ETV Bharat / international

লন্ডনে ছুরি নিয়ে হামলার দায় স্বীকার করল ISIS - news on London bridge attack

শুক্রবার লন্ডনের সময় দুপুর 2টো নাগাদ লন্ডন ব্রিজে পথচারীদের উপর ছুরি নিয়ে হামলা চালায় এক জঙ্গি । পুলিশের গুলিতে ঘটনাস্থানেই তার মৃত্যু হয় । মৃত্যু হয় দুই পথচারীর । ঘটনার বিবরণ দেখে এর পিছনে ISIS - এর জড়িত থাকার অনুমান করে লন্ডন পুলিশ । আজ ঘটনার দায় স্বীকার করল এই জঙ্গি গোষ্ঠী ।

লন্ডন ব্রিজের কাছে ছুরি নিয়ে হামলা
লন্ডন ব্রিজের কাছে ছুরি নিয়ে হামলা
author img

By

Published : Dec 1, 2019, 4:01 AM IST

লন্ডন, 1 ডিসেম্বর : লন্ডন ব্রিজের কাছে ছুরি নিয়ে হামলার দায় স্বীকার করল ইসলামিক স্টেট (ISIS) । জঙ্গি উসমান খান (28)-কে নিজেদের যোদ্ধা বলে চিহ্নিত করল তারা ।

ঘটনার বিবরণ দেখে পুলিশ আগেই এটিকে জঙ্গি হামলা বলে জানিয়েছিল । তাদের অনুমান ছিল এই ঘটনায় হাত রয়েছে ইসলামিক স্টেটের । গতকাল হামলাকারীর পরিচয়ও প্রকাশ করে লন্ডন পুলিশ ৷ জানায়, তার বিরুদ্ধে এর আগেও সন্ত্রাসবাদী কাজে জড়িত থাকার অভিযোগ উঠেছে । অভিযোগ প্রমাণিত হওয়ায় তার কারাদণ্ডের সাজাও হয়েছিল । আজ ঘটনার দায় স্বীকার করল ISIS ।

আরও পড়ুন : লন্ডন ব্রিজের কাছে ছুরি নিয়ে হামলা, আহত একাধিক

শুক্রবার দুপুর 2টো (লন্ডনের সময়) নাগাদ লন্ডন ব্রিজে পথচারীদের উপর ছুরি নিয়ে হামলা চালায় উসমান ৷ হামলায় দু'জনের মৃত্যু হয় ৷ জখম হন তিনজন ৷ এরপর কয়েকজন পথচারী উসমানকে কাবু করে ছুরি কেড়ে নেয় ৷ পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় এবং উসমানকে গুলি করে ৷ সেখানেই মৃত্যু হয় তার ৷ পুলিশ জানায়, এটি জঙ্গি হামলা ছিল এবং ISIS মতাদর্শে অনুপ্রাণিত এই ধরনের হামলাকে জঙ্গিদের পরিভাষায় বলা হয় 'লোন উলফ অ্যাটাক' ।

আরও পড়ুন : লন্ডন ব্রিজে হামলাকারী সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য জেল খেটেছিল

লন্ডন, 1 ডিসেম্বর : লন্ডন ব্রিজের কাছে ছুরি নিয়ে হামলার দায় স্বীকার করল ইসলামিক স্টেট (ISIS) । জঙ্গি উসমান খান (28)-কে নিজেদের যোদ্ধা বলে চিহ্নিত করল তারা ।

ঘটনার বিবরণ দেখে পুলিশ আগেই এটিকে জঙ্গি হামলা বলে জানিয়েছিল । তাদের অনুমান ছিল এই ঘটনায় হাত রয়েছে ইসলামিক স্টেটের । গতকাল হামলাকারীর পরিচয়ও প্রকাশ করে লন্ডন পুলিশ ৷ জানায়, তার বিরুদ্ধে এর আগেও সন্ত্রাসবাদী কাজে জড়িত থাকার অভিযোগ উঠেছে । অভিযোগ প্রমাণিত হওয়ায় তার কারাদণ্ডের সাজাও হয়েছিল । আজ ঘটনার দায় স্বীকার করল ISIS ।

আরও পড়ুন : লন্ডন ব্রিজের কাছে ছুরি নিয়ে হামলা, আহত একাধিক

শুক্রবার দুপুর 2টো (লন্ডনের সময়) নাগাদ লন্ডন ব্রিজে পথচারীদের উপর ছুরি নিয়ে হামলা চালায় উসমান ৷ হামলায় দু'জনের মৃত্যু হয় ৷ জখম হন তিনজন ৷ এরপর কয়েকজন পথচারী উসমানকে কাবু করে ছুরি কেড়ে নেয় ৷ পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় এবং উসমানকে গুলি করে ৷ সেখানেই মৃত্যু হয় তার ৷ পুলিশ জানায়, এটি জঙ্গি হামলা ছিল এবং ISIS মতাদর্শে অনুপ্রাণিত এই ধরনের হামলাকে জঙ্গিদের পরিভাষায় বলা হয় 'লোন উলফ অ্যাটাক' ।

আরও পড়ুন : লন্ডন ব্রিজে হামলাকারী সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য জেল খেটেছিল

New Delhi, Dec 01 (ANI): Union Minister of Environment, Forest and Climate Change, Prakash Javadekar chaired a meeting of the State Forests Ministers on effective and efficient utilization of Compensatory Afforestation Fund Management and Planning Authority (CAMPA) funds in Delhi. Deputy Chief Minister of Bihar Sushil Kumar Modi was also present in the meeting. In the meeting, Javadekar ensured that CAMPA Funds of about Rs. 47,000 crores will be utilized efficiently for green India.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.