ETV Bharat / international

পাকিস্তানের আধিকারিকের সাথে করমর্দনে না, "নমস্তে" ভারতের - wont shake your hand

ICJ-তে পাকিস্তানের আধিকারিকদের সঙ্গে করমর্দন করতে রাজি হলেন না বিদেশ মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি দীপক মিত্তল।

ছবি সৌজন্যে ANI
author img

By

Published : Feb 18, 2019, 6:21 PM IST

Updated : Feb 18, 2019, 7:25 PM IST

হেগ(নেদারল্যান্ড), ১৮ ফেব্রুয়ারি : ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস(ICJ)-এ পাকিস্তানের আধিকারিকের সঙ্গে করমর্দন করতে রাজি হলেন না বিদেশ মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি দীপক মিত্তল। প্রসঙ্গত, ICJ-তে কুলভূষণ যাদবের শুনানি চলছিল। শুনানিতে উপস্থিত ছিলেন দু'দেশের আধিকারিকরা।

আজ ICJ-তে কুলভূষণ যাদবের শুনানি শুরু হওয়ার আগে পৌঁছান বিদেশ মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি দীপক মিত্তল ও পাকিস্তানের এজি আনওয়ার মনসুর। তাঁরা উভয় উভযের প্রতি শুভেচ্ছা বিনিময় করেন। এরপর এজি আনওয়ার মনসুর ভারতের জয়েন্ট সেক্রেটারি দীপক মিত্তলের দিকে করমর্দনের এগিয়ে গেলে তিনি তাতে রাজি হননি। এজি আনওয়ারকে নমস্কার জানান তিনি।

এদিকে, আগামীকাল পর্যন্ত কূলভূষণ যাদব মামলার শুনানি মুলতুবি করেছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। কূলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের খারিজের আবেদন জানিয়ে আজ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নিজেদের বক্তব্য পেশ করে ভারত। বিচারপতি হরিশ সালভি জানান, কূলভূষণ যাদবের বিরুদ্ধে অভিযোগ সামনে আনতে ভয় পাচ্ছে পাকিস্তান।

হেগ(নেদারল্যান্ড), ১৮ ফেব্রুয়ারি : ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস(ICJ)-এ পাকিস্তানের আধিকারিকের সঙ্গে করমর্দন করতে রাজি হলেন না বিদেশ মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি দীপক মিত্তল। প্রসঙ্গত, ICJ-তে কুলভূষণ যাদবের শুনানি চলছিল। শুনানিতে উপস্থিত ছিলেন দু'দেশের আধিকারিকরা।

আজ ICJ-তে কুলভূষণ যাদবের শুনানি শুরু হওয়ার আগে পৌঁছান বিদেশ মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি দীপক মিত্তল ও পাকিস্তানের এজি আনওয়ার মনসুর। তাঁরা উভয় উভযের প্রতি শুভেচ্ছা বিনিময় করেন। এরপর এজি আনওয়ার মনসুর ভারতের জয়েন্ট সেক্রেটারি দীপক মিত্তলের দিকে করমর্দনের এগিয়ে গেলে তিনি তাতে রাজি হননি। এজি আনওয়ারকে নমস্কার জানান তিনি।

এদিকে, আগামীকাল পর্যন্ত কূলভূষণ যাদব মামলার শুনানি মুলতুবি করেছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। কূলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের খারিজের আবেদন জানিয়ে আজ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নিজেদের বক্তব্য পেশ করে ভারত। বিচারপতি হরিশ সালভি জানান, কূলভূষণ যাদবের বিরুদ্ধে অভিযোগ সামনে আনতে ভয় পাচ্ছে পাকিস্তান।


Shivamogga (Karnataka), Feb 18 (ANI): Over 1,000 unused war rockets, said to belong to erstwhile ruler of Mysore, Tipu Sultan were earlier recovered by a group of archaeologists during a field excavation in the region. About 1,700 rockets were unearthed after six years of searches by the Shivamogga archaeological department. Each of the unused rockets is seven to ten inches in length with one to three metres of diameter. Tipu Sultan is said to have used rockets in the wars against the British East India Company during the fourth Anglo-Mysore war. The Shivappa Nayaka Palace museum is famous for its unique structure built completely using teak and rosewood. The museum is home to a collection of antiques, monuments and statues.
Last Updated : Feb 18, 2019, 7:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.