ETV Bharat / international

"জেলেই মৃত্যু হতে পারে জুলিয়ান অ্যাসাঞ্জের", খোলা চিঠি চিকিৎসকদের

author img

By

Published : Nov 26, 2019, 12:01 PM IST

নানা দেশ থেকে 60 জনেরও বেশি চিকিৎসক একটি খোলা চিঠিতে সই করেন ৷ চিঠিতে চিকিৎসকরা উল্লেখ করেন, "আমরা সত্যিই চিন্তিত ৷ জুলিয়ান যে কোনও সময়ে মারা যেতে পারেন ৷ যথাযথ চিকিৎসার প্রয়োজন ৷ সময় নষ্ট করা যাবে না ৷ "

Julian Assange
Julian Assange

লন্ডন , 26 নভেম্বর : জেলে যে কোনও সময়ে মৃত্যু হতে পারে উইকিলিকস-র প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ৷ তাঁর দ্রুত আরও উন্নত চিকিৎসার প্রয়োজন ৷ ব্রিটিশ প্রশাসনকে চিঠিতে জানানো হয়েছে, শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটছে জুলিয়ান অ্যাসাঞ্জের ৷ নানা দেশ থেকে 60 জনেরও বেশি চিকিৎসক একটি খোলা চিঠিতে সই করেন ৷

চিঠিতে চিকিৎসকরা উল্লেখ করেন, "আমরা সত্যিই চিন্তিত ৷ জুলিয়ান যে কোনও সময়ে মারা যেতে পারেন ৷ যথাযথ চিকিৎসার প্রয়োজন ৷ সময় নষ্ট করা যাবে না ৷ "


ইতিমধ্যেই বেলমার্শ কারাগারে 50 সপ্তাহের বেশি রয়েছেন জুলিয়ান ৷ 2010 সালে আফগানিস্তান ও ইরাকে অ্যামেরিকা সেনার বম্বিং নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও গোপন ফাইল প্রকাশ করে দেন জুলিয়ান অ্যাসাঞ্জ । যার ফলে বেশ অস্বস্তির মধ্যে পড়তে হয় US প্রশাসনকে । ব্রিটেনের জেলে বন্দী জুলিয়ান অ্যাসাঞ্জকে অ্যামেরিকা নিয়ে যেতে চায় সে দেশের সরকার । 2010 সালের অগাস্টে অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয় । যদিও অ্যাসাঞ্জ বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছিলেন । অতি সম্প্রতি তাঁর বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগের তদন্ত বন্ধ করেছে সুইডেন ৷ অ্যাসাঞ্জের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার হুইসলব্লোয়ার ৷ এটিও মেনে নিয়েছেন তাঁরা রাজনৈতিকভাবে অনুপ্রাণিত ছিলেন ৷

লন্ডন , 26 নভেম্বর : জেলে যে কোনও সময়ে মৃত্যু হতে পারে উইকিলিকস-র প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ৷ তাঁর দ্রুত আরও উন্নত চিকিৎসার প্রয়োজন ৷ ব্রিটিশ প্রশাসনকে চিঠিতে জানানো হয়েছে, শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটছে জুলিয়ান অ্যাসাঞ্জের ৷ নানা দেশ থেকে 60 জনেরও বেশি চিকিৎসক একটি খোলা চিঠিতে সই করেন ৷

চিঠিতে চিকিৎসকরা উল্লেখ করেন, "আমরা সত্যিই চিন্তিত ৷ জুলিয়ান যে কোনও সময়ে মারা যেতে পারেন ৷ যথাযথ চিকিৎসার প্রয়োজন ৷ সময় নষ্ট করা যাবে না ৷ "


ইতিমধ্যেই বেলমার্শ কারাগারে 50 সপ্তাহের বেশি রয়েছেন জুলিয়ান ৷ 2010 সালে আফগানিস্তান ও ইরাকে অ্যামেরিকা সেনার বম্বিং নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও গোপন ফাইল প্রকাশ করে দেন জুলিয়ান অ্যাসাঞ্জ । যার ফলে বেশ অস্বস্তির মধ্যে পড়তে হয় US প্রশাসনকে । ব্রিটেনের জেলে বন্দী জুলিয়ান অ্যাসাঞ্জকে অ্যামেরিকা নিয়ে যেতে চায় সে দেশের সরকার । 2010 সালের অগাস্টে অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয় । যদিও অ্যাসাঞ্জ বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছিলেন । অতি সম্প্রতি তাঁর বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগের তদন্ত বন্ধ করেছে সুইডেন ৷ অ্যাসাঞ্জের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার হুইসলব্লোয়ার ৷ এটিও মেনে নিয়েছেন তাঁরা রাজনৈতিকভাবে অনুপ্রাণিত ছিলেন ৷

New Delhi, Nov 26 (ANI): A thick layer of smog blankets Delhi on November 26. Additionally, the air quality of national capital also took a major hit due to a combination of firecracker emissions, stubble burning and unfavourable meteorological conditions in past one month. According to the Air Quality Index (AQI) data and System of Air Quality and Weather Forecasting and Research (SAFAR), major pollutants in Delhi's Lodhi Road area were PM 2.5 at 215 and PM 10 at 203 both in 'poor' category. Higher value of AQI indicates greater level of air pollution and health concern. Residents have complained of a spike in respiratory problems, allergies and other health issues. On November 01, the Supreme Court-mandated Environment Pollution (Prevention and Control) Authority (EPCA) declared public health emergency in Delhi due to rising air pollution levels. To curb air pollution, the Arvind Kejriwal led-government had earlier implemented the odd-even scheme in Delhi from November 04-November 15.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.