ETV Bharat / international

ভুল করলে হবে না, কোরোনা ভাইরাস দীর্ঘসময় আমাদের সঙ্গে থাকবে : WHO

author img

By

Published : Apr 23, 2020, 9:55 AM IST

Updated : Apr 23, 2020, 11:54 AM IST

জেনেভায় সাংবাদিক বৈঠকে কথা বলেন WHO প্রধান টেড্রস আধানম । বলেন, “কিছু দেশ আক্রান্তের সংখ্যার বিচারে মনে করছে তারা এই নতুন কোরোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করে ফেলেছে । যদিও আফ্রিকা এবং অ্যামেরিকায় সংক্রমণ বাড়ছে । বাড়ছে আক্রান্তের সংখ্যা ।”

WHO
WHO

জেনেভা, সুইজ়ারল্যান্ড : COVID-19-এর প্রভাব সুদূরপ্রসারী । সঠিক সময়ে সাবধান করা হয়েছিল । দেশগুলির কাছে পরিকল্পনার সময় ছিল। এমনই দাবি করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান টেড্রস আধানম ঘেব্রেসাস । এর পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সতর্ক করে বলা হয়েছে, বিশ্বের বেশিরভাগ দেশ এখনও মহামারীর প্রথম ধাপে রয়েছে ।

গতকাল জেনেভায় সাংবাদিক বৈঠক করেন WHO প্রধান । বলেন, “কয়েকটি দেশ আক্রান্তের সংখ্যার বিচারে মনে করছে তারা এই নতুন কোরোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করে ফেলেছে । যদিও আফ্রিকা এবং অ্যামেরিকায় সংক্রমণ বাড়ছে । বাড়ছে আক্রান্তের সংখ্যা ।”

UN স্বাস্থ্য সংস্থার তরফে 30 জানুয়ারি COVID-19-কে "গ্লোবাল এমার্জেন্সি" ঘোষণা করা হয়েছিল । প্রতিটি দেশকে সাবধান করে উপযুক্ত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । কীভাবে এই সংক্রমণ আটকানো যায় তার পরিকল্পনা করতে বলা হয়েছিল। যদিও অ্যামেরিকার তরফে কোরোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকার সমালোচনা করা হয়েছে । অবশ্য টেড্রসের দাবি, সঠিক সময়ে বিশ্বকে সাবধান করা হয়েছিল । WHO তার কর্তব্য পালন করেছে । আরও জানান, পশ্চিম ইউরোপের বেশিরভাগ মহামারীই স্থিতিশীল অবস্থায় রয়েছে। যদিও বিশ্বের অধিকাংশ দেশ এখনও পর্যন্ত মহামারীর প্রথম ধাপে রয়েছে । বেশিরভাগ দেশ যারা প্যানডেমিকের প্রথম দিকে আক্রান্ত হয়েছিল, সেখানে আক্রান্তের সংখ্যা আবার বাড়ছে । তাই টেড্রসের সতর্কবার্তা, “কোনও ভুল করলে হবে না । আমাদের এখনও অনেকটা পথ চলা বাকি । এই ভাইরাস আমাদের সঙ্গে দীর্ঘ সময় থাকবে ।”

বিশ্বে কোরোনায় মৃতের সংখ্যা 1,75,000 ছাড়িয়েছে । আক্রান্ত 25 লাখের বেশি।

জেনেভা, সুইজ়ারল্যান্ড : COVID-19-এর প্রভাব সুদূরপ্রসারী । সঠিক সময়ে সাবধান করা হয়েছিল । দেশগুলির কাছে পরিকল্পনার সময় ছিল। এমনই দাবি করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান টেড্রস আধানম ঘেব্রেসাস । এর পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সতর্ক করে বলা হয়েছে, বিশ্বের বেশিরভাগ দেশ এখনও মহামারীর প্রথম ধাপে রয়েছে ।

গতকাল জেনেভায় সাংবাদিক বৈঠক করেন WHO প্রধান । বলেন, “কয়েকটি দেশ আক্রান্তের সংখ্যার বিচারে মনে করছে তারা এই নতুন কোরোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করে ফেলেছে । যদিও আফ্রিকা এবং অ্যামেরিকায় সংক্রমণ বাড়ছে । বাড়ছে আক্রান্তের সংখ্যা ।”

UN স্বাস্থ্য সংস্থার তরফে 30 জানুয়ারি COVID-19-কে "গ্লোবাল এমার্জেন্সি" ঘোষণা করা হয়েছিল । প্রতিটি দেশকে সাবধান করে উপযুক্ত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । কীভাবে এই সংক্রমণ আটকানো যায় তার পরিকল্পনা করতে বলা হয়েছিল। যদিও অ্যামেরিকার তরফে কোরোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকার সমালোচনা করা হয়েছে । অবশ্য টেড্রসের দাবি, সঠিক সময়ে বিশ্বকে সাবধান করা হয়েছিল । WHO তার কর্তব্য পালন করেছে । আরও জানান, পশ্চিম ইউরোপের বেশিরভাগ মহামারীই স্থিতিশীল অবস্থায় রয়েছে। যদিও বিশ্বের অধিকাংশ দেশ এখনও পর্যন্ত মহামারীর প্রথম ধাপে রয়েছে । বেশিরভাগ দেশ যারা প্যানডেমিকের প্রথম দিকে আক্রান্ত হয়েছিল, সেখানে আক্রান্তের সংখ্যা আবার বাড়ছে । তাই টেড্রসের সতর্কবার্তা, “কোনও ভুল করলে হবে না । আমাদের এখনও অনেকটা পথ চলা বাকি । এই ভাইরাস আমাদের সঙ্গে দীর্ঘ সময় থাকবে ।”

বিশ্বে কোরোনায় মৃতের সংখ্যা 1,75,000 ছাড়িয়েছে । আক্রান্ত 25 লাখের বেশি।

Last Updated : Apr 23, 2020, 11:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.