মারিউপোল (ইউক্রেন), 20 মার্চ : ইউক্রেনের অবরুদ্ধ বন্দর শহর মারিউপোলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা হয়েছে (Russia Ukraine War), এমনটাই জানিয়েছেন মারিউপোলের এক পুলিশ আধিকারিক ৷ আর তাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে তাঁর দেশের জন্য উন্নতমানের ‘এয়ার ডিফেন্স সিস্টেম’ সরবরাহ করার অনুরোধ করেছেন ওই পুলিশকর্তা (Mariupol Police Officer Pleads for Help from Joe Biden and Emmanuel Macron) ৷ তাঁর কথায়, রুশ যুদ্ধবিমানের হানায় মারিউপোল বন্দর শহরটি পৃথিবীর মানচিত্র থেকে প্রায় মুছে গিয়েছে ৷
মারিউপোলের ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি রাস্তায় দাঁড়িয়ে মাইকেল ভার্শনিন নামে ওই পুলিশ আধিকারিক একটি ভিডিয়ো করেছেন ৷ সেখানে তিনি জানান, ‘‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্তু, আমরা যা সাহায্য পেয়েছি, তা যথেষ্ট নয় ৷’’ তিনি ওই ভিডিয়োটিতে ইউক্রেনের সাধারণ নাগরিকদের রক্ষা করার আর্জি জানিয়েছেন ৷
মারিউপোল থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন ৷ উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক জানিয়েছেন, এখনও পর্যন্ত মোট 6 হাজার 623 জনকে বের করা সম্ভব হয়েছে ৷ তার মধ্যে 4 হাজার 128 জনকে মারিউপোল থেকে সরানো হয়েছে ৷ তাঁদের জাপোরিঝিয়ায় উত্তর-পশ্চিমে নিয়ে যাওয়া হয়েছে । 10টির মধ্যে 8টি মানবিক করিডোরের মাধ্যমে ইউক্রেনের অবরুদ্ধ শহরগুলি থেকে মানুষজনকে বের করা হয়েছে ৷ রাশিয়ান বাহিনী মারিউপোল ঘিরে ফেলে ৷ শনিবার এখানে ভারী লড়াই চলেছে ৷ একটি বড় ইস্পাত কারখানা বন্ধ হয়ে গিয়েছে ৷ তাতে স্বাভাবিক ভাবেই পশ্চিমী সাহায্যের আর্জি শোনা গিয়েছে স্থানীয় প্রশাসনের তরফে ৷
আরও পড়ুন : Vladimir Putin on Russian forces : দেশাত্মবোধক ভাষণ, রুশবাহিনীর প্রশংসায় বিশাল সমাবেশ পুতিনের
এই পরিস্থিতিতে পুলিশ আধিকারিক মাইকেল ভার্শনিন ভিডিয়ো বার্তাটি দেন ৷ বলেন, ‘‘শিশু এবং বৃদ্ধ লোকজন মারা যাচ্ছেন ৷ শহরটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং পৃথিবী থেকে মুছে ফেলা হয়েছে ৷’’ ভিডিয়োটিতে মাইকেল ভার্শনিনকে রাশিয়ান ভাষায় কথা বলতে শোনা গিয়েছে ৷ ভিডিয়োটি গত শুক্রবার পোস্ট করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস ৷ সেই ভিডিয়োটিতে মারিউপোলের ভয়ঙ্কর ছবি দেখা গিয়েছে ৷ যেখানে মাইকেলের পিছনে একাধিক বহুতল থেকে আগুনের হলকা বের হতে দেখা গিয়েছে ৷ আর বাকি সব বহুতল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৷ এমনকি ভিডিয়োতে মাঝে মধ্যেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে ৷
আরও পড়ুন : Russia Ukraine Conflict : ইউক্রেনের উপর হাইপারসনিক মিসাইল হামলা রাশিয়ার
ভিডিয়োটির শেষে মাইকেল ভার্শনিনকে বলতে শোনা গিয়েছে, ‘‘আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন সাহায্য়ের, আমাদের সেই সাহায্য করুন ৷ বাইডেন, ম্যাক্রঁ আপনারা মহান নেতা ৷ শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ৷’’ ভার্শনিন আরও বলেন, মারিউপোল শহরটি সিরিয়ান শহর আলেপ্পোর মত দশা হয়েছে ৷ যে শহরটি সিরিয়ার উত্থানের পর রাশিয়ার মদতে হওয়া গৃহযুদ্ধে ধ্বংস হয়ে গিয়েছিল ৷ প্রসঙ্গত, রাশিয়া 2016 সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের সরকারকে বিরোধী নিয়ন্ত্রিত অঞ্চলগুলিতে নির্মম হামলা চালাতে সাহায্য করেছিল ৷ যে হামলায় লাগাতার গোলাবর্ষণ করা হয় এবং তাঁদের অভুক্ত রাখা হয় ৷ যতক্ষণ না আলেপ্পোর জনসংখ্যা ধসে পড়ে ততক্ষণ ৷