ETV Bharat / international

ব্রিটিশ রাজপরিবারে নতুন অতিথির আগমন - british royal family

ব্রিটিশ প্রিন্স হ্যারির স্ত্রী মেগান জন্ম দিলেন এক পুত্রসন্তানের । গত বছরের ১৯ মে মেগানকে বিয়ে করেন হ্যারি । ১৫ অক্টোবর কেনসিংটন প্যালেস মেগানের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করে ।

সস্ত্রীক প্রিন্স হ্যারি
author img

By

Published : May 6, 2019, 8:54 PM IST

Updated : May 6, 2019, 10:00 PM IST

লন্ডন, 6 মে : ব্রিটিশ প্রিন্স হ্যারির স্ত্রী মেগান জন্ম দিলেন এক পুত্রসন্তানের । বিষয়টি সবাইকে জানিয়ে ডিউক অব সাসেক্স হ্যারি বলেন, "আমরা সত্যিই রোমাঞ্চিত। মেগান অন্তঃসত্ত্বা হওয়ার পর পুরো সময়টাতে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ । মা-ছেলে সুস্থ আছে । নতুন রাজপুত্রের নাম এখনও ঠিক হয়নি । বিষয়টি নিয়ে ভাবছি আমরা । স্থানীয় সময় ভোর পাঁচটা ২৬ মিনিটে পৃথিবীর আলো দেখে নতুন রাজপুত্র ।"

বাকিংহাম প্যালেস সূত্রে জানানো হয়, নতুন রাজপুত্রের ওজন হয়েছে 7 পাউন্ড 30 আউন্স । এই খবরে রাজপরিবারে খুশির বন্যা বয়ে যায় । রানি দ্বিতীয় এলিজ়াবেথ, ডিউক অব এডিনবার্গ, প্রিন্স অব ওয়েলস, ডাচেস অব কর্নওয়েল, ডিউক ও ডাচেস অফ কেমব্রিজসহ সবাই উৎফুল্ল । প্রথম নাতি হওয়ার খবরে দারুণ খুশি ডাচেস অব সাসেক্স মেগানের মা ডরিয়া রাগল্যান্ডও ।

গত বছরের ১৯ মে মেগানকে বিয়ে করেন হ্যারি । ১৫ অক্টোবর কেনসিংটন প্যালেস মেগানের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করে ।

লন্ডন, 6 মে : ব্রিটিশ প্রিন্স হ্যারির স্ত্রী মেগান জন্ম দিলেন এক পুত্রসন্তানের । বিষয়টি সবাইকে জানিয়ে ডিউক অব সাসেক্স হ্যারি বলেন, "আমরা সত্যিই রোমাঞ্চিত। মেগান অন্তঃসত্ত্বা হওয়ার পর পুরো সময়টাতে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ । মা-ছেলে সুস্থ আছে । নতুন রাজপুত্রের নাম এখনও ঠিক হয়নি । বিষয়টি নিয়ে ভাবছি আমরা । স্থানীয় সময় ভোর পাঁচটা ২৬ মিনিটে পৃথিবীর আলো দেখে নতুন রাজপুত্র ।"

বাকিংহাম প্যালেস সূত্রে জানানো হয়, নতুন রাজপুত্রের ওজন হয়েছে 7 পাউন্ড 30 আউন্স । এই খবরে রাজপরিবারে খুশির বন্যা বয়ে যায় । রানি দ্বিতীয় এলিজ়াবেথ, ডিউক অব এডিনবার্গ, প্রিন্স অব ওয়েলস, ডাচেস অব কর্নওয়েল, ডিউক ও ডাচেস অফ কেমব্রিজসহ সবাই উৎফুল্ল । প্রথম নাতি হওয়ার খবরে দারুণ খুশি ডাচেস অব সাসেক্স মেগানের মা ডরিয়া রাগল্যান্ডও ।

গত বছরের ১৯ মে মেগানকে বিয়ে করেন হ্যারি । ১৫ অক্টোবর কেনসিংটন প্যালেস মেগানের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করে ।

Lucknow (UP), May 06 (ANI): Samajwadi Party (SP) leader Poonam Sinha visited a polling booth in Lucknow during fifth phase of Lok Sabha elections. She is SP-BSP joint candidate from Lucknow Lok Sabha constituency and is contesting against Rajnath Singh. The election for 5th phase is underway in seven states across the country. While speaking to ANI on elections, Sinha said, "This voter turn-out seems like good news for our party. We will definitely win this race and will move way ahead of our opponents. People are looking for someone who can bring a change. People know how they lied, made false promises and did 'jumlebaazi'. People of our nation are aware and if they have strength to bring a government then they also have the strength to break that government down. The 'gathbandhan' will definitely swipe the poll."
Last Updated : May 6, 2019, 10:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.