লন্ডন, 8 জুলাই : বাকিংহাম প্যালেসের নতুন সদস্য প্রিন্স আর্চির "খ্রিস্টকরণ"-এর দিন গুলিয়ে গেল রানি ডায়ানার বোনেদের নাম । রানি এলিজ়াবেথের টুইটার হ্যান্ডেলে এই ভুল হয় । অভিজাত রাজ পরিবারের পোশাকে পরিবারের সদস্যদের সঙ্গে ছোট্ট আর্চির ছবি শেয়ার করতে গিয়ে এই ভুল হয় । যদিও, ছবিটি পোস্টের সাত ঘণ্টা পর ভুল টুইটে ভুল শুধরে নেয় ক্ল্যারেন্স হাউজ় ।
শনিবার উইন্ডসোর ক্যাসেলের ব্যক্তিগত একটি চ্যাপেলে খ্রিস্টকরণ করা হয় প্রিন্স হ্যারি ও মেগান মর্কেলের ছোটো ছেলে প্রিন্স আর্চি হ্যারিসন মাউন্টব্যাটন উইন্ডসোরকে । তাঁর একটি ছবি শেয়ার করে সকলকে ধন্যবাদ জানায় রাজপরিবার । আর সেখানেই হয় ভুল ।
প্রিন্স ডায়ানার দুই বোনের নাম গুলিয়ে ফেলেন তাঁরা । লেডি জেন ও লেডি সারার নাম পাল্টে যায় । যা চোখে পড়ে রয়্যাল কমেনটেটর ভিকটোরিয়া আর্টবিটেরের। তাঁর চোখে পড়ায় তিনি সেটি নিয়ে টুইটও করেন । পোস্টের সাত ঘণ্টা পর ভুলটি ঠিক করা হয় ।