ETV Bharat / international

মানব জীবনের গল্প শুনিয়ে সাহিত্যে নোবেল পিটার হ্যান্ডকের - সাহিত্যে নোবেল পেলেন পিটার হ্যান্ডকে

এ বছর সাহিত্যে নোবেল পেলেন পিটার হ্যান্ডকে । আজই 2018 নোবেল সাহিত্য পুরস্কার পেলেন পোলিশ লেখক ওলগা তোকার্কজ়ুক ।

ছবি সৌজন্যে : টুইটার
author img

By

Published : Oct 10, 2019, 5:31 PM IST

Updated : Oct 10, 2019, 6:26 PM IST

স্টকহোম, 10 অক্টোবর : এ বছর সাহিত্যে নোবেল পেলেন পিটার হ্যান্ডকে । অস্ট্রিয়ান এই সাহিত্যিকের নাম ঘোষণার সময়ে নোবেল কমিটি জানিয়েছে, মানব জীবনের বিভিন্ন অভিজ্ঞতার বর্ণনায় বিশেষ মৌলিকত্ব তাঁর সাহিত্যের বৈশিষ্ট্য । অন্যদিকে, আজই 2018 নোবেল সাহিত্য পুরস্কার পেলেন পোলিশ লেখক ওলগা তোকার্কজ়ুক ।

গতবছর অর্থাৎ 2018 সালে সাহিত্যে কাউকে নোবেল দেওয়া হয়নি । পুরষ্কার দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব এবং যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল তাই 2018-এ স্থগিত রাখা হয়েছিল এই নোবেল সাহিত্য পুরস্কার প্রদান । এক বছর পর আজ তাই একইসঙ্গে দু'বছরের সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করল নোবেল কমিটি ।

অলগা তোকার্কজ়ুকের নাম ঘোষণার সময়ে নোবেল কমিটি জানায়, ওলগার সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য তীব্র আবেগ নির্ভর কল্পকথন, যা দেশ-কালের সীমা অতিক্রম করে শাশ্বত সত্যের মুখোমুখি দাঁড় করায় পাঠককে৷

স্টকহোম, 10 অক্টোবর : এ বছর সাহিত্যে নোবেল পেলেন পিটার হ্যান্ডকে । অস্ট্রিয়ান এই সাহিত্যিকের নাম ঘোষণার সময়ে নোবেল কমিটি জানিয়েছে, মানব জীবনের বিভিন্ন অভিজ্ঞতার বর্ণনায় বিশেষ মৌলিকত্ব তাঁর সাহিত্যের বৈশিষ্ট্য । অন্যদিকে, আজই 2018 নোবেল সাহিত্য পুরস্কার পেলেন পোলিশ লেখক ওলগা তোকার্কজ়ুক ।

গতবছর অর্থাৎ 2018 সালে সাহিত্যে কাউকে নোবেল দেওয়া হয়নি । পুরষ্কার দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব এবং যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল তাই 2018-এ স্থগিত রাখা হয়েছিল এই নোবেল সাহিত্য পুরস্কার প্রদান । এক বছর পর আজ তাই একইসঙ্গে দু'বছরের সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করল নোবেল কমিটি ।

অলগা তোকার্কজ়ুকের নাম ঘোষণার সময়ে নোবেল কমিটি জানায়, ওলগার সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য তীব্র আবেগ নির্ভর কল্পকথন, যা দেশ-কালের সীমা অতিক্রম করে শাশ্বত সত্যের মুখোমুখি দাঁড় করায় পাঠককে৷

Jaipur (Rajasthan), October 10 (ANI): A review meeting on implementation of amended budget 2019-20 was recently organized at Chief Minister's office in the chairmanship of Chief Minister Ashok Gehlot in Jaipur. In the meeting, Chief Minister said that the aspirations of the people and timely implementation of budget announcements should be ensured as per their expectations. Officers should solemnly speed up the work on budget announcements made. He also instructed the Chief Secretary to regularly review the progress of budget announcements at his level. CM said that the amended budget was passed at the end of July which left less time for their implementation. People must see the implementation of budget announcements before the next budget so that they could get their benefits. The Chief Minister also directed that such announcements related to construction works which require more time for completion should get early approval. Implementation of big projects should be done in a phased manner.

Last Updated : Oct 10, 2019, 6:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.