কিভ, 21 মার্চ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি আলোচনায় রাজি (Zelenskyy Ready for talks with Putin) ৷ জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Zelenskyy warns of WW3) ৷ তবে সেই আলোচনা ব্যর্থ হলে আরও একটা বিশ্বযুদ্ধের পথ খুলে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷ একটি মার্কিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ৷
কিভ ইন্ডিপেনডেন্ট তাঁকে উদ্ধৃত করে টুইটে লিখেছে, "জেলেনস্কি: 'আমি পুতিনের সঙ্গে সমঝোতায় রাজি আছি (Ready for talks with Putin) ৷ তবে তা ব্যর্থ হলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ৷' জেলেনস্কি সিএনএন-কে বলেছেন যে, তিনি পুতিনের সঙ্গে সমঝোতার জন্য তৈরি আছেন ৷ তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি সেই সমঝোতার প্রচেষ্টা ব্যর্থ হয়, তবে আরও একটা বিশ্বযুদ্ধ শুরু হবে ৷"
-
⚡️ Zelensky: 'I'm ready for negotiations with Putin, but if they fail, it could mean World War III.'
— The Kyiv Independent (@KyivIndependent) March 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Zelensky told CNN that he’s ready to negotiate with Putin, but warned that if negotiation attempts fail, it could lead to a new World War.
">⚡️ Zelensky: 'I'm ready for negotiations with Putin, but if they fail, it could mean World War III.'
— The Kyiv Independent (@KyivIndependent) March 20, 2022
Zelensky told CNN that he’s ready to negotiate with Putin, but warned that if negotiation attempts fail, it could lead to a new World War.⚡️ Zelensky: 'I'm ready for negotiations with Putin, but if they fail, it could mean World War III.'
— The Kyiv Independent (@KyivIndependent) March 20, 2022
Zelensky told CNN that he’s ready to negotiate with Putin, but warned that if negotiation attempts fail, it could lead to a new World War.
আরও পড়ুন: Russia using hypersonic missile: ইউক্রেনে পরপর হাইপারসনিক মিসাইল হামলা রাশিয়ার
ইউক্রেনে মার্শাল আইন জারি থাকার সময়সীমা আরও বাড়াতে রবিবার একটি বিলে স্বাক্ষর করেছেন জেলেনস্কি ৷ এই বিলে 26 মার্চ থেকে আরও 30 দিন দেশে মার্শাল আইন বলবৎ রাখার কথা বলা হয়েছে ৷ 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের উপর সামরিক অভিযান শুরু করলে, দেশে মার্শাল আইন জারি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ৷
অপরদিকে, ইউক্রেনের সামরিক বাহিনীকে পর্যুদস্ত করতে দীর্ঘ দূরত্বের হাইপারসনিক ও ক্রুজ মিসাইলের ধারাবাহিক আক্রমণ চালাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী (Russia using hypersonic missile) ৷ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেঙ্কোভ রবিবার জানিয়েছেন, কৃষ্ণ সাগরের মাইকোলেইভ বন্দরের কাছে ইউক্রেনের সামরিক জ্বালানির ডিপোতে কিনঝাল হাইপারসনিক মিসাইল আক্রমণ চালানো হয়েছে ৷ এই মিসাইল শব্দের থেকেও 10 গুণ দ্রুতবেগে 2000 কিলোমিটার দূরের নিশানায় আঘাত হানতে সক্ষম ৷ এর আগে রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছিল, পশ্চিম ইউক্রেনের কার্পাথিয়ান পাহাড় সংলগ্ন দিলিয়াতিন বিস্ফোরকের ডিপোকে ধ্বংস করতে প্রথমবার যুদ্ধে কিনঝাল মিসাইলের ব্যবহার করেছিল রাশিয়ার বাহিনী ৷
আরও পড়ুন: Russia Ukraine Conflict : ইউক্রেনের স্কুলে বোমা ফেলল রাশিয়া, এখনও পর্যন্ত যুদ্ধের বলি 150 শিশু