ETV Bharat / international

হাসপাতালে চিকিৎসাধীন রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী

কোভিড আবহে অসুস্থ হয়ে পড়লেন রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ আপাতত কিছুদিন সেখানেই থাকতে হবে তাঁকে ৷ তবে 99 বছরের যুবরাজ করোনা আক্রান্ত নয় বলেই জানিয়েছে বাকিংহাম প্য়ালেস ৷

Prince Philip has infection, will stay in hospital
হাসপাতালে চিকিৎসাধীন রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী
author img

By

Published : Feb 24, 2021, 2:32 PM IST

লন্ডন, 24 ফেব্রুয়ারি: সংক্রামিত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল ডিউক অফ এডিনবার্গ তথা রানি দ্বিতীয় এলজাবেথের স্বামী যুবরাজ ফিলিপকে ৷ আগামী বেশ কিছুদিন তাঁকে হাসপাতালেই থাকতে হবে ৷ বাকিংহাম প্য়ালেসের তরফে জারি হওয়া একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে ৷

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, গত মঙ্গলবারই লন্ডনের কিং এডওয়ার্ড সেভেন’স হাসপাতালে ভর্তি করা হয় যুবরাজ ফিলিপকে ৷ বেশ কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন ব্রিটিশ রাজ পরিবারের এই প্রবীণ সদস্য ৷ কোভিড আবহে সতর্ক থাকতেই তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ৷

বাকিং প্য়ালেসের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ভাল আছেন 99 বছরের যুবরাজ ৷ চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি ৷

যুবরাজ ফিলিপের ছেলে তথা আর্ল অফ ওয়েসেক্স যুবরাজ এডওয়ার্ড জানান, তাঁর বাবা এখন অনেকটাই ভাল আছেন ৷ দেশবাসীর পাঠানো সুন্দর বার্তাগুলিকেও স্বাগত জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: ‘রাজ-দায়’ থেকে মুক্ত হ্য়ারি-মেগান

যুবরাজ এডওয়ার্ড তাঁর বাবার সম্পর্কে বলেন, ‘‘তিনি হাসপাতাল থেকে ছুটি পাওয়ার জন্য উদগ্রীব ৷ ওঁর এই মনোভাবটাই অত্যন্ত ইতিবাচক ৷ তাই আমরাও আশাবাদী ৷’’

উল্লেখ্য, গত মাসেই যুবরাজ ফিলিপ এবং তাঁর স্ত্রী 94 বছরের রানি দ্বিতীয় এলিজাবেথকে করোনার প্রতিষেধক দেওয়া হয়েছে ৷ সূত্রের দাবি, প্রবীণ যুবরাজকে হাসপাতালে ভর্তি করা হলেও এর সঙ্গে কোভিডের কোনও সম্পর্ক নেই ৷ প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসেই তাঁদের 73তম বিবাহবার্ষিকী পালন করেছেন এই দম্পতি ৷ করোনা আবহে সুস্থ থাকতে সম্প্রতি উইন্ডসোর ক্য়াসলে থাকতে শুরু করেন তাঁরা৷ শোনা যায়, রাজ প্রাসাদের জাঁকজমক নাকি সেখানে নেই ৷

লন্ডন, 24 ফেব্রুয়ারি: সংক্রামিত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল ডিউক অফ এডিনবার্গ তথা রানি দ্বিতীয় এলজাবেথের স্বামী যুবরাজ ফিলিপকে ৷ আগামী বেশ কিছুদিন তাঁকে হাসপাতালেই থাকতে হবে ৷ বাকিংহাম প্য়ালেসের তরফে জারি হওয়া একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে ৷

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, গত মঙ্গলবারই লন্ডনের কিং এডওয়ার্ড সেভেন’স হাসপাতালে ভর্তি করা হয় যুবরাজ ফিলিপকে ৷ বেশ কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন ব্রিটিশ রাজ পরিবারের এই প্রবীণ সদস্য ৷ কোভিড আবহে সতর্ক থাকতেই তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ৷

বাকিং প্য়ালেসের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ভাল আছেন 99 বছরের যুবরাজ ৷ চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি ৷

যুবরাজ ফিলিপের ছেলে তথা আর্ল অফ ওয়েসেক্স যুবরাজ এডওয়ার্ড জানান, তাঁর বাবা এখন অনেকটাই ভাল আছেন ৷ দেশবাসীর পাঠানো সুন্দর বার্তাগুলিকেও স্বাগত জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: ‘রাজ-দায়’ থেকে মুক্ত হ্য়ারি-মেগান

যুবরাজ এডওয়ার্ড তাঁর বাবার সম্পর্কে বলেন, ‘‘তিনি হাসপাতাল থেকে ছুটি পাওয়ার জন্য উদগ্রীব ৷ ওঁর এই মনোভাবটাই অত্যন্ত ইতিবাচক ৷ তাই আমরাও আশাবাদী ৷’’

উল্লেখ্য, গত মাসেই যুবরাজ ফিলিপ এবং তাঁর স্ত্রী 94 বছরের রানি দ্বিতীয় এলিজাবেথকে করোনার প্রতিষেধক দেওয়া হয়েছে ৷ সূত্রের দাবি, প্রবীণ যুবরাজকে হাসপাতালে ভর্তি করা হলেও এর সঙ্গে কোভিডের কোনও সম্পর্ক নেই ৷ প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসেই তাঁদের 73তম বিবাহবার্ষিকী পালন করেছেন এই দম্পতি ৷ করোনা আবহে সুস্থ থাকতে সম্প্রতি উইন্ডসোর ক্য়াসলে থাকতে শুরু করেন তাঁরা৷ শোনা যায়, রাজ প্রাসাদের জাঁকজমক নাকি সেখানে নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.