ETV Bharat / international

100 বছরের টম মুরকে নাইটহুড উপাধি ইংল্যান্ডের রানির

author img

By

Published : Jul 18, 2020, 7:50 PM IST

লন্ডনের একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, কোরোনা যুদ্ধে টম মুর ইউনাইটেড কিংডমের জন্য মোট 80 মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেন ৷

Queen Elizabeth II confers knighthood on 100-year-old fundraiser captain
100 বছরের টম মুরকে নাইটহুড উপাধি ইংল্যান্ডের রানীর

লন্ডন, 18 জুলাই : রানি দ্বিতীয় এলিজ়াবেথ গতকাল 100 বছর বয়সি ক্যাপটেন টম মুরকে নাইটহুড উপাধি দিলেন ৷ তিনি কোরোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য 33 মিলিয়ন ইউরো অর্থাৎ 80 মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছেন ৷

বাকিংহাম প্যালেস থেকে আজ একটি টুইট করা হয় ৷ লেখা হয়, "উঠুন, ক্যাপ্টেন স্যার থমাস মুর ! আজ রানি উইন্ডসর কেল্লায় ক্যাপ্টেন @ টম মুরকে নাইটহুডের সম্মান প্রদান করেছেন৷" সংবাদমাধ্যম সূত্রে খবর, টম মুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও ছিলেন ৷ চলতি বছরের এপ্রিল মাসে তিনি 100 বছর পূর্ণ করেন ৷ তিনি কোরোনার বিরুদ্ধে লড়তে ইউনাইটেড কিংডমের জন্য মোট 80 মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেন ৷ তিনি থাকেন দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারে ৷ ক্যাপ্টেন মুরকে তার এই প্রচেষ্টার স্বীকৃতি হিসাবে সম্প্রতি ওনরারি কর্নেল হিসাবে পদোন্নতি দেওয়া হয়েছিল ।

ডাউনিং স্ট্রিটের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, প্রধানমন্ত্রী বরিস জনসন নিজে রানী এলিজ়াবেথের কাছে সুপারিশ করেছিলেন বর্ষীয়ান মুরকে সম্মানিত করা উচিত । একটি প্রেস বিজ্ঞপ্তিতে জনসন বলেন, " কর্নেল টমের তহবিল রেকর্ড ভেঙেছে ৷ পুরো দেশকে অনুপ্রাণিত করেছে ৷ আমাদের কোরোনা ভাইরাসের কুয়াশায় আলোর দিশা দেখিয়েছেন ৷ "

লন্ডন, 18 জুলাই : রানি দ্বিতীয় এলিজ়াবেথ গতকাল 100 বছর বয়সি ক্যাপটেন টম মুরকে নাইটহুড উপাধি দিলেন ৷ তিনি কোরোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য 33 মিলিয়ন ইউরো অর্থাৎ 80 মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছেন ৷

বাকিংহাম প্যালেস থেকে আজ একটি টুইট করা হয় ৷ লেখা হয়, "উঠুন, ক্যাপ্টেন স্যার থমাস মুর ! আজ রানি উইন্ডসর কেল্লায় ক্যাপ্টেন @ টম মুরকে নাইটহুডের সম্মান প্রদান করেছেন৷" সংবাদমাধ্যম সূত্রে খবর, টম মুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও ছিলেন ৷ চলতি বছরের এপ্রিল মাসে তিনি 100 বছর পূর্ণ করেন ৷ তিনি কোরোনার বিরুদ্ধে লড়তে ইউনাইটেড কিংডমের জন্য মোট 80 মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেন ৷ তিনি থাকেন দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারে ৷ ক্যাপ্টেন মুরকে তার এই প্রচেষ্টার স্বীকৃতি হিসাবে সম্প্রতি ওনরারি কর্নেল হিসাবে পদোন্নতি দেওয়া হয়েছিল ।

ডাউনিং স্ট্রিটের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, প্রধানমন্ত্রী বরিস জনসন নিজে রানী এলিজ়াবেথের কাছে সুপারিশ করেছিলেন বর্ষীয়ান মুরকে সম্মানিত করা উচিত । একটি প্রেস বিজ্ঞপ্তিতে জনসন বলেন, " কর্নেল টমের তহবিল রেকর্ড ভেঙেছে ৷ পুরো দেশকে অনুপ্রাণিত করেছে ৷ আমাদের কোরোনা ভাইরাসের কুয়াশায় আলোর দিশা দেখিয়েছেন ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.