ETV Bharat / international

রাশিয়ার সেনা হেলিকপ্টারকে গুলি আজ়ারবাইজানে, মৃত 2 - Nagorno-Karabakh

আজ়ারবাইজান সীমান্তে আর্মেনিয়ার নিকটে রাশিয়ার সেনা হেলিকপ্টারকে গুলি করে নামানো হল । ঘটনায় মৃত দু'জন ক্রু এবং আহত 1 । মস্কোর প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে এখবর জানানো হয়েছে ।

NDTV সৌজন্যে
NDTV সৌজন্যে
author img

By

Published : Nov 10, 2020, 5:07 PM IST

বাকু(আজ়ারবাইজান), 10 নভেম্বর : রাশিয়ার সেনা হেলিকপ্টারকে গুলি করে নামাল আজ়ারবাইনের সেনা । হেলিকপ্টারটিকে নামানো হল আর্মেনিয়ার সীমান্তে । এর জেরে মৃত্যু হয়েছে দু'জন ক্রুর । আহত আরও 1 । সোমবার রাতে ঘটনাটি ঘটে । ঘটনার কথা প্রকাশ করেছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রক ।

এই ঘটনাটির জন্য রাশিয়ার কাছে আজ়ারবাইজানের পক্ষ থেকে ক্ষমা চেয়ে বলা হয়, এটি নিতান্তই দুর্ঘটনা । মস্কোর বিরুদ্ধে আঘাত হানার কোনও উদ্দেশ্য তাদের ছিল না ।

বিদেশ মন্ত্রক এবিষয়ে অবশ্য বলেন, "হেলিকপ্টারটি অন্ধকারের মধ্যে কম উচ্চতা দিয়ে উড়ছিল । আর্মেনিয়া ও আজ়ারবাইজানের সীমান্তের কাছাকাছি চলে আসে । মিলিটারি হেলিকপ্টারের রাশিয়ান বায়ুসেনারা ওই এলাকায় যে চলে এসেছে তা তারা প্রথম দিকে বুঝে উঠতে পারেনি ।"

তিনি আরও জানান, বাকু থেকে আজ়ারবাইজান বাহিনী তীব্র উত্তেজনতার বশে গুলি চালানোর সিদ্ধান্ত নিয়েছে । আর্মেনিয়ার সঙ্গে লড়াইটা আগে থেকেই চলছিল । নিহতদের প্রতি সমবেদনা ও তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন ।

নাগর্নো-কারবাখের বিতর্কিত এলাকা নিয়ে আগে থেকেই যুদ্ধ শুরু হয়েছিল আজ়ারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে ।

বাকু(আজ়ারবাইজান), 10 নভেম্বর : রাশিয়ার সেনা হেলিকপ্টারকে গুলি করে নামাল আজ়ারবাইনের সেনা । হেলিকপ্টারটিকে নামানো হল আর্মেনিয়ার সীমান্তে । এর জেরে মৃত্যু হয়েছে দু'জন ক্রুর । আহত আরও 1 । সোমবার রাতে ঘটনাটি ঘটে । ঘটনার কথা প্রকাশ করেছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রক ।

এই ঘটনাটির জন্য রাশিয়ার কাছে আজ়ারবাইজানের পক্ষ থেকে ক্ষমা চেয়ে বলা হয়, এটি নিতান্তই দুর্ঘটনা । মস্কোর বিরুদ্ধে আঘাত হানার কোনও উদ্দেশ্য তাদের ছিল না ।

বিদেশ মন্ত্রক এবিষয়ে অবশ্য বলেন, "হেলিকপ্টারটি অন্ধকারের মধ্যে কম উচ্চতা দিয়ে উড়ছিল । আর্মেনিয়া ও আজ়ারবাইজানের সীমান্তের কাছাকাছি চলে আসে । মিলিটারি হেলিকপ্টারের রাশিয়ান বায়ুসেনারা ওই এলাকায় যে চলে এসেছে তা তারা প্রথম দিকে বুঝে উঠতে পারেনি ।"

তিনি আরও জানান, বাকু থেকে আজ়ারবাইজান বাহিনী তীব্র উত্তেজনতার বশে গুলি চালানোর সিদ্ধান্ত নিয়েছে । আর্মেনিয়ার সঙ্গে লড়াইটা আগে থেকেই চলছিল । নিহতদের প্রতি সমবেদনা ও তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন ।

নাগর্নো-কারবাখের বিতর্কিত এলাকা নিয়ে আগে থেকেই যুদ্ধ শুরু হয়েছিল আজ়ারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.