ETV Bharat / international

একদিনে ইতালিতে কোরোনাতে মৃত 168

একদিনে ইতালিতে কোরোনাতে মৃত্যু 168 জনের । রেড এলার্ট জারি করা হয়েছে সারা দেশে ।

Corona
ইতালিতে কোরোনাতে মৃত্যু 168 জনের
author img

By

Published : Mar 11, 2020, 6:31 PM IST

ইতালি,11 মার্চ : ইতালিতে একদিনে কোরোনাতে মৃত্যু 168 জনের । সারা দেশে রেড এলার্ট জারি করা হয়েছে । এই মারণ রোগের আক্রমণে ইতালিতে এখনও পর্যন্ত মোট 631 জন প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 10 হাজার 149 জন ।

প্রাণঘাতী এই ভাইরাসের উৎপত্তিস্থান চিনে হলেও সমগ্র বিশ্বে এই রোগ ক্রমশ ভয়াবহ আকার ধারণ করেছে । সারা বিশ্বে কোরোনায় মৃত্যুর সংখ্যা 4 হাজার 288 জন । মোট আক্রান্তের সংখ্যা 1 লক্ষ 17 হাজারের মতো । যদিও প্রায় প্রতিদিনই কোরোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে ।

মাত্র দু' সপ্তাহের আগে ইতালিতে প্রথম সংক্রমণ ঘটে । তারপর এই প্রাণঘাতী ভাইরাসের প্রকপে মঙ্গলবার 168 জনের মৃত্যু হয়েছে । কিছুদিন আগে ইতালিতে একদিনে 133 জনের মৃত্যু হয় । কিন্তু মঙ্গলবার মৃত্যুর সংখ্যা সেই সংখ্যাকেও ছাপিয়ে গেল । সারা দেশে রেড এলার্ট জারি করা হয়েছে । কোরোনা আটকাতে গোটা দেশকে প্রায় অবরুদ্ধ করা হয়েছে । ইতালির প্রতিবেশি দেশগুলো তাঁদের সীমান্ত সিল করে দিয়েছে । সারা দেশে স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে । একসঙ্গে বহু লোকের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে । ইতালিতে কার্যত 6 কোটি মানুষ এরফলে গৃহবন্দী হয়ে জীবন কাটাচ্ছে ।

চিনের মূল ভূখন্ড উহান প্রদেশে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 80 হাজারের বেশি । এর মধ্যে মৃত্যু হয়েছে 3 হাজারেও বেশি জনের । চিনের পর দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি । দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা 7 হাজারেরও বেশি । তবে মৃত্যু হয়েছে 54 জনের । দক্ষিণ কোরিয়ার পরই ইতালিতে এই মারণ রোগ সবচেয়ে বেশি থাবা বসিয়েছে । 21 ফেব্রুয়ারি ইতালিতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে । এখনও পর্যন্ত চিন থেকে এই রোগ দক্ষিণ কোরিয়া, ইসরায়েল, ইরান, অ্যামেরিকা,কানাডা, শ্রীলঙ্কা, লেবানন, জাপান ও ভারত সহ বহু দেশে ছড়িয়ে পড়েছে ।

ইতালি,11 মার্চ : ইতালিতে একদিনে কোরোনাতে মৃত্যু 168 জনের । সারা দেশে রেড এলার্ট জারি করা হয়েছে । এই মারণ রোগের আক্রমণে ইতালিতে এখনও পর্যন্ত মোট 631 জন প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 10 হাজার 149 জন ।

প্রাণঘাতী এই ভাইরাসের উৎপত্তিস্থান চিনে হলেও সমগ্র বিশ্বে এই রোগ ক্রমশ ভয়াবহ আকার ধারণ করেছে । সারা বিশ্বে কোরোনায় মৃত্যুর সংখ্যা 4 হাজার 288 জন । মোট আক্রান্তের সংখ্যা 1 লক্ষ 17 হাজারের মতো । যদিও প্রায় প্রতিদিনই কোরোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে ।

মাত্র দু' সপ্তাহের আগে ইতালিতে প্রথম সংক্রমণ ঘটে । তারপর এই প্রাণঘাতী ভাইরাসের প্রকপে মঙ্গলবার 168 জনের মৃত্যু হয়েছে । কিছুদিন আগে ইতালিতে একদিনে 133 জনের মৃত্যু হয় । কিন্তু মঙ্গলবার মৃত্যুর সংখ্যা সেই সংখ্যাকেও ছাপিয়ে গেল । সারা দেশে রেড এলার্ট জারি করা হয়েছে । কোরোনা আটকাতে গোটা দেশকে প্রায় অবরুদ্ধ করা হয়েছে । ইতালির প্রতিবেশি দেশগুলো তাঁদের সীমান্ত সিল করে দিয়েছে । সারা দেশে স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে । একসঙ্গে বহু লোকের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে । ইতালিতে কার্যত 6 কোটি মানুষ এরফলে গৃহবন্দী হয়ে জীবন কাটাচ্ছে ।

চিনের মূল ভূখন্ড উহান প্রদেশে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 80 হাজারের বেশি । এর মধ্যে মৃত্যু হয়েছে 3 হাজারেও বেশি জনের । চিনের পর দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি । দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা 7 হাজারেরও বেশি । তবে মৃত্যু হয়েছে 54 জনের । দক্ষিণ কোরিয়ার পরই ইতালিতে এই মারণ রোগ সবচেয়ে বেশি থাবা বসিয়েছে । 21 ফেব্রুয়ারি ইতালিতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে । এখনও পর্যন্ত চিন থেকে এই রোগ দক্ষিণ কোরিয়া, ইসরায়েল, ইরান, অ্যামেরিকা,কানাডা, শ্রীলঙ্কা, লেবানন, জাপান ও ভারত সহ বহু দেশে ছড়িয়ে পড়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.