ETV Bharat / international

মৃত্যুর খবর মিথ্যে, সুস্থ কোরোনা ভ্যাকসিন নেওয়া প্রথম মহিলা - coronavirus

আজ সকাল থেকে গুজব ছড়াতে থাকে যে, সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে । প্রাণীবিদ্যা বিশেষজ্ঞ এলিসা কোরোনা ভাইরাসের ভ্যাকসিনের জটিলতায় মারা গিয়েছেন বলে খবর ছড়াতে থাকে । তবে, খুব শীঘ্রই ইন্টারনেটে ছড়িয়ে পড়া খবরটি মিথ্যে বলে প্রমাণিত হয় ।

কোরোনা
কোরোনা
author img

By

Published : Apr 26, 2020, 11:04 PM IST

লন্ডন, 26 এপ্রিল : তাঁর মৃত্যুর খবর মিথ্যে । ভালো আছেন বলে নিজেই জানালেন কোরোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়া প্রথম মহিলা । তিনি ইউরোপের মধ্যে প্রথম মানুষও, যাঁর শরীরে এই ভ্যাকসিন প্রবেশ করানো হয়েছে ।

ডঃ এলিসা গ্র্যানাতো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজিস্ট । বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে যে দু'জনের শরীরে কোরোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়েছে তাঁদের মধ্যে একজন এলিসা । তিন মাস অধ্যয়নের পরই মানুষের শরীরে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে । ভ্যাকসিনের এই ট্রায়ালের জন্য 800জনের বেশি মানুষকে নিয়োগ করা হয়েছে । যদি সেপ্টেম্বরের মধ্যে এই ভ্যাকসিন বাজারে আসে, তাহলে তা সমস্ত রেকর্ড ভেঙে দেবে ।

32 বছরের জন্মদিনে এই ভ্যাকসিন দেওয়া হয় এলিসাকে । তিনি বলেন, "আমি একজন বিজ্ঞানী । তাই বৈজ্ঞানিক প্রক্রিয়াকে আমি যেখানেই পারি সমর্থন করতে চেয়েছিলাম । যেদিন থেকে আমি ভাইরাস নিয়ে পড়াশোনা বন্ধ করেছি, নিজেকে অব্যবহারযোগ্য মনে হত । তাই আমার মনে হল এই কাজকে সমর্থন করা একটা সবচেয়ে সহজ রাস্তা ।" এলিসার সঙ্গে ক্যানসার গবেষক এডওয়ার্ড ও নিলকেও কোরোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয় ।

আজ সকাল থেকে গুজব ছড়াতে থাকে যে, সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে । প্রাণীবিদ্যা বিশেষজ্ঞ এলিসা এই ভ্যাকসিনের জটিলতায় মারা গিয়েছেন বলে খবর ছড়াতে থাকে । তবে, খুব শীঘ্রই ইন্টারনেটে ছড়িয়ে পড়া খবরটি মিথ্যে বলে প্রমাণিত হয় । এই খবর মিথ্যে জানাতে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করেন এলিসা । জানান, তিনি খুব ভালোভাবে বেঁচে আছেন । তিনি লেখেন, "ঘুম থেকে উঠে নিজের মৃত্যুর মিথ্যে খবর দেখার থেকে খারাপ আর কিছু হয় না । সবাইকে জানাতে চাই, আমি ঠিক আছি । এই ভুয়ো খবর কেউ শেয়ার করবেন না । এসব খবরে গুরুত্ব দেওয়ার কোনও দরকার নেই ।"

লন্ডন, 26 এপ্রিল : তাঁর মৃত্যুর খবর মিথ্যে । ভালো আছেন বলে নিজেই জানালেন কোরোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়া প্রথম মহিলা । তিনি ইউরোপের মধ্যে প্রথম মানুষও, যাঁর শরীরে এই ভ্যাকসিন প্রবেশ করানো হয়েছে ।

ডঃ এলিসা গ্র্যানাতো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজিস্ট । বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে যে দু'জনের শরীরে কোরোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়েছে তাঁদের মধ্যে একজন এলিসা । তিন মাস অধ্যয়নের পরই মানুষের শরীরে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে । ভ্যাকসিনের এই ট্রায়ালের জন্য 800জনের বেশি মানুষকে নিয়োগ করা হয়েছে । যদি সেপ্টেম্বরের মধ্যে এই ভ্যাকসিন বাজারে আসে, তাহলে তা সমস্ত রেকর্ড ভেঙে দেবে ।

32 বছরের জন্মদিনে এই ভ্যাকসিন দেওয়া হয় এলিসাকে । তিনি বলেন, "আমি একজন বিজ্ঞানী । তাই বৈজ্ঞানিক প্রক্রিয়াকে আমি যেখানেই পারি সমর্থন করতে চেয়েছিলাম । যেদিন থেকে আমি ভাইরাস নিয়ে পড়াশোনা বন্ধ করেছি, নিজেকে অব্যবহারযোগ্য মনে হত । তাই আমার মনে হল এই কাজকে সমর্থন করা একটা সবচেয়ে সহজ রাস্তা ।" এলিসার সঙ্গে ক্যানসার গবেষক এডওয়ার্ড ও নিলকেও কোরোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয় ।

আজ সকাল থেকে গুজব ছড়াতে থাকে যে, সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে । প্রাণীবিদ্যা বিশেষজ্ঞ এলিসা এই ভ্যাকসিনের জটিলতায় মারা গিয়েছেন বলে খবর ছড়াতে থাকে । তবে, খুব শীঘ্রই ইন্টারনেটে ছড়িয়ে পড়া খবরটি মিথ্যে বলে প্রমাণিত হয় । এই খবর মিথ্যে জানাতে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করেন এলিসা । জানান, তিনি খুব ভালোভাবে বেঁচে আছেন । তিনি লেখেন, "ঘুম থেকে উঠে নিজের মৃত্যুর মিথ্যে খবর দেখার থেকে খারাপ আর কিছু হয় না । সবাইকে জানাতে চাই, আমি ঠিক আছি । এই ভুয়ো খবর কেউ শেয়ার করবেন না । এসব খবরে গুরুত্ব দেওয়ার কোনও দরকার নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.