ETV Bharat / international

Indian Embassy on Evacuation : কারফিউ ওঠায় কিভ থেকে ট্রেনে সীমান্তে আসতে ভারতীয়দের পরামর্শ দূতাবাসের

ইউক্রেনের রাজধানী কিভে সপ্তাহান্তের কারফিউ উঠে গিয়েছে ৷ সেই কারণে স্বদেশি ও বিদেশি বাইরে যেতে বিশেষ ট্রেন পরিষেবা চালু হয়েছে ৷ সোমবার ভারতীয় দূতাবাসের তরফে ওই ট্রেন ধরার জন্য সেখানে আটকে পড়া ভারতীয়দের পরামর্শ দেওয়া হয়েছে (Indian embassy urges its stranded students to head to Railway Station as curfew lifted in Kyiv) ৷

Indian embassy urges its stranded students to head to Railway Station as curfew lifted in Kyiv
Indian Embassy on Evacuation : কারফিউ ওঠায় কিভ থেকে ট্রেন ধরে সীমান্তে আসতে ভারতীয়দের পরামর্শ দূতাবাসের
author img

By

Published : Feb 28, 2022, 9:08 PM IST

কিভ, 28 ফেব্রুয়ারি : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের জন্য নতুন নির্দেশিকা জারি করল ভারতীয় দূতাবাস ৷ ইউক্রেনের রাজধানী কিভে অবস্থিত ভারতীয় দূতাবাস এই নির্দেশিকা জারি করেছে ৷ তারা সেখানে আটকে পড়া ভারতীয়দের দ্রুত রেল স্টেশনগুলিতে যাওয়ার পরামর্শ দিয়েছে (Indian embassy urges its stranded students to head to Railway Station as curfew lifted in Kyiv) ৷ কারণ, সেখানে সপ্তাহ শেষের কারফিউ উঠে গিয়েছে ৷

রাশিয়া মূলত ইউক্রেনের পূর্বপ্রান্ত দিয়ে আক্রমণ করেছে (Russia Invades Ukraine) ৷ ক্রমশ তারা ইউক্রেনের পশ্চিমপ্রান্তের দিকে অগ্রসর হচ্ছে ৷ এই পরিস্থিতিতে ইউক্রেনের বাসিন্দা থেকে সেখানে আটকে পড়া অন্যদেশের নাগরিকরাও ওই দেশের পশ্চিমপ্রান্ত দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন ৷

রবিবার তাই কিভের ভারতীয় দূতাবাস (Indian Embassy at Kyiv) সেখানে আটকে পড়া ভারতীয়দের (Indians Stranded in Ukraine) উদ্দেশ্যে জানিয়েছিল যে ট্রেন ধরে ইউক্রেনের পশ্চিমপ্রান্তে চলে আসতে ৷ সোমবার আরও একবার সেই নির্দেশিকা জারি করেছে তারা ৷ সঙ্গে জানানো হয়েছে যে ইউক্রেন রেলওয়েজের তরফে স্বদেশি ও বিদেশি নাগরিকদের নিরাপদে বাইরে পাঠাতে বিশেষ ট্রেন পরিষেবা চালু করা হয়েছে ৷

যদিও কারফিউ উঠতেই কিভের রেল স্টেশনগুলি থিকথিক করছে ভিড় ৷ ফলে একটি ট্রেন বেরিয়ে যাওয়ার পরও অনেকেই অপেক্ষা করছেন ৷ তাই ভারতীয় দূতাবাসের তরফে এই পরিস্থিতি ভারতীয়দের ধৈর্য্য না হারিয়ে অপেক্ষা করতে বলা হয়েছে ৷

আরও পড়ুন : Indians Stranded in Ukraine : ট্রেনে ইউক্রেনের পশ্চিম প্রান্তে আসতে পরামর্শ ভারতীয়দের

কিভ, 28 ফেব্রুয়ারি : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের জন্য নতুন নির্দেশিকা জারি করল ভারতীয় দূতাবাস ৷ ইউক্রেনের রাজধানী কিভে অবস্থিত ভারতীয় দূতাবাস এই নির্দেশিকা জারি করেছে ৷ তারা সেখানে আটকে পড়া ভারতীয়দের দ্রুত রেল স্টেশনগুলিতে যাওয়ার পরামর্শ দিয়েছে (Indian embassy urges its stranded students to head to Railway Station as curfew lifted in Kyiv) ৷ কারণ, সেখানে সপ্তাহ শেষের কারফিউ উঠে গিয়েছে ৷

রাশিয়া মূলত ইউক্রেনের পূর্বপ্রান্ত দিয়ে আক্রমণ করেছে (Russia Invades Ukraine) ৷ ক্রমশ তারা ইউক্রেনের পশ্চিমপ্রান্তের দিকে অগ্রসর হচ্ছে ৷ এই পরিস্থিতিতে ইউক্রেনের বাসিন্দা থেকে সেখানে আটকে পড়া অন্যদেশের নাগরিকরাও ওই দেশের পশ্চিমপ্রান্ত দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন ৷

রবিবার তাই কিভের ভারতীয় দূতাবাস (Indian Embassy at Kyiv) সেখানে আটকে পড়া ভারতীয়দের (Indians Stranded in Ukraine) উদ্দেশ্যে জানিয়েছিল যে ট্রেন ধরে ইউক্রেনের পশ্চিমপ্রান্তে চলে আসতে ৷ সোমবার আরও একবার সেই নির্দেশিকা জারি করেছে তারা ৷ সঙ্গে জানানো হয়েছে যে ইউক্রেন রেলওয়েজের তরফে স্বদেশি ও বিদেশি নাগরিকদের নিরাপদে বাইরে পাঠাতে বিশেষ ট্রেন পরিষেবা চালু করা হয়েছে ৷

যদিও কারফিউ উঠতেই কিভের রেল স্টেশনগুলি থিকথিক করছে ভিড় ৷ ফলে একটি ট্রেন বেরিয়ে যাওয়ার পরও অনেকেই অপেক্ষা করছেন ৷ তাই ভারতীয় দূতাবাসের তরফে এই পরিস্থিতি ভারতীয়দের ধৈর্য্য না হারিয়ে অপেক্ষা করতে বলা হয়েছে ৷

আরও পড়ুন : Indians Stranded in Ukraine : ট্রেনে ইউক্রেনের পশ্চিম প্রান্তে আসতে পরামর্শ ভারতীয়দের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.