায় এই সাফল্য এসেছে ৷ বিশ্ববিদ্যালয়ের ইন্সিটিউট ফর ট্রান্সলেশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজির ডিরেক্টর ভাদিম তারাসভ স্থানীয় এক সংবাদসংস্থায় এই সাফল্যের কথা নিশ্চিত করেছেন ৷ প্রতিষেধকটি তৈরি করেছেন রাশিয়ার গ্যামালেই ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি ৷ 18 জুন থেকে এই ভ্যাকসিনের পরীক্ষামূলকভাবে প্রয়োগ শুরু হয় ৷ যাঁদের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল, তাঁদের মধ্যে প্রথম একটি দলকে আগামী বুধবার ছেড়ে দেওয়া হবে ৷ বাকিদের 20 জুলাই ছাড়ার কথা ৷

ভাদিম তারাসভ জানিয়েছেন, "বিশ্বের প্রথম কোরোনা ভাইরাসের ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ সফল হয়েছে ৷" বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মেডিকেল প্যারাসাইটোলজির ডিরেক্টর অ্যালেকজ়ান্ডাক লুকাশেভ জানিয়েছেন, "ভ্যাকসিনের ট্রায়ালের এই পর্যায়ের মূল লক্ষ্য ছিল মানবদেহে এই ভাইরাসের প্রয়োগ কতটা নিরাপদ তা পরীক্ষা করে দেখা ৷ পরীক্ষা সফল হয়েছে ৷"

সংবাদসংস্থা স্পুটনিককে দেওয়া এক সাক্ষাৎকারে তারাসভ বলেছেন, "এই ভ্যাকসিনের প্রয়োগ যে নিরাপদ তা নিশ্চিত ৷ বাজারে এখন যেসব ভ্যাকসিনগুলি রয়েছে সেগুলির মতোই সুরক্ষিত এই ভ্যাকসিন ৷" প্রস্তুতকারী সংস্থা আরও বেশি পরিমাণে ভ্যাকসিন তৈরি করার পরিকল্পনা ইতিমধ্যেই করতে শুরু করে দিয়েছে বলে জানান তিনি

মস্কো, 13 জুলাই : কোরোনা ভাইরাসের প্রথম প্রতিষেধকের যাবতীয় ক্লিনিক্যাল ট্রায়াল সফল ৷ শেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির গবেষকদের প্রচেষ্টায় এই সাফল্য এসেছে ৷ বিশ্ববিদ্যালয়ের ইন্সিটিউট ফর ট্রান্সলেশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজির ডিরেক্টর ভাদিম তারাসভ স্থানীয় এক সংবাদসংস্থায় এই সাফল্যের কথা নিশ্চিত করেছেন ৷ প্রতিষেধকটি তৈরি করেছেন রাশিয়ার গ্যামালেই ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি ৷ 18 জুন থেকে এই ভ্যাকসিনের পরীক্ষামূলকভাবে প্রয়োগ শুরু হয় ৷ যাঁদের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল, তাঁদের মধ্যে প্রথম একটি দলকে আগামী বুধবার ছেড়ে দেওয়া হবে ৷ বাকিদের 20 জুলাই ছাড়ার কথা ৷

ভাদিম তারাসভ জানিয়েছেন, "বিশ্বের প্রথম কোরোনা ভাইরাসের ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ সফল হয়েছে ৷" বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মেডিকেল প্যারাসাইটোলজির ডিরেক্টর অ্যালেকজ়ান্ডাক লুকাশেভ জানিয়েছেন, "ভ্যাকসিনের ট্রায়ালের এই পর্যায়ের মূল লক্ষ্য ছিল মানবদেহে এই ভাইরাসের প্রয়োগ কতটা নিরাপদ তা পরীক্ষা করে দেখা ৷ পরীক্ষা সফল হয়েছে ৷"

সংবাদসংস্থা স্পুটনিককে দেওয়া এক সাক্ষাৎকারে তারাসভ বলেছেন, "এই ভ্যাকসিনের প্রয়োগ যে নিরাপদ তা নিশ্চিত ৷ বাজারে এখন যেসব ভ্যাকসিনগুলি রয়েছে সেগুলির মতোই সুরক্ষিত এই ভ্যাকসিন ৷" প্রস্তুতকারী সংস্থা আরও বেশি পরিমাণে ভ্যাকসিন তৈরি করার পরিকল্পনা ইতিমধ্যেই করতে শুরু করে দিয়েছে বলে জানান তিনি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.