ETV Bharat / international

Russia-Ukraine Conflict : ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ রুশ সেনার ! উদ্বিগ্ন বিশ্ব - ইউক্রেনে রাশিয়া আক্রমণ

ইউক্রেনকে ধ্বংস করতে বদ্ধপরিকর পুতিন ৷ এবার ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গোলাগুলি সেনাবাহিনীর (Russia-Ukraine Conflict) ৷

Zaporizhzhia NPP in Ukraine in danger
নাইপার নদীর ধারে জ়াপোরিঝঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট
author img

By

Published : Mar 4, 2022, 7:43 AM IST

Updated : Mar 4, 2022, 8:06 AM IST

কিভ, 4 মার্চ : আগুন লেগেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ৷ হ্যাঁ, রাশিয়া ইউক্রেনের এনেরহোডারে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে নিশানা করেছে রাশিয়া ৷ বৃহস্পতিবার গভীর রাতে জ়াপোরিঝঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হামলা শুরু করে রুশ সেনাবাহিনী ৷ অবিরাম বোমা বর্ষণের মধ্যে এই আগুন নেভানো সম্ভব হচ্ছে না, জানিয়েছেন প্ল্যান্টের এক আধিকারিক (Fire at Zaporizhzhia NPP in Ukraine as Russian army is firing from all sides) ৷

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা স্ট্রার্টকম সেন্টার (Stratcom Centre UA) একটি টুইট করে জানিয়েছে, "রাশিয়া এখন ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বোমা ফেলছে ৷ প্রতিটি দেশ ফের চিন্তা করে দেখুক, আমাদের কী চাইছি ৷ পুতিন থামবে না, যদি না তাকে থামানো হয় ৷"

  • With reports that Russia is now shelling Europe’s largest nuclear power plant in Ukraine, it’s time for every country to reconsider what we’re willing to accept.
    Putin won’t stop unless he’s made to stop. https://t.co/Os1FcquImF

    — Stratcom Centre UA (@StratcomCentre) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইট করেছেন ইউক্রেনের উদ্বিগ্ন বিদেশ মন্ত্রী দিমিত্রো কুলেবা (Dmytro Kuleba) ৷ তিনি চেরনোবিল বিপর্যয়ের (Chernobyl Disaster) কথা মনে করিয়ে দিয়ে লিখেছেন, "রাশিয়ার সেনা সব দিক থেকে জ়াপোরিঝঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে গুলি চালাচ্ছে ৷ এটা ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ৷ ইতিমধ্যে আগুন লেগে গিয়েছে ৷ যদি কোনওভাবে এতে বিস্ফোরণ হয়, তাহলে তা চেরনোবিলের থেকে 10 গুণ ভয়ঙ্কর হবে ৷ রাশিয়ার এখুনি এই গোলাগুলি বন্ধ করা উচিত ৷ আমাদের দমকলবাহিনীকে আগুন নেভানোর সুযোগ দিক ৷ একটা নিরাপদ জায়গা তৈরি করতে হবে ৷"

  • 🛑Russian army has shelled power units of the Zaporizhzhia Nuclear Power Station. Right now Power Station is on fire. pic.twitter.com/Bg0mGrcT8e

    — Stratcom Centre UA (@StratcomCentre) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : "আরও খারাপ সময় আসছে, পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান", দাবি ফরাসি প্রেসিডেন্টের

এর মধ্যে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সিও (International Atomic Energy Agency) এই নিয়ে টুইট করে জানিয়েছে, আইএইএ জ়াপোরিঝঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে গোলাগুলি চালানোর খবর পেয়েছে ৷ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তারা ইউক্রেন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে ৷

  • #Ukraine: IAEA is aware of reports of shelling at #Zaporizhzhia Nuclear Power Plant (NPP), in contact with Ukrainian authorities about situation.

    — IAEA - International Atomic Energy Agency (@iaeaorg) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এমনকি গোলাগুলি থামানোর আবেদন করেছেন সংস্থার আধিকারিক (IAEA Director General RafaelMGrossi) ৷ আরও একটি টুইট করে আইএইএ জানিয়েছে, "সংস্থার আধিকারিক ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শিমগালের (Ukraine PM Denys Shmygal) সঙ্গে কথা বলেছেন ৷ ভয়াবহ পরিস্থিতি নিয়ে জ়াপোরিঝঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ইউক্রেনের নিউক্লিয়ার রেগুলেটর এবং অপারেটরের সঙ্গেও কথা হয়েছে ৷ অনুরোধ করছি, এই আক্রমণ থামানো হোক ৷ রিঅ্যাক্টর বিস্ফোরণ হলে সাংঘাতিক বিপদ ঘটতে পারে ৷"

  • IAEA Director General @RafaelMGrossi speaks with #Ukraine PM Denys Shmygal and with Ukrainian nuclear regulator and operator about serious situation at #Zaporizhzhia Nuclear Power Plant, appeals for halt of use of force and warns of severe danger if reactors hit.

    — IAEA - International Atomic Energy Agency (@iaeaorg) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নাইপার নদীর ধারে অবস্থিত এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দেশের এক চতুর্থাংশ বিদ্যুৎ সরবরাহ হয় ৷ ইতিমধ্যে খেরসেন শহর দখল করে ইউক্রেনের জলপথে যোগাযাগ ছিন্ন করতে চাইছে রাশিয়া ৷ গতকাল রাতে বেলারুশ সীমান্তে ইউক্রেন এবং রাশিয়ার প্রতিনিধি দলের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা হয় ৷ অথচ এই বৈঠক যখন চলছে সেইসময় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাইরে চলছে প্রবল গোলাবর্ষণ ৷ যুদ্ধরত দুই দেশের মধ্যে সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে আনার একটি সাময়িক চুক্তি হয়েছে ৷ এর জন্য একটি করিডোর তৈরি হবে ৷ সেই পথ দিয়ে যুদ্ধগ্রস্ত জায়গাগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন ইউক্রেনের নাগরিকেরা এবং ত্রাণসামগ্রীও পৌঁছাবে ইউক্রেনে ৷

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অষ্টম দিনে পরস্পরকে হুঁশিয়ারি পুতিন-জেলেনস্কির

কিভ, 4 মার্চ : আগুন লেগেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ৷ হ্যাঁ, রাশিয়া ইউক্রেনের এনেরহোডারে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে নিশানা করেছে রাশিয়া ৷ বৃহস্পতিবার গভীর রাতে জ়াপোরিঝঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হামলা শুরু করে রুশ সেনাবাহিনী ৷ অবিরাম বোমা বর্ষণের মধ্যে এই আগুন নেভানো সম্ভব হচ্ছে না, জানিয়েছেন প্ল্যান্টের এক আধিকারিক (Fire at Zaporizhzhia NPP in Ukraine as Russian army is firing from all sides) ৷

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা স্ট্রার্টকম সেন্টার (Stratcom Centre UA) একটি টুইট করে জানিয়েছে, "রাশিয়া এখন ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বোমা ফেলছে ৷ প্রতিটি দেশ ফের চিন্তা করে দেখুক, আমাদের কী চাইছি ৷ পুতিন থামবে না, যদি না তাকে থামানো হয় ৷"

  • With reports that Russia is now shelling Europe’s largest nuclear power plant in Ukraine, it’s time for every country to reconsider what we’re willing to accept.
    Putin won’t stop unless he’s made to stop. https://t.co/Os1FcquImF

    — Stratcom Centre UA (@StratcomCentre) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইট করেছেন ইউক্রেনের উদ্বিগ্ন বিদেশ মন্ত্রী দিমিত্রো কুলেবা (Dmytro Kuleba) ৷ তিনি চেরনোবিল বিপর্যয়ের (Chernobyl Disaster) কথা মনে করিয়ে দিয়ে লিখেছেন, "রাশিয়ার সেনা সব দিক থেকে জ়াপোরিঝঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে গুলি চালাচ্ছে ৷ এটা ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ৷ ইতিমধ্যে আগুন লেগে গিয়েছে ৷ যদি কোনওভাবে এতে বিস্ফোরণ হয়, তাহলে তা চেরনোবিলের থেকে 10 গুণ ভয়ঙ্কর হবে ৷ রাশিয়ার এখুনি এই গোলাগুলি বন্ধ করা উচিত ৷ আমাদের দমকলবাহিনীকে আগুন নেভানোর সুযোগ দিক ৷ একটা নিরাপদ জায়গা তৈরি করতে হবে ৷"

  • 🛑Russian army has shelled power units of the Zaporizhzhia Nuclear Power Station. Right now Power Station is on fire. pic.twitter.com/Bg0mGrcT8e

    — Stratcom Centre UA (@StratcomCentre) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : "আরও খারাপ সময় আসছে, পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান", দাবি ফরাসি প্রেসিডেন্টের

এর মধ্যে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সিও (International Atomic Energy Agency) এই নিয়ে টুইট করে জানিয়েছে, আইএইএ জ়াপোরিঝঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে গোলাগুলি চালানোর খবর পেয়েছে ৷ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তারা ইউক্রেন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে ৷

  • #Ukraine: IAEA is aware of reports of shelling at #Zaporizhzhia Nuclear Power Plant (NPP), in contact with Ukrainian authorities about situation.

    — IAEA - International Atomic Energy Agency (@iaeaorg) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এমনকি গোলাগুলি থামানোর আবেদন করেছেন সংস্থার আধিকারিক (IAEA Director General RafaelMGrossi) ৷ আরও একটি টুইট করে আইএইএ জানিয়েছে, "সংস্থার আধিকারিক ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শিমগালের (Ukraine PM Denys Shmygal) সঙ্গে কথা বলেছেন ৷ ভয়াবহ পরিস্থিতি নিয়ে জ়াপোরিঝঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ইউক্রেনের নিউক্লিয়ার রেগুলেটর এবং অপারেটরের সঙ্গেও কথা হয়েছে ৷ অনুরোধ করছি, এই আক্রমণ থামানো হোক ৷ রিঅ্যাক্টর বিস্ফোরণ হলে সাংঘাতিক বিপদ ঘটতে পারে ৷"

  • IAEA Director General @RafaelMGrossi speaks with #Ukraine PM Denys Shmygal and with Ukrainian nuclear regulator and operator about serious situation at #Zaporizhzhia Nuclear Power Plant, appeals for halt of use of force and warns of severe danger if reactors hit.

    — IAEA - International Atomic Energy Agency (@iaeaorg) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নাইপার নদীর ধারে অবস্থিত এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দেশের এক চতুর্থাংশ বিদ্যুৎ সরবরাহ হয় ৷ ইতিমধ্যে খেরসেন শহর দখল করে ইউক্রেনের জলপথে যোগাযাগ ছিন্ন করতে চাইছে রাশিয়া ৷ গতকাল রাতে বেলারুশ সীমান্তে ইউক্রেন এবং রাশিয়ার প্রতিনিধি দলের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা হয় ৷ অথচ এই বৈঠক যখন চলছে সেইসময় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাইরে চলছে প্রবল গোলাবর্ষণ ৷ যুদ্ধরত দুই দেশের মধ্যে সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে আনার একটি সাময়িক চুক্তি হয়েছে ৷ এর জন্য একটি করিডোর তৈরি হবে ৷ সেই পথ দিয়ে যুদ্ধগ্রস্ত জায়গাগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন ইউক্রেনের নাগরিকেরা এবং ত্রাণসামগ্রীও পৌঁছাবে ইউক্রেনে ৷

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অষ্টম দিনে পরস্পরকে হুঁশিয়ারি পুতিন-জেলেনস্কির

Last Updated : Mar 4, 2022, 8:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.