হেগ(নেদারল্যান্ড), ১৮ ফেব্রুয়ারি : ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস(ICJ)-এ পাকিস্তানের আধিকারিকের সঙ্গে করমর্দন করতে রাজি হলেন না বিদেশ মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি দীপক মিত্তল। প্রসঙ্গত, ICJ-তে কুলভূষণ যাদবের শুনানি চলছিল। শুনানিতে উপস্থিত ছিলেন দু'দেশের আধিকারিকরা।
আজ ICJ-তে কুলভূষণ যাদবের শুনানি শুরু হওয়ার আগে পৌঁছান বিদেশ মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি দীপক মিত্তল ও পাকিস্তানের এজি আনওয়ার মনসুর। তাঁরা উভয় উভযের প্রতি শুভেচ্ছা বিনিময় করেন। এরপর এজি আনওয়ার মনসুর ভারতের জয়েন্ট সেক্রেটারি দীপক মিত্তলের দিকে করমর্দনের এগিয়ে গেলে তিনি তাতে রাজি হননি। এজি আনওয়ারকে নমস্কার জানান তিনি।
এদিকে, আগামীকাল পর্যন্ত কূলভূষণ যাদব মামলার শুনানি মুলতুবি করেছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। কূলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের খারিজের আবেদন জানিয়ে আজ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নিজেদের বক্তব্য পেশ করে ভারত। বিচারপতি হরিশ সালভি জানান, কূলভূষণ যাদবের বিরুদ্ধে অভিযোগ সামনে আনতে ভয় পাচ্ছে পাকিস্তান।