ETV Bharat / international

ইংল্যান্ডে গুরুদ্বারে হামলা চালানো পাকিস্তানি ব্যক্তি গ্রেপ্তার - ভারতের শ্রম সাংসদ প্রীত কউর গিল

আজ সকালে ইংল্যান্ডের ডার্বির একটি গুরুদ্বারে হামলা করে এক ব্যক্তি । জানা গিয়েছে, এই ব্যক্তি পাকিস্তানের নাগরিক । তার ছেড়ে যাওয়া নোটে কাশ্মীরের উল্লেখ ছিল । পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ।

london
london
author img

By

Published : May 26, 2020, 3:43 PM IST

লন্ডন, 26মে : আজ সকালে ইংল্যান্ডের ডার্বির একটি গুরুদ্বারে হামলা করে এক ব্যক্তি । ভাঙচুর করে । সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । জানা গিয়েছে, এই ব্যক্তি পাকিস্তানের নাগরিক । ডার্বির গুরু অর্জন দেবজি গুরুদ্বারে হামলা করে সে । কোনও ব্যক্তি আহত হননি ।

গুরুদ্বারের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় । সেখানে উল্লেখ করা হয়, “যে ব্যক্তি গুরুদ্বারে ঢুকে ভাঙচুর চালিয়েছিল তাকে পুলিশ গ্রেপ্তার করেছে । গুরুদ্বার পরিষ্কারের কাজ শুরু হয়েছে । কোনও ব্যক্তি আহত হননি । হামলাকারীর পোশাক এবং তার রেখে যাওয়া নোট থেকে জানা যায় তিনি মুসলিম । ”

ওই এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে থাকেন । বহুবছর ধরে সবাই একসঙ্গে আছেন । এই ঘটনা যেন তাঁদের সম্পর্কে কোনও প্রভাব না ফেলে বলে অনুরোধ করা হয় গুরুদ্বারের তরফে । বিবৃতিতে তারা আরও উল্লেখ করে, “আমরা মনে করি হামলাকারীরা সংখ্যায় কম, একটা ছোটো দল । সম্পূর্ণ মুসলিম সম্প্রদায়কে আমরা এর জন্য খারাপ ভাবতে পারি না । প্রত্যেককে এইধরনের পোস্ট থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে । শিখদের বিরুদ্ধে অপরাধ কখনওই আমাদের উপর প্রভাব ফেলবে না । আমরা সেবায় বিশ্বাস করি । আমরা প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করছি । ”

এই হামলার খবর প্রকাশ্যে আসার পরেই সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট করা হচ্ছে । যার ফলে সম্প্রদায়গুলির মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে । গুরুদ্বারের তরফে মানুষকে এই ধরনের পোস্ট থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে ।

ভারতের শ্রম সাংসদ প্রীত কউর গিল এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করে টুইট করেন । টুইটে লেখেন, “প্রার্থনাস্থানে এইধরনের হামলা খুবই দুঃখজনক ।” পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছেন, এই খবর দুঃখের । মানবিকতা বাঁচিয়ে রাখার জন্য এইধরনের অসহিষ্ণুতা এবং ঘৃণার শেষ হওয়া প্রয়োজন ।

কী কারণে এই হামলা করল সেই ব্যক্তি, সাম্প্রদিয়কতার কোনও যোগ আছে কি না, সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখছে পুলিশ । ব্যক্তির পূর্ণ পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে । তদন্ত করছে পুলিশ ।

লন্ডন, 26মে : আজ সকালে ইংল্যান্ডের ডার্বির একটি গুরুদ্বারে হামলা করে এক ব্যক্তি । ভাঙচুর করে । সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । জানা গিয়েছে, এই ব্যক্তি পাকিস্তানের নাগরিক । ডার্বির গুরু অর্জন দেবজি গুরুদ্বারে হামলা করে সে । কোনও ব্যক্তি আহত হননি ।

গুরুদ্বারের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় । সেখানে উল্লেখ করা হয়, “যে ব্যক্তি গুরুদ্বারে ঢুকে ভাঙচুর চালিয়েছিল তাকে পুলিশ গ্রেপ্তার করেছে । গুরুদ্বার পরিষ্কারের কাজ শুরু হয়েছে । কোনও ব্যক্তি আহত হননি । হামলাকারীর পোশাক এবং তার রেখে যাওয়া নোট থেকে জানা যায় তিনি মুসলিম । ”

ওই এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে থাকেন । বহুবছর ধরে সবাই একসঙ্গে আছেন । এই ঘটনা যেন তাঁদের সম্পর্কে কোনও প্রভাব না ফেলে বলে অনুরোধ করা হয় গুরুদ্বারের তরফে । বিবৃতিতে তারা আরও উল্লেখ করে, “আমরা মনে করি হামলাকারীরা সংখ্যায় কম, একটা ছোটো দল । সম্পূর্ণ মুসলিম সম্প্রদায়কে আমরা এর জন্য খারাপ ভাবতে পারি না । প্রত্যেককে এইধরনের পোস্ট থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে । শিখদের বিরুদ্ধে অপরাধ কখনওই আমাদের উপর প্রভাব ফেলবে না । আমরা সেবায় বিশ্বাস করি । আমরা প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করছি । ”

এই হামলার খবর প্রকাশ্যে আসার পরেই সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট করা হচ্ছে । যার ফলে সম্প্রদায়গুলির মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে । গুরুদ্বারের তরফে মানুষকে এই ধরনের পোস্ট থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে ।

ভারতের শ্রম সাংসদ প্রীত কউর গিল এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করে টুইট করেন । টুইটে লেখেন, “প্রার্থনাস্থানে এইধরনের হামলা খুবই দুঃখজনক ।” পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছেন, এই খবর দুঃখের । মানবিকতা বাঁচিয়ে রাখার জন্য এইধরনের অসহিষ্ণুতা এবং ঘৃণার শেষ হওয়া প্রয়োজন ।

কী কারণে এই হামলা করল সেই ব্যক্তি, সাম্প্রদিয়কতার কোনও যোগ আছে কি না, সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখছে পুলিশ । ব্যক্তির পূর্ণ পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে । তদন্ত করছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.