রোম, 23 এপ্রিল : লকডাউনে স্তব্ধ ইট্যালি । বাড়ছে মৃতের সংখ্যা । আক্রান্তের সংখ্যাও এক লাখ ছাড়িয়েছে । এখনও পর্যন্ত এখানে 25 হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে COVID-19 । ইট্যালির সিভিল প্রোটেকশন ডিপার্টমেন্টের প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা 1,87,327 ।
21 ফেব্রুয়ারি প্রথম কোরোনায় আক্রান্তের হদিস মেলে ইট্যালিতে । আজ নতুন করে 437 জনের মত্যু হয়েছে । এই মুহূর্তে মৃতের সংখ্যা মোট 25,085 । তবে এর মধ্যেও আশার আলো দেখাচ্ছে সুস্থর সংখ্যা । 2,943 জন মানুষ সুস্থ হয়েছেন আজ । সেখানে মোট সুস্থের সংখ্যা 54,543 । এখনও পর্যন্ত আজ সুস্থের হার সবচেয়ে বেশি । আক্রান্তদের মধ্যে 2,384 জন ইন্টেন্সিভ কেয়ারে রয়েছেন । 23,805 জন রয়েছেন হাসপাতালের সাধারণ ওয়ার্ডে । এবং বাকি 75.7 % বাড়িতে আইসোলেশনে রয়েছেন । ন্যাশনাল ফেডারেশন অফ অর্ডার্স অফ সার্জনস অ্যান্ড ডেন্টিস্টস (FNOMCeO) –র প্রকাশিত তথ্য অনুযায়ী, কোরোনা আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত 144 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে ।
ইট্যালির মন্ত্রী লুসিয়ানা ল্যামোরজিস আজ জানান, এই এমারজেন্সিতে বিভিন্ন ক্ষেত্রে কর্মী নিয়োগ করা হবে । তিনি বলেন, “শ্রম এবং কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা ইট্যালি অবং অন্য দেশের শ্রমিক যাঁদের প্রয়োজনীয় নথি নেই তাঁদেরও কর্মক্ষেত্রে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছি ।” যদিও তাঁর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে দক্ষিণ-পন্থী বিরোধীপক্ষ ।
10 মার্চ ইট্যালিতে লকডাউন ঘোষণা করা হয় । এখনও পর্যন্ত 3 মে পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।