ETV Bharat / international

Pegasus Spyware : পেগাসাস কাণ্ডে তদন্ত শুরু করল প্যারিসের প্রসিকিউটর’স অফিস

পেগাসাস কাণ্ডে তদন্ত শুরু করল ফ্রান্স ৷ প্যারিসের প্রসিকিউটর’স অফিসের তরফে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে ৷ দুই সাংবাদিক এবং একটি তদন্তকারী ওয়েবসাইট এই বিষয়ে তদন্তের আবেদন জানিয়ে অভিযোগ দায়ের করেছিল ৷ তার ভিত্তিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷

Paris prosecutor's office starts investigation on Pegasus Spyware
Pegasus Spyware : পেগাসাস কাণ্ডে তদন্ত শুরু করল প্যারিসের প্রসিকিউটর’স অফিস
author img

By

Published : Jul 20, 2021, 7:52 PM IST

প্যারিস, 20 জুলাই : পেগাসাস (Pegasus Spyware) কাণ্ডের জেরে নড়েচড়ে বলল ফ্রান্স ৷ প্যারিসের প্রসিকিউটর’স অফিসের (Paris prosecutor's office) তরফে এই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে ৷ মঙ্গলবার এই ইস্যুতে একটি বিবৃতি প্রকাশ করেছে তারা ৷ তাতে জানানো হয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ ইজ়রায়েলি স্পাইওয়্য়ার পেগাসাস ব্যবহার করে যদি কোনও ব্যক্তির উপর নজরদারি করা হয়, তবে তা ব্য়ক্তি স্বাধীনতায় বেআইনি হস্তক্ষেপ করা হবে ৷ একইসঙ্গে, পেগাসাসের বিরুদ্ধে বেআইনিভাবে নেটওয়ার্ক ডেটা ব্যবহারের অভিযোগও উঠবে ৷ সেইসঙ্গে, অন্যান্য় বিভিন্ন ধারাতেও পেগাসাস প্রস্তুতকারী সংস্থা এনএসও গোষ্ঠীর (NSO Group) বিরুদ্ধে মামলা হতে পারে ৷

আরও পড়ুন : পেগাসাস ইস্যু খোলসা না করলে অচল থাকবে সংসদ, হুঁশিয়ারি তৃণমূলের

প্রসঙ্গত, পেগাসাস কাণ্ডে সারা পৃথিবীতেই শুরু হয়েছে জোর জল্পনা ৷ ভারত-সহ বিভিন্ন দেশের অসংখ্য সাংবাদিক, রাজনৈতিক নেতা, শিল্পোদ্যোগী-সহ বহু ব্যক্তির মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার হ্যাক করে তথ্য চুরি ও নজরদারির অভিযোগ উঠেছে ৷ ফ্রান্সের আইন মোতাবেক, এক্ষেত্রে নির্দিষ্ট কোনও ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়নি ৷ তবে আইনি পথেই অভিযোগ দায়ের করেছেন দুই ফরাসী সাংবাদিক এবং মিডিয়াপার্ট (Mediapart) নামে একটি ফরাসী তদন্তকারী ওয়েবসাইট ৷ এই তদন্তের জেরে পরবর্তীতে সংশ্লিষ্ট অভিযুক্তকে আদালতে টেনে নিয়ে যাওয়া হতে পারে ৷

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই আন্তর্জাতিক স্তরে হওয়া একটি তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনা হয় ৷ তাতে বলা হয়েছে, 50টি দেশের 1 হাজারেরও বেশি নাগরিকের উপর নজরদারি চালানো হচ্ছে ৷ এই কাজে ব্যবহার করা হচ্ছে এনএসও গোষ্ঠীর তৈরি স্পাই সফটওয়্য়ার পেগাসাস ৷ সেই তালিকায় ফ্রান্সের একাধিক সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্বও রয়েছেন ৷ এই কারণেই বিষয়টি নিয়ে তদন্তের আর্জি জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Pegasus Spyware : রিবুট বা ফ্যাক্টরি রিসেট করেও উৎখাত করা যায় না পেগাসাসকে

সম্প্রতি এই সংক্রান্ত যেসব তথ্য ফাঁস হয়েছে, তাতে দাবি করা হয়েছে, প্য়ারিসের 50 হাজারেরও বেশি ফোন নম্বরের উপর নজরদারি চালাতে পেগাসাস স্পাইওয়্য়ার ব্যবহার করা হয়েছে ৷ আক্রান্তদের তালিকায় সাংবাদিকদের পাশাপাশি ফরবিডেন স্টোরিজ (Forbidden Stories) অ্য়ামনেস্টি ইন্টারন্যাশনালের (Amnesty International) মতো নামজাদা ও আন্তর্জাতিক সংগঠনের বহু সদস্যও রয়েছেন ৷ যদিও ইতিমধ্য়েই তাদের গ্রাহকদের যে তালিকা প্রকাশ্যে এসেছে, তা ভুয়ো বলে দাবি করেছে এনএসও গোষ্ঠী ৷

প্যারিস, 20 জুলাই : পেগাসাস (Pegasus Spyware) কাণ্ডের জেরে নড়েচড়ে বলল ফ্রান্স ৷ প্যারিসের প্রসিকিউটর’স অফিসের (Paris prosecutor's office) তরফে এই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে ৷ মঙ্গলবার এই ইস্যুতে একটি বিবৃতি প্রকাশ করেছে তারা ৷ তাতে জানানো হয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ ইজ়রায়েলি স্পাইওয়্য়ার পেগাসাস ব্যবহার করে যদি কোনও ব্যক্তির উপর নজরদারি করা হয়, তবে তা ব্য়ক্তি স্বাধীনতায় বেআইনি হস্তক্ষেপ করা হবে ৷ একইসঙ্গে, পেগাসাসের বিরুদ্ধে বেআইনিভাবে নেটওয়ার্ক ডেটা ব্যবহারের অভিযোগও উঠবে ৷ সেইসঙ্গে, অন্যান্য় বিভিন্ন ধারাতেও পেগাসাস প্রস্তুতকারী সংস্থা এনএসও গোষ্ঠীর (NSO Group) বিরুদ্ধে মামলা হতে পারে ৷

আরও পড়ুন : পেগাসাস ইস্যু খোলসা না করলে অচল থাকবে সংসদ, হুঁশিয়ারি তৃণমূলের

প্রসঙ্গত, পেগাসাস কাণ্ডে সারা পৃথিবীতেই শুরু হয়েছে জোর জল্পনা ৷ ভারত-সহ বিভিন্ন দেশের অসংখ্য সাংবাদিক, রাজনৈতিক নেতা, শিল্পোদ্যোগী-সহ বহু ব্যক্তির মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার হ্যাক করে তথ্য চুরি ও নজরদারির অভিযোগ উঠেছে ৷ ফ্রান্সের আইন মোতাবেক, এক্ষেত্রে নির্দিষ্ট কোনও ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়নি ৷ তবে আইনি পথেই অভিযোগ দায়ের করেছেন দুই ফরাসী সাংবাদিক এবং মিডিয়াপার্ট (Mediapart) নামে একটি ফরাসী তদন্তকারী ওয়েবসাইট ৷ এই তদন্তের জেরে পরবর্তীতে সংশ্লিষ্ট অভিযুক্তকে আদালতে টেনে নিয়ে যাওয়া হতে পারে ৷

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই আন্তর্জাতিক স্তরে হওয়া একটি তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনা হয় ৷ তাতে বলা হয়েছে, 50টি দেশের 1 হাজারেরও বেশি নাগরিকের উপর নজরদারি চালানো হচ্ছে ৷ এই কাজে ব্যবহার করা হচ্ছে এনএসও গোষ্ঠীর তৈরি স্পাই সফটওয়্য়ার পেগাসাস ৷ সেই তালিকায় ফ্রান্সের একাধিক সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্বও রয়েছেন ৷ এই কারণেই বিষয়টি নিয়ে তদন্তের আর্জি জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Pegasus Spyware : রিবুট বা ফ্যাক্টরি রিসেট করেও উৎখাত করা যায় না পেগাসাসকে

সম্প্রতি এই সংক্রান্ত যেসব তথ্য ফাঁস হয়েছে, তাতে দাবি করা হয়েছে, প্য়ারিসের 50 হাজারেরও বেশি ফোন নম্বরের উপর নজরদারি চালাতে পেগাসাস স্পাইওয়্য়ার ব্যবহার করা হয়েছে ৷ আক্রান্তদের তালিকায় সাংবাদিকদের পাশাপাশি ফরবিডেন স্টোরিজ (Forbidden Stories) অ্য়ামনেস্টি ইন্টারন্যাশনালের (Amnesty International) মতো নামজাদা ও আন্তর্জাতিক সংগঠনের বহু সদস্যও রয়েছেন ৷ যদিও ইতিমধ্য়েই তাদের গ্রাহকদের যে তালিকা প্রকাশ্যে এসেছে, তা ভুয়ো বলে দাবি করেছে এনএসও গোষ্ঠী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.