ETV Bharat / international

Pegasus Spyware : ফ্রান্সের উপর নজরদারি মরক্কোর ? তদন্তের নির্দেশ ফরাসি প্রেসিডেন্টের - French President Emmanuel Macron

পেগাসাস কাণ্ডে একাধিক তদন্তের নির্দেশ ৷ নির্দেশ দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ ৷ গোটা ঘটনায় মরক্কোর বিরুদ্ধে ফ্রান্সের উপর নজরদারির অভিযোগ উঠছে ৷ যা ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে ফ্রান্সের এই ‘বন্ধু’ দেশ ৷

France orders series of investigations into Pegasus data
Pegasus Spyware : ফ্রান্সের উপর নজরদারি মরক্কোর ? তদন্তের নির্দেশ ফরাসী প্রেসিডেন্টের
author img

By

Published : Jul 22, 2021, 5:06 PM IST

প্যারিস, 22 জুলাই : পেগাসাস (Pegasus Spyware) বিতর্কে একাধিক তদন্তের নির্দেশ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ (French President Emmanuel Macron) ৷ দ্য গার্ডিয়ান (The Guardian) পত্রিকায় প্রকাশিত একটি খবরে দাবি করা হয়েছে, পেগাসাস বিতর্কে 50 হাজার ফোন নম্বরের যে তালিকা প্রকাশ্যে এসেছে, তাতে ফরাসি প্রেসিডেন্টের নম্বরও রয়েছে ৷ রয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী-সহ আরও অন্তত 20 জন হেভিওয়েটের নম্বর ৷ এই ঘটনা জানার পরই এই বিষয়ে তদন্তের নির্দেশ দেন ম্যাক্রোঁ ৷ ফরাসি প্রধানমন্ত্রী জিন ক্য়াসটেক্স (French Prime Minister Jean Castex) নিজেই একথা জানিয়েছেন বলেও ওই সংবাদে উল্লেখ করা হয়েছে ৷ তাতে দাবি করা হয়, বুধবারই প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি-র (Elysee) তরফে থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ তাতেই পেগাসাস কাণ্ডে একাধিক তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই ঘটনায় প্রকৃত সত্য সামনে আনতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Pegasus Spyware : ফরাসি প্রেসিডেন্ট থেকে পাক প্রধানমন্ত্রী, পেগাসাসের নিশানায় অন্তত 14 রাষ্ট্রনেতা !

তবে পেগাসাস কাণ্ডের জেরে এখনই কোনও পদক্ষেপ করা বা সুরক্ষা ব্যবস্থায় বদল আনার কথা ভাবছে না ফ্রান্সের সরকার ৷ প্রধানমন্ত্রী ক্য়াসটেক্স এই প্রসঙ্গে বলেন, ‘‘এত তাড়াহুড়ো করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় ৷ কারণ, এখনও আমরা সবটা জানি না ৷’’ তবে গোটা ঘটনায় কার্যত হতভম্ব হয়ে গিয়েছেন ফরাসি রাজনীতিকরা ৷ প্রেসিডেন্ট ম্য়াক্রোঁ, প্রাক্তন প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ্পে-সহ দেশের বর্তমান 14 জন মন্ত্রীর ফোন নম্বর ফাঁস হওয়া ডেটাবেসে পাওয়া গিয়েছে ৷ যা অত্যন্ত উদ্বেগের ৷

পেগাসাস কাণ্ডে ইতিমধ্যেই স্পাইওয়্য়ারের শিকার ব্যক্তিদের অনেকেরই ফোনের ফরেন্সিক তদন্ত করানো হয়েছে ৷ সেই তালিকায় রয়েছেন ফ্রান্সের প্রাক্তন পরিবেশ মন্ত্রী ফ্র্য়াঙ্কোয়েস ডি রুগিও (Francois de Rugy) ৷ তাতে দেখা যাচ্ছে, ইজ়রায়েলি সংস্থা এনএসও গোষ্ঠীর (NSO Group) তৈরি স্পাই সফটওয়্যারের সঙ্গে যুক্ত কোনও কিছু সেই স্মার্টফোনে ইতিমধ্যেই হানা দিয়েছে ৷ তথ্য বলছে, মরক্কো হল সেই দেশ, যার ম্যাক্রোঁ এবং তাঁর সরকার নিয়ে আগ্রহ রয়েছে ৷ এই প্রসঙ্গে রুগির বক্তব্য হল, ফ্রান্স এবং মরক্কোর মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক রয়েছে ৷ তাই যে ঘটনা ঘটেছে, তার বিস্তারিত ব্যাখ্যা সামনে আসাটা জরুরি ৷ রুগির কথায়, ‘‘দু’টি বন্ধু রাষ্ট্রের মধ্যে যে এমন ঘটনা ঘটতে পারে, সেটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি ৷’’

আরও পড়ুন : Pegasus Spyware : পেগাসাস মামলায় সিট গঠনে আর্জিতে সুপ্রিম কোর্টে পিটিশন

বিষয়টি নিয়ে মরক্কোর রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন রুগি ৷ পাশাপাশি, ফ্রান্সের স্টেট প্রসিকিউটরকেও গোটা ঘটনা জানিয়েছেন তিনি ৷ যদিও তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে মরক্কো সরকার ৷ অন্যদিকে, ফ্রান্সের চরম ডানপন্থী বক্তা ও বিতর্কিত সাংবাদিক হিসাবে পরিচিত এরিক জ়িম্মরের (Eric Zemmour) মোবাইল নম্বরও ফাঁস হওয়া তথ্যভাণ্ডারে পাওয়া গিয়েছে ৷

প্যারিস, 22 জুলাই : পেগাসাস (Pegasus Spyware) বিতর্কে একাধিক তদন্তের নির্দেশ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ (French President Emmanuel Macron) ৷ দ্য গার্ডিয়ান (The Guardian) পত্রিকায় প্রকাশিত একটি খবরে দাবি করা হয়েছে, পেগাসাস বিতর্কে 50 হাজার ফোন নম্বরের যে তালিকা প্রকাশ্যে এসেছে, তাতে ফরাসি প্রেসিডেন্টের নম্বরও রয়েছে ৷ রয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী-সহ আরও অন্তত 20 জন হেভিওয়েটের নম্বর ৷ এই ঘটনা জানার পরই এই বিষয়ে তদন্তের নির্দেশ দেন ম্যাক্রোঁ ৷ ফরাসি প্রধানমন্ত্রী জিন ক্য়াসটেক্স (French Prime Minister Jean Castex) নিজেই একথা জানিয়েছেন বলেও ওই সংবাদে উল্লেখ করা হয়েছে ৷ তাতে দাবি করা হয়, বুধবারই প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি-র (Elysee) তরফে থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ তাতেই পেগাসাস কাণ্ডে একাধিক তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই ঘটনায় প্রকৃত সত্য সামনে আনতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Pegasus Spyware : ফরাসি প্রেসিডেন্ট থেকে পাক প্রধানমন্ত্রী, পেগাসাসের নিশানায় অন্তত 14 রাষ্ট্রনেতা !

তবে পেগাসাস কাণ্ডের জেরে এখনই কোনও পদক্ষেপ করা বা সুরক্ষা ব্যবস্থায় বদল আনার কথা ভাবছে না ফ্রান্সের সরকার ৷ প্রধানমন্ত্রী ক্য়াসটেক্স এই প্রসঙ্গে বলেন, ‘‘এত তাড়াহুড়ো করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় ৷ কারণ, এখনও আমরা সবটা জানি না ৷’’ তবে গোটা ঘটনায় কার্যত হতভম্ব হয়ে গিয়েছেন ফরাসি রাজনীতিকরা ৷ প্রেসিডেন্ট ম্য়াক্রোঁ, প্রাক্তন প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ্পে-সহ দেশের বর্তমান 14 জন মন্ত্রীর ফোন নম্বর ফাঁস হওয়া ডেটাবেসে পাওয়া গিয়েছে ৷ যা অত্যন্ত উদ্বেগের ৷

পেগাসাস কাণ্ডে ইতিমধ্যেই স্পাইওয়্য়ারের শিকার ব্যক্তিদের অনেকেরই ফোনের ফরেন্সিক তদন্ত করানো হয়েছে ৷ সেই তালিকায় রয়েছেন ফ্রান্সের প্রাক্তন পরিবেশ মন্ত্রী ফ্র্য়াঙ্কোয়েস ডি রুগিও (Francois de Rugy) ৷ তাতে দেখা যাচ্ছে, ইজ়রায়েলি সংস্থা এনএসও গোষ্ঠীর (NSO Group) তৈরি স্পাই সফটওয়্যারের সঙ্গে যুক্ত কোনও কিছু সেই স্মার্টফোনে ইতিমধ্যেই হানা দিয়েছে ৷ তথ্য বলছে, মরক্কো হল সেই দেশ, যার ম্যাক্রোঁ এবং তাঁর সরকার নিয়ে আগ্রহ রয়েছে ৷ এই প্রসঙ্গে রুগির বক্তব্য হল, ফ্রান্স এবং মরক্কোর মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক রয়েছে ৷ তাই যে ঘটনা ঘটেছে, তার বিস্তারিত ব্যাখ্যা সামনে আসাটা জরুরি ৷ রুগির কথায়, ‘‘দু’টি বন্ধু রাষ্ট্রের মধ্যে যে এমন ঘটনা ঘটতে পারে, সেটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি ৷’’

আরও পড়ুন : Pegasus Spyware : পেগাসাস মামলায় সিট গঠনে আর্জিতে সুপ্রিম কোর্টে পিটিশন

বিষয়টি নিয়ে মরক্কোর রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন রুগি ৷ পাশাপাশি, ফ্রান্সের স্টেট প্রসিকিউটরকেও গোটা ঘটনা জানিয়েছেন তিনি ৷ যদিও তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে মরক্কো সরকার ৷ অন্যদিকে, ফ্রান্সের চরম ডানপন্থী বক্তা ও বিতর্কিত সাংবাদিক হিসাবে পরিচিত এরিক জ়িম্মরের (Eric Zemmour) মোবাইল নম্বরও ফাঁস হওয়া তথ্যভাণ্ডারে পাওয়া গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.