জেনিভা (সুইজ়ারল্যান্ড), 17 মার্চ : বিশ্বজুড়ে বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই 7,174 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত 1, 82, 742 জন। সুস্থ হয়ে উঠেছেন 79, 883 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে খবর।
কোরোনা আক্রান্তের সংখ্যার বিচারে প্রথম দিকে রয়েছে চিন, ইট্যালি, ইরান, দক্ষিণ কোরিয়া । চিনে মোট আক্রান্তের সংখ্যা 80,902 । মৃত্যু হয়েছে 3,239 জনের । ইট্যালিতে একদিনে কোরোনায় প্রাণ কেড়েছে 349 জনের । ইরানে 14,991 জন আক্রান্ত হয়েছেন । মৃত্যু হয়েছে 853 জনের । দক্ষিণ কোরিয়ায় কোরোনায় আক্রান্তের সংখ্যা 8320 । 87 জনের মৃত্যু হয়েছে ।
চিনের ইউহান প্রদেশ থেকে কোরোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে। ইউরোপের বিভিন্ন দেশও আক্রান্ত এই ভাইরাসে। ভারতে 3 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত 126 জন।