লন্ডন, 29 এপ্রিল : নিজের পেশাগত জীবনের সবটুকু দিয়ে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন তিনি । বয়স হয়েছিল 66 বছর । পেশায় নার্স । পেশাগত জীবন থেকে অবসর নিতে বাকি ছিল আর মাত্র তিনদিন । কিন্তু কেই বা তখন জানত যে পেশাগত জীবনের শেষটা এইভাবে হবে ৷
জেনিস গ্লাসে । বাড়ি উত্তর-পূর্ব ইংল্যান্ডের চেশেয়ার এলাকায় । দীর্ঘ 14 বছর ধরে তিনি মানুষের সেবায় নিয়োজিত ছিলেন । নিজের কাজকে অস্বাভাবিকরকমের ভালোবাসতেন । মানুষের সেবাটাই তাঁর একমাত্র ধর্ম করে নিয়েছিলেন । কোরোনার বিরুদ্ধে গোটা বিশ্ব এক অসম লড়াই লড়ছে । বিশ্ববাসীর সঙ্গে এই লড়াইয়ে সামিল ছিলেন তিনিও । অবসরের বাকি আর মাত্র কয়েকটা দিন । এতটা ঝুঁকি হয়তো না নিলেও পারতেন । কিন্তু সবকিছুকে দূরে রেখে ভাইরাসের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ার অঙ্গীকার করেছিলেন ।
কিন্তু অবসর নেওয়ার তিনদিন আগে থেকে অসুস্থ বোধ করতে থাকেন । গত সপ্তাহের শুক্রবার (24 এপ্রিল) ভাইরাসের সংক্রমণে মারা যান জেনিস । এই নিয়ে সেখানে মোট পাঁচজন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হল ভাইরাসের সংক্রমণে ।
প্রথমে মারসেসাইডের হুইসটন হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল । প্রায় এক সপ্তাহ সেখানে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল । পরিস্থিতির অবনতি হতে থাকায় তাঁকে সেখান থেকে লিভারপুলের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয় । লিভারপুলের ওই হাসপাতালে প্রায় দুই সপ্তাহ ছিলেন তিনি । অবশেষে 24 এপ্রিল ভাইরাসের বিরুদ্ধে এই লড়াইয়ে হার মানেন তিনি ।
NHS-এর তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, "আমাদের সহকর্মীর জেনিস গ্লাসের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত । তিনি ন্যাশনাল হেলথ সারভিসের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন ।"