ETV Bharat / international

বিয়ারের বোতলে গান্ধির ছবি, ক্ষমা চাইল ইজ়রায়েলি সংস্থা - venkaiah naidu

ইজ়রায়েলে বিয়ারের বোতলের লেবেলে লেবেলে ছিল মোহনদাস করমচাঁদ গান্ধির ছবি । এই ঘটনার প্রেক্ষিতে ক্ষমা চেয়ে নিয়েছে ওই ইজ়রায়েলি সংস্থা ।

বিয়ারের বোতলে গান্ধি
author img

By

Published : Jul 4, 2019, 8:57 AM IST

দিল্লি, 4 জুলাই : ইজ়রায়েলের একটি মদ প্রস্তুতকারী সংস্থার বোতলের লেবেলে ছিল মোহনদাস করমচাঁদ গান্ধির ছবি । যা নিয়ে রাজ্যসভায় উষ্মাপ্রকাশ করেছিলেন একাধিক সদস্য । তারপরেই বিদেশমন্ত্রী এস জয়শংকরকে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু ।

তারপর গতকাল এই ঘটনার প্রেক্ষিতে ক্ষমা চেয়ে নিয়েছে ওই ইজ়রায়েলি সংস্থা । ইজ়রায়েলের 71তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে ওই বোতলগুলি তৈরি করা হয়েছিল । তবে ভারতের ভাবাবেগে আঘাত করার জন্য তা বানানো হয়নি বলে জানিয়েছে ওই সংস্থা । দেশবাসী ও ভারত সরকারের কাছে ক্ষমাপ্রার্থনা করে বিবৃতি দিয়েছেন মালকা বিয়ার নামের ওই কম্পানির ব্র্যান্ড ম্যানেজার জিলাড ড্রোর ।

জিলাড ড্রোর জানান, গান্ধিজিকে সম্মান জানানোর জন্যই ওই বোতলে ছবি লাগানো হয়েছিল । গান্ধি ছাড়া ইজ়রায়েলের প্রাক্তন তিন প্রধানমন্ত্রী- ডেভিড বেন গুরিয়েন, গোলডা মেয়ের ও মেনাচেম বেজ়িনের ছবিও বোতলের গায়ে ছিল ।

ইতিমধ্যে ওই ব্যাচের সব বোতলের উৎপাদন ও সরবরাহ বন্ধ করে দিয়েছে মালকা বিয়ার । ইজ়রায়েলের ভারতীয় দূতাবাস এই ইশুতে ক্ষোভপ্রকাশ করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয় । বাজারে ইতিমধ্যে এই ব্যাচের যে বোতলগুলি চলে এসেছে, তা তুলে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে ।

দিল্লি, 4 জুলাই : ইজ়রায়েলের একটি মদ প্রস্তুতকারী সংস্থার বোতলের লেবেলে ছিল মোহনদাস করমচাঁদ গান্ধির ছবি । যা নিয়ে রাজ্যসভায় উষ্মাপ্রকাশ করেছিলেন একাধিক সদস্য । তারপরেই বিদেশমন্ত্রী এস জয়শংকরকে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু ।

তারপর গতকাল এই ঘটনার প্রেক্ষিতে ক্ষমা চেয়ে নিয়েছে ওই ইজ়রায়েলি সংস্থা । ইজ়রায়েলের 71তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে ওই বোতলগুলি তৈরি করা হয়েছিল । তবে ভারতের ভাবাবেগে আঘাত করার জন্য তা বানানো হয়নি বলে জানিয়েছে ওই সংস্থা । দেশবাসী ও ভারত সরকারের কাছে ক্ষমাপ্রার্থনা করে বিবৃতি দিয়েছেন মালকা বিয়ার নামের ওই কম্পানির ব্র্যান্ড ম্যানেজার জিলাড ড্রোর ।

জিলাড ড্রোর জানান, গান্ধিজিকে সম্মান জানানোর জন্যই ওই বোতলে ছবি লাগানো হয়েছিল । গান্ধি ছাড়া ইজ়রায়েলের প্রাক্তন তিন প্রধানমন্ত্রী- ডেভিড বেন গুরিয়েন, গোলডা মেয়ের ও মেনাচেম বেজ়িনের ছবিও বোতলের গায়ে ছিল ।

ইতিমধ্যে ওই ব্যাচের সব বোতলের উৎপাদন ও সরবরাহ বন্ধ করে দিয়েছে মালকা বিয়ার । ইজ়রায়েলের ভারতীয় দূতাবাস এই ইশুতে ক্ষোভপ্রকাশ করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয় । বাজারে ইতিমধ্যে এই ব্যাচের যে বোতলগুলি চলে এসেছে, তা তুলে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে ।


Damoh (MP). Jul 04 (ANI): Heavy rainfall in Madhya Pradesh's Damoh has triggered flood-like situation. Connection with several villages has been cut off. Bridges have been washed away. Locals are facing troubles in moving around the area.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.