স্টকহোম, 12 অক্টোবর : ঘোষিত হল 2020 সালের অর্থনীতিতে নোবেলজয়ীর নাম । যুগ্মভাবে এবারের অর্থনীতিতে নোবেল পেলেন পল আর মিলগ্রম ও রবার্ট বি উইলসন । অকশন থিয়োরি ও অকশনের নতুন ফরম্যাট নিয়ে গবেষণার জন্য তাঁদেরকে নোবেল সম্মানে ভূষিত করা হয় ।
আলফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয় । অর্থনীতিতে নোবেলের পোষাকি নাম সেভরিগেস রিকসব্যাঙ্ক পুরস্কার । 1969 সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত 51 বার এই পুরস্কার দেওয়া হয়েছে । বর্তমানে সেভরিগেস রিকসব্যাঙ্ক পুরস্কার অধিক পরিচিত অর্থনীতিতে নোবেল হিসেবে ।
গতবছর এই পুরস্কার দেওয়া হয়েছিল ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির দুই গবেষক ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষককে । বিশ্বের দারিদ্র দূরীকরণ সংক্রান্ত বিষয়ে গবেষণার জন্য তাঁদের বেছে নেওয়া হয়েছিল ।
অর্থনীতিতে নোবেলের পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি স্বর্ণপদক ও 1 কোটি ক্রোনা (1.1 মিলিয়ন অ্যামেরিকান ডলার) ।
আরও পড়ুন : নোবেল শান্তি পুরস্কার পেল বিশ্ব খাদ্য কর্মসূচি