ETV Bharat / international

পাকিস্তানের সামনে সন্ত্রাস ইশুতে কড়া বার্তা রাজনাথের

author img

By

Published : Sep 4, 2020, 5:21 PM IST

SCO বৈঠকে সন্ত্রাসবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে আরও একবার ভারতের অবস্থান স্পষ্ট করে দিলেন রাজনাথ সিং ৷

রাজনাথ সিং
রাজনাথ সিং

মস্কো, 4 সেপ্টেম্বর : ভারত কোনওভাবেই সন্ত্রাসবাদকে বরদাস্ত করবে না ৷ রাশিয়া সফরে তা আরও একবার স্পষ্ট করে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ তিনদিনের রাশিয়া সফরে আজ সাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশনের (SCO) বৈঠকে যোগ দেন রাজনাথ সিং ৷ বৈঠকে সন্ত্রাসবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে আরও একবার ভারতের অবস্থান স্পষ্ট করে দেন তিনি ৷ বৈঠকে উপস্থিত ছিলেন চিন ও পাকিস্তানের প্রতিনিধিরাও ৷

আজকের বৈঠকের আগে রাশিয়ার সশস্ত্র সেনাবাহিনীর ক্যাথিড্রাল ও মিউজ়িয়াম কমপ্লেক্স ঘুরে দেখেন তিনি ৷

প্রতিরক্ষামন্ত্রী বলেন, "ভারত যে কোনও ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের তীব্র নিন্দা করে ৷ " এর আগে গতকাল রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনেরাল সার্গেই শোইগুর সঙ্গে বৈঠক করেন রাজনাথ সিং ৷ ওই বৈঠক ফলপ্রসূ বলে জানিয়েছিলেন রাজনাথ সিং ৷ প্রতিরক্ষা ও নিরাপত্তাজনিত বিষয়ে ভারতের যখনই কোনও সাহায্যের দরকার পড়েছে, রাশিয়া পাশে দাঁড়িয়েছে বলেও জানান তিনি ৷

  • We need institutional capacity to deal with both traditional and non-traditional threats – above all, terrorism, drug-trafficking and transnational crime. As you all are aware, India unequivocally condemns terrorism in all forms and manifestations, and condemns its proponents: RM

    — रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) September 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : মস্কোয় রাজনাথের সঙ্গে বৈঠক চায় চিনের প্রতিরক্ষা মন্ত্রী

সদস্য রাষ্ট্র হওয়ার কারণে ভারতের পাশাপাশি আজকের SCO -র বৈঠকে উপস্থিত রয়েছে চিন ও পাকিস্তানও ৷ কিন্তু সম্প্রতি চলতে থাকা সীমান্ত সংঘাতের পরিস্থিতির মধ্যে বেজিং বা ইসলামাবাদের সঙ্গে আলাদা করে বৈঠকে বসার সম্ভাবনা খুবই কম বলে মনে করেছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা ৷ তবে গতকাল ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছিলেন, দুই তরফকেই সমঝোতায় আসতে হবে ৷ কূটনৈতিক ও সামরিক দু'ক্ষেত্রেই ৷ এদিকে চিনের প্রতিরক্ষামন্ত্রীও রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করেছেন বলে জানা গেছে ৷

এই পরিস্থিতিতে SCO বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷

আরও পড়ুন : রাশিয়ায় চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হবে না রাজনাথের

মে মাস থেকে উত্তপ্ত হয়ে রয়েছে লাদাখের পরিস্থিতি ৷ পূর্ব লাদাখে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার পর প্যাংগং লেকের দক্ষিণ দিকে ভারতীয় সেনা বর্তমানে সুবিধাজনক উঁচু অবস্থানে রয়েছে ৷ যার জেরে চিনা সেনা অস্বস্তিতে পড়েছে বলে জানা গেছে ৷

তবে, উভয় দেশের স্বার্থরক্ষায় এখনও পর্যন্ত দু'টি ব্রিগেড-কমান্ডার বৈঠক হয়েছে দুই পক্ষের মধ্যে ৷ এরই মধ্যে SCO শীর্ষ সম্মেলনে মস্কোয় রাজনাথ সিং ৷ এরপর পরিস্থিতি কোনদিকে এগোবে, সেইদিকেই তাকিয়ে রয়েছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা ৷ ভারত-চিন সম্পর্ক কি কিছুটা হলেও নরম হবে ? সেই উত্তর সময়ই বলবে ৷

মস্কো, 4 সেপ্টেম্বর : ভারত কোনওভাবেই সন্ত্রাসবাদকে বরদাস্ত করবে না ৷ রাশিয়া সফরে তা আরও একবার স্পষ্ট করে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ তিনদিনের রাশিয়া সফরে আজ সাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশনের (SCO) বৈঠকে যোগ দেন রাজনাথ সিং ৷ বৈঠকে সন্ত্রাসবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে আরও একবার ভারতের অবস্থান স্পষ্ট করে দেন তিনি ৷ বৈঠকে উপস্থিত ছিলেন চিন ও পাকিস্তানের প্রতিনিধিরাও ৷

আজকের বৈঠকের আগে রাশিয়ার সশস্ত্র সেনাবাহিনীর ক্যাথিড্রাল ও মিউজ়িয়াম কমপ্লেক্স ঘুরে দেখেন তিনি ৷

প্রতিরক্ষামন্ত্রী বলেন, "ভারত যে কোনও ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের তীব্র নিন্দা করে ৷ " এর আগে গতকাল রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনেরাল সার্গেই শোইগুর সঙ্গে বৈঠক করেন রাজনাথ সিং ৷ ওই বৈঠক ফলপ্রসূ বলে জানিয়েছিলেন রাজনাথ সিং ৷ প্রতিরক্ষা ও নিরাপত্তাজনিত বিষয়ে ভারতের যখনই কোনও সাহায্যের দরকার পড়েছে, রাশিয়া পাশে দাঁড়িয়েছে বলেও জানান তিনি ৷

  • We need institutional capacity to deal with both traditional and non-traditional threats – above all, terrorism, drug-trafficking and transnational crime. As you all are aware, India unequivocally condemns terrorism in all forms and manifestations, and condemns its proponents: RM

    — रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) September 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : মস্কোয় রাজনাথের সঙ্গে বৈঠক চায় চিনের প্রতিরক্ষা মন্ত্রী

সদস্য রাষ্ট্র হওয়ার কারণে ভারতের পাশাপাশি আজকের SCO -র বৈঠকে উপস্থিত রয়েছে চিন ও পাকিস্তানও ৷ কিন্তু সম্প্রতি চলতে থাকা সীমান্ত সংঘাতের পরিস্থিতির মধ্যে বেজিং বা ইসলামাবাদের সঙ্গে আলাদা করে বৈঠকে বসার সম্ভাবনা খুবই কম বলে মনে করেছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা ৷ তবে গতকাল ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছিলেন, দুই তরফকেই সমঝোতায় আসতে হবে ৷ কূটনৈতিক ও সামরিক দু'ক্ষেত্রেই ৷ এদিকে চিনের প্রতিরক্ষামন্ত্রীও রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করেছেন বলে জানা গেছে ৷

এই পরিস্থিতিতে SCO বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷

আরও পড়ুন : রাশিয়ায় চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হবে না রাজনাথের

মে মাস থেকে উত্তপ্ত হয়ে রয়েছে লাদাখের পরিস্থিতি ৷ পূর্ব লাদাখে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার পর প্যাংগং লেকের দক্ষিণ দিকে ভারতীয় সেনা বর্তমানে সুবিধাজনক উঁচু অবস্থানে রয়েছে ৷ যার জেরে চিনা সেনা অস্বস্তিতে পড়েছে বলে জানা গেছে ৷

তবে, উভয় দেশের স্বার্থরক্ষায় এখনও পর্যন্ত দু'টি ব্রিগেড-কমান্ডার বৈঠক হয়েছে দুই পক্ষের মধ্যে ৷ এরই মধ্যে SCO শীর্ষ সম্মেলনে মস্কোয় রাজনাথ সিং ৷ এরপর পরিস্থিতি কোনদিকে এগোবে, সেইদিকেই তাকিয়ে রয়েছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা ৷ ভারত-চিন সম্পর্ক কি কিছুটা হলেও নরম হবে ? সেই উত্তর সময়ই বলবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.