ETV Bharat / international

ফ্রান্সের চার্চে ছুরি নিয়ে হামলা , মহিলার মুণ্ডচ্ছেদ ; মৃত আরও 2 - ছুরি হামলা

ফ্রান্সের নাইস শহরের চার্চে এক দুষ্কৃতীর ছুরির হামলায় মৃত্যু হল তিনজনের । তার মধ্য়ে এক মহিলার মাথা কেটে খুন করে ওই দুষ্কৃতী ।

France
ফ্রান্সের চার্চে ছুরি হামলা
author img

By

Published : Oct 29, 2020, 4:35 PM IST

Updated : Oct 29, 2020, 4:43 PM IST

প্যারিস , 29 অক্টোবর : ফ্রান্সের নাইস শহরের একটি চার্চে ছুরি নিয়ে হামলা চালাল এক দুষ্কৃতী । এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের । তার মধ্যে একজন মহিলার মুণ্ডচ্ছেদ করেছে ওই দুষ্কৃতী । জখম হয়েছে অনেকে । এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের যোগ আছে বলে জানিয়েছে পুলিশ । ঘটনায় এক দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ ।

বর্তমানে চার্চের আশপাশ সুরক্ষায় মুড়ে ফেলা হয়েছে । পুলিশ মোতায়েন করা হয়েছে । ঘটনাস্থানে রয়েছে অ্যাম্বুলেন্স ও দমকল । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

কয়েকদিন আগে প্যারিসে মাথা কেটে খুন করা হয়েছিল এক শিক্ষককে । ক্লাসে ইসলামের পয়গম্বর হজরত মহম্মদের ব্যঙ্গাত্মক ছবি তিনি ক্লাসে দেখিয়েছিলেন । ফলে আততায়ীর সঙ্গে জঙ্গিগোষ্ঠীর যোগ সূত্র থাকতে পারে বলে আশঙ্কা করেছিল ফরাসি পুলিশ । প্রথমে আততায়ীকে গ্রেপ্তারের চেষ্টা করে তারা । শেষে পুলিশের গুলিতেই তার মৃত্যু হয় ।

প্যারিস , 29 অক্টোবর : ফ্রান্সের নাইস শহরের একটি চার্চে ছুরি নিয়ে হামলা চালাল এক দুষ্কৃতী । এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের । তার মধ্যে একজন মহিলার মুণ্ডচ্ছেদ করেছে ওই দুষ্কৃতী । জখম হয়েছে অনেকে । এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের যোগ আছে বলে জানিয়েছে পুলিশ । ঘটনায় এক দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ ।

বর্তমানে চার্চের আশপাশ সুরক্ষায় মুড়ে ফেলা হয়েছে । পুলিশ মোতায়েন করা হয়েছে । ঘটনাস্থানে রয়েছে অ্যাম্বুলেন্স ও দমকল । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

কয়েকদিন আগে প্যারিসে মাথা কেটে খুন করা হয়েছিল এক শিক্ষককে । ক্লাসে ইসলামের পয়গম্বর হজরত মহম্মদের ব্যঙ্গাত্মক ছবি তিনি ক্লাসে দেখিয়েছিলেন । ফলে আততায়ীর সঙ্গে জঙ্গিগোষ্ঠীর যোগ সূত্র থাকতে পারে বলে আশঙ্কা করেছিল ফরাসি পুলিশ । প্রথমে আততায়ীকে গ্রেপ্তারের চেষ্টা করে তারা । শেষে পুলিশের গুলিতেই তার মৃত্যু হয় ।

Last Updated : Oct 29, 2020, 4:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.