ETV Bharat / international

Russia-Ukraine Conflict : কিভে গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র, দূতাবাসের তরফে খোঁজ না নেওয়ার অভিযোগ

কিভ ছাড়ার চেষ্টা করছিলেন তিনি ৷ পোল্যান্ড সীমান্তে যাচ্ছিলেন ৷ পথে গোলাগুলিতে জখম হয়েছেন এক ভারতীয় ছাত্র (Russia Ukraine Conflict) ৷ জানা গিয়েছে, গুলিবিদ্ধ ছাত্রের নাম হরজ্যোৎ সিং ৷

Indian Student Shot in way to Poland
গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র
author img

By

Published : Mar 4, 2022, 8:45 AM IST

Updated : Mar 4, 2022, 5:22 PM IST

কিভ, 4 মার্চ : ইউক্রেন থেকে পোল্যান্ড যাওয়ার পথে গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র ৷ জানা গিয়েছে, গুলিবদ্ধ ছাত্রের নাম হরজ্যোৎ সিং ৷ ইউক্রেনের রাজধানী কিভেই গোলাগুলিতে তিনি জখম হয়েছেন (Indian student shot during moving towards Poland to Kiev) ৷

অভিযোগ, ঘটনার পর থেকে এখনও পর্যন্ত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে হরজ্যোতের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি ৷ তবে হরজ্যোৎ তাঁর তরফে চেষ্টা চালিয়েছেন ৷ আপাতত তিনি কিভের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

  • #WATCH "No support from the Indian embassy yet. I have been trying to get in touch with them, every day they say we will do something but no help yet," says Harjot Singh, an Indian who sustained multiple bullet injuries in war-torn Ukraine, receiving treatment at a Kyiv hospital pic.twitter.com/8oc9urO74s

    — ANI (@ANI) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে অসামরিক বিমান পরিষেবার রাষ্ট্রমন্ত্রী জেনারেল ভি কে সিং একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি কিভে ভারতীয় ছাত্রের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি শুনেছেন ৷ তাঁকে মাঝপথেই ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ মন্ত্রী বলেন, "আমরা চেষ্টা করছি, যাতে কম ক্ষতি হয় এবং বেশি সংখ্যক ভারতীয়কে উদ্ধার করা যায় ৷"

  • I received info today that a student coming from Kyiv got shot and was taken back midway. We're trying for maximum evacuation in minimum loss: MoS Civil Aviation Gen (Retd) VK Singh, in Poland#RussiaUkraine pic.twitter.com/cggVEsqfEj

    — ANI (@ANI) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : রফাসূত্র না-বেরোলেও 'মানবিক করিডর' ইস্যুতে সম্মত রাশিয়া-ইউক্রেন

ভারতীয় দূতাবাস আগেই কিভ ছাড়ার কথা জানিয়েছে ৷ "যুদ্ধক্ষেত্রে বুলেট কারও ধর্ম আর দেশের তোয়াক্কা করে না", ভারতীয় ছাত্রের গুলিতে জখম হওয়া প্রসঙ্গে বলেন মন্ত্রী জেনারেল ভি কে সিং ৷ ইতিমধ্যে ইউক্রেন সীমান্তে ভারতের চার মন্ত্রী- হরদীপ সিং পুরি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জেনারেল ভি কে সিং, কিরণ রিজিজু পৌঁছে গিয়েছেন ৷ তাঁরা ইউক্রেন থেকে কী ভাবে ভারতীয়দের বের করে আনা যায়, সেই ব্যবস্থা দেখাশোনা করছেন ৷

কিভ, 4 মার্চ : ইউক্রেন থেকে পোল্যান্ড যাওয়ার পথে গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র ৷ জানা গিয়েছে, গুলিবদ্ধ ছাত্রের নাম হরজ্যোৎ সিং ৷ ইউক্রেনের রাজধানী কিভেই গোলাগুলিতে তিনি জখম হয়েছেন (Indian student shot during moving towards Poland to Kiev) ৷

অভিযোগ, ঘটনার পর থেকে এখনও পর্যন্ত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে হরজ্যোতের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি ৷ তবে হরজ্যোৎ তাঁর তরফে চেষ্টা চালিয়েছেন ৷ আপাতত তিনি কিভের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

  • #WATCH "No support from the Indian embassy yet. I have been trying to get in touch with them, every day they say we will do something but no help yet," says Harjot Singh, an Indian who sustained multiple bullet injuries in war-torn Ukraine, receiving treatment at a Kyiv hospital pic.twitter.com/8oc9urO74s

    — ANI (@ANI) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে অসামরিক বিমান পরিষেবার রাষ্ট্রমন্ত্রী জেনারেল ভি কে সিং একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি কিভে ভারতীয় ছাত্রের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি শুনেছেন ৷ তাঁকে মাঝপথেই ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ মন্ত্রী বলেন, "আমরা চেষ্টা করছি, যাতে কম ক্ষতি হয় এবং বেশি সংখ্যক ভারতীয়কে উদ্ধার করা যায় ৷"

  • I received info today that a student coming from Kyiv got shot and was taken back midway. We're trying for maximum evacuation in minimum loss: MoS Civil Aviation Gen (Retd) VK Singh, in Poland#RussiaUkraine pic.twitter.com/cggVEsqfEj

    — ANI (@ANI) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : রফাসূত্র না-বেরোলেও 'মানবিক করিডর' ইস্যুতে সম্মত রাশিয়া-ইউক্রেন

ভারতীয় দূতাবাস আগেই কিভ ছাড়ার কথা জানিয়েছে ৷ "যুদ্ধক্ষেত্রে বুলেট কারও ধর্ম আর দেশের তোয়াক্কা করে না", ভারতীয় ছাত্রের গুলিতে জখম হওয়া প্রসঙ্গে বলেন মন্ত্রী জেনারেল ভি কে সিং ৷ ইতিমধ্যে ইউক্রেন সীমান্তে ভারতের চার মন্ত্রী- হরদীপ সিং পুরি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জেনারেল ভি কে সিং, কিরণ রিজিজু পৌঁছে গিয়েছেন ৷ তাঁরা ইউক্রেন থেকে কী ভাবে ভারতীয়দের বের করে আনা যায়, সেই ব্যবস্থা দেখাশোনা করছেন ৷

Last Updated : Mar 4, 2022, 5:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.