ETV Bharat / international

2020 সালে বিশ্বজুড়ে গড়ে ওঠে সরকার বিরোধী আন্দোলন - গুয়াতেমালা

কয়েকদিনের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন জো বাইডেন। তার আগে আমেরিকা জুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করেছে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। সংসদীয় ভবনে হামলার মতো ঘটনাও ঘটেছে। তবে শুধুই আমেরিকা নয়, বিগত কয়েক বছরে বিশ্বের বেশ কিছু দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল ।

Protestors storming legislative bodies around the world
বিশ্ব জুড়ে সরকার বিরোধী আন্দোলন
author img

By

Published : Jan 10, 2021, 3:52 PM IST

কলকাতা, 10 জানুয়ারি : আর কয়েকদিনের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন জো বাইডেন। তার আগে আমেরিকাজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করেছে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। সংসদীয় ভবনে হামলার মতো ঘটনাও ঘটেছে। তবে শুধুই আমেরিকা নয়, গত কয়েক বছরে বিশ্বের বেশ কিছু দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল।

গুয়াতেমালা- গত বছর 21 নভেম্বর স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাজেট কমিয়ে দেওয়ায় শতাধিক আন্দোলনকারী গুয়াতেমালা কংগ্রেসে হামলা চালায়। বিল্ডিংয়ের একাংশ জ্বালিয়ে দেয় তারা। এমনকি প্রেসিডেন্ট আলেজান্দ্রোর বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়।

আর্মেনিয়া- 2020 সালের 10 নভেম্বর বিক্ষোভকারীরা আর্মেনিয়ার সংসদে প্রবেশ করে ভাঙচুর চালায়। সেই সময় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চলা যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার মধ্যস্থতায় তিন দেশের একটি চুক্তি স্বাক্ষর হয়। যার প্রতিবাদে এই বিক্ষোভ হয়।

কিরঘিজস্তান- কিরঘিজস্তানের সংসদীয় নির্বাচনের ফলপ্রকাশের পর সংসদে হামলা চালায় সাধারণ মানুষ। সংসদ ভবনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও ওঠে।

জার্মানি- 29 আগস্ট কোরোনার কারণে জারি করা নিষেধাজ্ঞার প্রতিবাদে জার্মান পার্লামেন্টে হামলা চালায় বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা

সার্বিয়া- কোরোনার কারণে সার্বিয়ায় লকডাউন ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়ায় 8 জুলাই সে দেশের সংসদে হাজারের বেশি মানুষ সংসদের মধ্যে বিক্ষোভ প্রদর্শন করে।

কলকাতা, 10 জানুয়ারি : আর কয়েকদিনের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন জো বাইডেন। তার আগে আমেরিকাজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করেছে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। সংসদীয় ভবনে হামলার মতো ঘটনাও ঘটেছে। তবে শুধুই আমেরিকা নয়, গত কয়েক বছরে বিশ্বের বেশ কিছু দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল।

গুয়াতেমালা- গত বছর 21 নভেম্বর স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাজেট কমিয়ে দেওয়ায় শতাধিক আন্দোলনকারী গুয়াতেমালা কংগ্রেসে হামলা চালায়। বিল্ডিংয়ের একাংশ জ্বালিয়ে দেয় তারা। এমনকি প্রেসিডেন্ট আলেজান্দ্রোর বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়।

আর্মেনিয়া- 2020 সালের 10 নভেম্বর বিক্ষোভকারীরা আর্মেনিয়ার সংসদে প্রবেশ করে ভাঙচুর চালায়। সেই সময় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চলা যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার মধ্যস্থতায় তিন দেশের একটি চুক্তি স্বাক্ষর হয়। যার প্রতিবাদে এই বিক্ষোভ হয়।

কিরঘিজস্তান- কিরঘিজস্তানের সংসদীয় নির্বাচনের ফলপ্রকাশের পর সংসদে হামলা চালায় সাধারণ মানুষ। সংসদ ভবনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও ওঠে।

জার্মানি- 29 আগস্ট কোরোনার কারণে জারি করা নিষেধাজ্ঞার প্রতিবাদে জার্মান পার্লামেন্টে হামলা চালায় বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা

সার্বিয়া- কোরোনার কারণে সার্বিয়ায় লকডাউন ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়ায় 8 জুলাই সে দেশের সংসদে হাজারের বেশি মানুষ সংসদের মধ্যে বিক্ষোভ প্রদর্শন করে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.