ETV Bharat / international

Helicopter Crash : রাশিয়ার কামচাটকায় পর্যটকদের নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিখোঁজ 8 - আগ্নেয়গিরি

কামচাটকায় পর্যটকদের নিয়ে যাওয়ার পথে কুরিল হ্রদে ভেঙে পড়ল হেলিকপ্টার ৷ প্রায় 13 জন পর্যটক এবং 3 ক্রুকে নিয়ে আগ্নেয়গিরি সমৃদ্ধ ওই হ্রদে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে ৷ ঘটনায় 8 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে ৷

helicopter crashes-with-tourists-in-east-russia-8 Person-missing
Helicopter Crash : রাশিয়ার কামচাটকায় পর্যটকদের নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিখোঁজ 8 জন
author img

By

Published : Aug 12, 2021, 2:19 PM IST

মস্কো, 12 অগস্ট : রাশিয়া (Russia)-তে পর্যটকদের নিয়ে একটি হ্রদের উপর ভেঙে পড়ল হেলিকপ্টার (Helicopter) ৷ পূর্ব রাশিয়ার কামচাটকা পেনিনসুলা এলাকার ওই ঘটনায় 8 জন পর্যটক নিখোঁজ রয়েছেন এবং আরও 8 জনকে জীবত উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ জানা গিয়েছে, ওই হ্রদের নিচে বেশ কয়েকটি আগ্নেয়গিরি রয়েছে ৷ স্থানীয় প্রশাসন এবং ক্রোনোসকি নেচার রিজার্ভ কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী দল কুরিল হ্রদে (Kuril Lake) নিখোঁজ 8 জনের খোঁজ চালাচ্ছে ৷ তবে, এই হ্রদের নিচে আগ্নেয়গিরি থাকায় চিন্তিত প্রশাসন ৷

রাশিয়ার আরআইএ নভোসতি সংবাদ সংস্থা জানিয়েছে, সেদেশের এমার্জেন্সি মন্ত্রক নিশ্চিত করেছে যে, মোট 13 জন পর্যটক এবং 3 জন ক্রু মেম্বারকে নিয়ে এমআই-8 হেলিকপ্টারটি উড়েছিল ৷ হেলিকপ্টারটি কুরিল লেকে ভেঙে পড়ার পর 8 জনকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে ৷ তবে, রাশিয়ার আরেক সংবাদ সংস্থা ইন্ট্রাফ্যাক্স দাবি করেছে, এক সরকারি আধিকারিক তাদের জানিয়েছেন, মোট 14 জন পর্যটক ও 3 জন ক্রু নিয়ে হেলিকপ্টারটি উড়েছিল ৷ গভীর কুয়াশার মধ্যে পড়ে হেলিকপ্টারটি নিরুদ্দেশ হয়ে যায় ৷ ওই সংবাদ সংস্থা আরও জানিয়েছে, 2 জন পাইলট সহ মোট 9 জন এই দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফিরেছেন ৷ তবে, বাকি 8 জন এখনও নিখোঁজ রয়েছেন ৷

আরও পড়ুন : বিমান দুর্ঘটনায় মৃত টারজান খ্যাত অভিনেতা জো লারা

যদিও, ঠিক কতজন পর্যটক ওই হেলিকপ্টারে ছিলেন তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি ৷ এমনকি পর্যটকরা কোনও দেশের তা এখনও জানা যায়নি ৷ স্থানীয় প্রশাসন পুরো ঘটনার তদন্ত করছে ৷ মনে করা হচ্ছে উড়ানের নিরাপত্তা সংক্রান্ত নিয়ম ভাঙার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে ৷ জানা গিয়েছে, ভেঙে পড়া ওই হেলিকপ্টারটি 37 বছর আগে সোভিয়েত জমানায় তৈরি ৷ যেটি একটি স্থানীয় বেসরকারি সংস্থা ভিতয়াজ অ্যারো চালাচ্ছিল ৷ ওই সংস্থার ডিরেক্টরের দাবি, সম্প্রতি ওই হেলিকপ্টারটির রক্ষণাবেক্ষণের কাজ করানো হয়েছিল এবং সেটি যথেষ্ট ভাল অবস্থায় ছিল ৷

আরও পড়ুন : মাঝ আকাশে গায়েব রাশিয়ার বিমান, পরে রক্ষা 19 যাত্রীর

প্রসঙ্গত, দু’টি ইঞ্জিনের তৈরি রাশিয়ান হেলিকপ্টার এমআই-8 এর নকশা 1960 সালে তৈরি করা হয়েছিল ৷ যা রাশিয়া, পূর্বতন সোভিয়েত দেশগুলি এবং আরও অনেক দেশ বিপুল পরিমাণে ব্যবহার করেছে ৷ তবে, যে এলাকায় এমআই-8 চপার ভেঙে পড়েছে সেখানে একমাত্র হেলিকপ্টারেই পৌঁছানো সম্ভব ৷ কিন্তু, ঘন কুয়াশার কারণে উদ্ধারকাজ চালাতে অসুবিধা হচ্ছে ৷ প্রসঙ্গত, রাশিয়ার কামচাটকা বিখ্যাত সেখানকার অসংখ্য আগ্নেয়গিরির জন্য এবং সেখানকার রুক্ষ সৌন্দর্য ও বন্যপ্রাণীদের জন্য ৷

মস্কো, 12 অগস্ট : রাশিয়া (Russia)-তে পর্যটকদের নিয়ে একটি হ্রদের উপর ভেঙে পড়ল হেলিকপ্টার (Helicopter) ৷ পূর্ব রাশিয়ার কামচাটকা পেনিনসুলা এলাকার ওই ঘটনায় 8 জন পর্যটক নিখোঁজ রয়েছেন এবং আরও 8 জনকে জীবত উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ জানা গিয়েছে, ওই হ্রদের নিচে বেশ কয়েকটি আগ্নেয়গিরি রয়েছে ৷ স্থানীয় প্রশাসন এবং ক্রোনোসকি নেচার রিজার্ভ কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী দল কুরিল হ্রদে (Kuril Lake) নিখোঁজ 8 জনের খোঁজ চালাচ্ছে ৷ তবে, এই হ্রদের নিচে আগ্নেয়গিরি থাকায় চিন্তিত প্রশাসন ৷

রাশিয়ার আরআইএ নভোসতি সংবাদ সংস্থা জানিয়েছে, সেদেশের এমার্জেন্সি মন্ত্রক নিশ্চিত করেছে যে, মোট 13 জন পর্যটক এবং 3 জন ক্রু মেম্বারকে নিয়ে এমআই-8 হেলিকপ্টারটি উড়েছিল ৷ হেলিকপ্টারটি কুরিল লেকে ভেঙে পড়ার পর 8 জনকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে ৷ তবে, রাশিয়ার আরেক সংবাদ সংস্থা ইন্ট্রাফ্যাক্স দাবি করেছে, এক সরকারি আধিকারিক তাদের জানিয়েছেন, মোট 14 জন পর্যটক ও 3 জন ক্রু নিয়ে হেলিকপ্টারটি উড়েছিল ৷ গভীর কুয়াশার মধ্যে পড়ে হেলিকপ্টারটি নিরুদ্দেশ হয়ে যায় ৷ ওই সংবাদ সংস্থা আরও জানিয়েছে, 2 জন পাইলট সহ মোট 9 জন এই দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফিরেছেন ৷ তবে, বাকি 8 জন এখনও নিখোঁজ রয়েছেন ৷

আরও পড়ুন : বিমান দুর্ঘটনায় মৃত টারজান খ্যাত অভিনেতা জো লারা

যদিও, ঠিক কতজন পর্যটক ওই হেলিকপ্টারে ছিলেন তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি ৷ এমনকি পর্যটকরা কোনও দেশের তা এখনও জানা যায়নি ৷ স্থানীয় প্রশাসন পুরো ঘটনার তদন্ত করছে ৷ মনে করা হচ্ছে উড়ানের নিরাপত্তা সংক্রান্ত নিয়ম ভাঙার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে ৷ জানা গিয়েছে, ভেঙে পড়া ওই হেলিকপ্টারটি 37 বছর আগে সোভিয়েত জমানায় তৈরি ৷ যেটি একটি স্থানীয় বেসরকারি সংস্থা ভিতয়াজ অ্যারো চালাচ্ছিল ৷ ওই সংস্থার ডিরেক্টরের দাবি, সম্প্রতি ওই হেলিকপ্টারটির রক্ষণাবেক্ষণের কাজ করানো হয়েছিল এবং সেটি যথেষ্ট ভাল অবস্থায় ছিল ৷

আরও পড়ুন : মাঝ আকাশে গায়েব রাশিয়ার বিমান, পরে রক্ষা 19 যাত্রীর

প্রসঙ্গত, দু’টি ইঞ্জিনের তৈরি রাশিয়ান হেলিকপ্টার এমআই-8 এর নকশা 1960 সালে তৈরি করা হয়েছিল ৷ যা রাশিয়া, পূর্বতন সোভিয়েত দেশগুলি এবং আরও অনেক দেশ বিপুল পরিমাণে ব্যবহার করেছে ৷ তবে, যে এলাকায় এমআই-8 চপার ভেঙে পড়েছে সেখানে একমাত্র হেলিকপ্টারেই পৌঁছানো সম্ভব ৷ কিন্তু, ঘন কুয়াশার কারণে উদ্ধারকাজ চালাতে অসুবিধা হচ্ছে ৷ প্রসঙ্গত, রাশিয়ার কামচাটকা বিখ্যাত সেখানকার অসংখ্য আগ্নেয়গিরির জন্য এবং সেখানকার রুক্ষ সৌন্দর্য ও বন্যপ্রাণীদের জন্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.