ETV Bharat / international

দ্বিতীয়বার কোরোনার সংক্রমণ হবে না এরকম কোনও প্রমাণ নেই : WHO - corona news update

গতকাল WHO-র তরফে জানানো হয়, একাধিক গবেষণায় দেখা গিয়েছে যেসব ব্যক্তি কোরোনা সংক্রমণের পর সুস্থ হয়েছেন তাঁদের রক্তে একপ্রকার অ্যান্টিবডি রয়েছে । এই অ্যান্টিবডি SARS-CoV-2 নামেও পরিচিত । তবে এঁদের মধ্যে কয়েকজনের রক্তে খুব কম মাত্রায় অ্যান্টিবডি তৈরি হয়েছে ।

corona
কোরোনা
author img

By

Published : Apr 26, 2020, 1:46 PM IST

জেনেভা, 26 এপ্রিল : কোরোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পর আবার সংক্রমিত হতে পারেন ? এখনও পর্যন্ত পুনরায় আক্রান্ত না হওয়ার নিশ্চয়তা নেই বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। কোরোনা আক্রান্ত হওয়ার ফলে শরীরে অ্যান্টিবডি তৈরি হয় । কিন্তু তা দিয়ে দ্বিতীয়বার সংক্রমণ থেকে বাঁচা সম্ভব এরকম কোনও প্রমাণ এই মুহূর্তে নেই ।

গতকাল WHO-র তরফে জানানো হয়, একাধিক গবেষণায় দেখা গিয়েছে যেসব ব্যক্তি কোরোনা সংক্রমণের পর সুস্থ হয়েছেন তাঁদের রক্তে একপ্রকার অ্যান্টিবডি রয়েছে । এই অ্যান্টিবডি SARS-CoV-2 নামেও পরিচিত । তবে এঁদের মধ্যে কয়েকজনের রক্তে খুব কম মাত্রায় অ্যান্টিবডি তৈরি হয়েছে । SARS-CoV-2 অ্যান্টিবডি প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে কি না 24 এপ্রিল পর্যন্ত এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি ।

কয়েকটি দেশের তরফে এই বিষয়ে নিশ্চিত করা হয়েছিল যে, নভেল কোরোনা ভাইরাসের অ্যান্টিবডি পুনরায় সংক্রমণ থেকে রক্ষা করবে । তাই কোরোনা আক্রান্ত এক ব্যক্তি সুস্থ হয়ে যাওয়ার পর কাজে যোগ দিতে পারবেন । বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই বিষয়ে সতর্ক করে বলা হয়, এখনও পর্যন্ত অ্যান্টিবডিকে প্রতিরোধক পাসপোর্ট হিসেবে গ্রহণ করা যায় না । কারণ এখনও সেরকম কোনও প্রমাণ পাওয়া যায়নি । বরং, এই ভাবনা সংক্রমণের সম্ভাবনা বাড়িয়ে দেবে ।

জেনেভা, 26 এপ্রিল : কোরোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পর আবার সংক্রমিত হতে পারেন ? এখনও পর্যন্ত পুনরায় আক্রান্ত না হওয়ার নিশ্চয়তা নেই বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। কোরোনা আক্রান্ত হওয়ার ফলে শরীরে অ্যান্টিবডি তৈরি হয় । কিন্তু তা দিয়ে দ্বিতীয়বার সংক্রমণ থেকে বাঁচা সম্ভব এরকম কোনও প্রমাণ এই মুহূর্তে নেই ।

গতকাল WHO-র তরফে জানানো হয়, একাধিক গবেষণায় দেখা গিয়েছে যেসব ব্যক্তি কোরোনা সংক্রমণের পর সুস্থ হয়েছেন তাঁদের রক্তে একপ্রকার অ্যান্টিবডি রয়েছে । এই অ্যান্টিবডি SARS-CoV-2 নামেও পরিচিত । তবে এঁদের মধ্যে কয়েকজনের রক্তে খুব কম মাত্রায় অ্যান্টিবডি তৈরি হয়েছে । SARS-CoV-2 অ্যান্টিবডি প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে কি না 24 এপ্রিল পর্যন্ত এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি ।

কয়েকটি দেশের তরফে এই বিষয়ে নিশ্চিত করা হয়েছিল যে, নভেল কোরোনা ভাইরাসের অ্যান্টিবডি পুনরায় সংক্রমণ থেকে রক্ষা করবে । তাই কোরোনা আক্রান্ত এক ব্যক্তি সুস্থ হয়ে যাওয়ার পর কাজে যোগ দিতে পারবেন । বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই বিষয়ে সতর্ক করে বলা হয়, এখনও পর্যন্ত অ্যান্টিবডিকে প্রতিরোধক পাসপোর্ট হিসেবে গ্রহণ করা যায় না । কারণ এখনও সেরকম কোনও প্রমাণ পাওয়া যায়নি । বরং, এই ভাবনা সংক্রমণের সম্ভাবনা বাড়িয়ে দেবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.