ব্রাসেলস, 31 অগাস্ট : বর্তমানে বেলজিয়াম সফরে বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ জম্মু-কাশ্মীর ইশুতে শুক্রবার (গতকাল) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (EU) বিদেশনীতি বিভাগের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন বিদেশমন্ত্রী ৷ EU-র বিদেশনীতি বিভাগের প্রধান ফেদেরিকা মোঘেরিনির সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ শুক্রবার ব্রাসেলসে জম্মু-কাশ্মীর ও লাদাখের উন্নয়ন প্রসঙ্গে আলোচনা হয় দু'জনের মধ্যে ৷
দুই নেতার কথোপকথনে জম্মু-কাশ্মীর প্রসঙ্গ ছাড়াও পাকিস্তানের সন্ত্রাস ও হিংসার বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে ৷ আলোচনা হয়েছে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন কূটনৈতিক দিকগুলি নিয়েও ৷ আফগানিস্তানের বিষয়ে দুই নেতার মধ্যে বিশদে আলোচনার কথা টুইট করেছেন বিদেশমন্ত্রী নিজেই ৷ পাকিস্তান-সহ অন্য প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে ৷
গত বৃহস্পতিবার বেলজিয়াম পৌঁছান জয়শংকর ৷ রাশিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড সফর শেষে ব্রাসেলসে এসেছেন তিনি ৷