ETV Bharat / international

Guidelines for Indian Students in Russia : রাশিয়ায় নিরাপদ ভারতীয় পড়ুয়ারা, জানাল মস্কোর দূতাবাস - Moscow Indian Embassy says Students in Russia are Safe

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে (Rusia-Ukraine War) ৷ সেই পরিস্থিতিতে রাশিয়ায় থাকা কি নিরাপদ ? জানতে চান ভারতীয় পড়ুয়ারা ৷ তাই মস্কোর ভারতীয় দূতাবাস জানিয়েছে, রাশিয়ায় নিরাপদ পড়ুয়ারা (Moscow Indian Embassy says Students in Russia are Safe) ৷

moscow-indian-embassy-says-students-in-russia-are-safe
Guidelines for Indian Students in Russia : রাশিয়ায় নিরাপদ ভারতীয় পড়ুয়ারা, জানাল মস্কোর দূতাবাস
author img

By

Published : Mar 11, 2022, 7:25 PM IST

মস্কো (রাশিয়া), 11 মার্চ : রাশিয়ায় থাকা পড়ুয়াদের জন্য নির্দেশিকা জারি করল মস্কোর ভারতীয় দূতাবাস (Guidelines for Indian Students in Russia) ৷ তারা জানিয়েছে, রাশিয়ায় এখন ভারতীয় পড়ুয়ারা নিরাপদ (Moscow Indian Embassy says Students in Russia are Safe) ৷ তাই এখনই রাশিয়া ছেড়ে যাওয়ার কোনও কারণ নেই ৷ ভারতীয় এবং ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা হচ্ছে ৷

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের (Rusia-Ukraine War) জেরে সেখানে যে ভারতীয়রা রয়েছেন, তারা খুবই চিন্তিত ৷ তাই তাঁরা ভারতীয় দূতাবাসের (Indian Embassy at Moscow) কাছে কী করণীয়, সেই বিষয়ে পরামর্শ চেয়েছিলেন ৷ তার পরিপ্রেক্ষিতেই শুক্রবার মস্কোর ভারতীয় দূতাবাসের নির্দেশিকা জারি করা হয়েছে ৷

  • Embassy of India in Russia issues guidelines for Indian students studying in Russia

    "Reassure all students that at present we see no security reasons for them to leave," it says. pic.twitter.com/GFr7YaznpI

    — ANI (@ANI) March 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়া জানানো হয়েছে যে রাশিয়ায় ব্যাঙ্কিং পরিষেবা বিঘ্নিত হচ্ছে এবং সরাসরি ভারতে যাওয়ার বিমানও পাওয়া যাচ্ছে না ৷ সেই কারণে চিন্তিত হয়ে কেউ যদি দেশে ফিরে যেতে চায়, তাহলে যেতে পারে ৷

ভারতীয় দূতাবাসের তরফে আরও জানানো হয়েছে যে বিশ্ববিদ্যালগুলিতে অনলাইনে পড়াশোনা হচ্ছে ৷ সেই কারণে বিশ্ববিদ্যালয়গুলির নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে ৷

আরও পড়ুন : Ukraine Crisis : রুশ হামলাকারীদের বিরুদ্ধে হেট স্পিচে সম্মতি ফেসবুক, ইনস্টাগ্রামের

মস্কো (রাশিয়া), 11 মার্চ : রাশিয়ায় থাকা পড়ুয়াদের জন্য নির্দেশিকা জারি করল মস্কোর ভারতীয় দূতাবাস (Guidelines for Indian Students in Russia) ৷ তারা জানিয়েছে, রাশিয়ায় এখন ভারতীয় পড়ুয়ারা নিরাপদ (Moscow Indian Embassy says Students in Russia are Safe) ৷ তাই এখনই রাশিয়া ছেড়ে যাওয়ার কোনও কারণ নেই ৷ ভারতীয় এবং ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা হচ্ছে ৷

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের (Rusia-Ukraine War) জেরে সেখানে যে ভারতীয়রা রয়েছেন, তারা খুবই চিন্তিত ৷ তাই তাঁরা ভারতীয় দূতাবাসের (Indian Embassy at Moscow) কাছে কী করণীয়, সেই বিষয়ে পরামর্শ চেয়েছিলেন ৷ তার পরিপ্রেক্ষিতেই শুক্রবার মস্কোর ভারতীয় দূতাবাসের নির্দেশিকা জারি করা হয়েছে ৷

  • Embassy of India in Russia issues guidelines for Indian students studying in Russia

    "Reassure all students that at present we see no security reasons for them to leave," it says. pic.twitter.com/GFr7YaznpI

    — ANI (@ANI) March 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়া জানানো হয়েছে যে রাশিয়ায় ব্যাঙ্কিং পরিষেবা বিঘ্নিত হচ্ছে এবং সরাসরি ভারতে যাওয়ার বিমানও পাওয়া যাচ্ছে না ৷ সেই কারণে চিন্তিত হয়ে কেউ যদি দেশে ফিরে যেতে চায়, তাহলে যেতে পারে ৷

ভারতীয় দূতাবাসের তরফে আরও জানানো হয়েছে যে বিশ্ববিদ্যালগুলিতে অনলাইনে পড়াশোনা হচ্ছে ৷ সেই কারণে বিশ্ববিদ্যালয়গুলির নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে ৷

আরও পড়ুন : Ukraine Crisis : রুশ হামলাকারীদের বিরুদ্ধে হেট স্পিচে সম্মতি ফেসবুক, ইনস্টাগ্রামের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.