ETV Bharat / international

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিদেশমন্ত্রীর বৈঠকেও উঠে এল কাশ্মীর প্রসঙ্গ - জম্মু-কাশ্মীর

শুক্রবার ব্রাসেলসে জম্মু-কাশ্মীর ও লাদাখের উন্নয়ন প্রসঙ্গে আলোচনা হয় এস জয়শংকর ও ফেদেরিকা মোঘেরিনির মধ্যে ৷

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিদেশমন্ত্রীর বৈঠকেও উঠে এল কাশ্মীর প্রসঙ্গ
author img

By

Published : Aug 31, 2019, 9:25 AM IST

ব্রাসেলস, 31 অগাস্ট : বর্তমানে বেলজিয়াম সফরে বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ জম্মু-কাশ্মীর ইশুতে শুক্রবার (গতকাল) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (EU) বিদেশনীতি বিভাগের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন বিদেশমন্ত্রী ৷ EU-র বিদেশনীতি বিভাগের প্রধান ফেদেরিকা মোঘেরিনির সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ শুক্রবার ব্রাসেলসে জম্মু-কাশ্মীর ও লাদাখের উন্নয়ন প্রসঙ্গে আলোচনা হয় দু'জনের মধ্যে ৷

দুই নেতার কথোপকথনে জম্মু-কাশ্মীর প্রসঙ্গ ছাড়াও পাকিস্তানের সন্ত্রাস ও হিংসার বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে ৷ আলোচনা হয়েছে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন কূটনৈতিক দিকগুলি নিয়েও ৷ আফগানিস্তানের বিষয়ে দুই নেতার মধ্যে বিশদে আলোচনার কথা টুইট করেছেন বিদেশমন্ত্রী নিজেই ৷ পাকিস্তান-সহ অন্য প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে ৷

গত বৃহস্পতিবার বেলজিয়াম পৌঁছান জয়শংকর ৷ রাশিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড সফর শেষে ব্রাসেলসে এসেছেন তিনি ৷

ব্রাসেলস, 31 অগাস্ট : বর্তমানে বেলজিয়াম সফরে বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ জম্মু-কাশ্মীর ইশুতে শুক্রবার (গতকাল) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (EU) বিদেশনীতি বিভাগের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন বিদেশমন্ত্রী ৷ EU-র বিদেশনীতি বিভাগের প্রধান ফেদেরিকা মোঘেরিনির সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ শুক্রবার ব্রাসেলসে জম্মু-কাশ্মীর ও লাদাখের উন্নয়ন প্রসঙ্গে আলোচনা হয় দু'জনের মধ্যে ৷

দুই নেতার কথোপকথনে জম্মু-কাশ্মীর প্রসঙ্গ ছাড়াও পাকিস্তানের সন্ত্রাস ও হিংসার বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে ৷ আলোচনা হয়েছে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন কূটনৈতিক দিকগুলি নিয়েও ৷ আফগানিস্তানের বিষয়ে দুই নেতার মধ্যে বিশদে আলোচনার কথা টুইট করেছেন বিদেশমন্ত্রী নিজেই ৷ পাকিস্তান-সহ অন্য প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে ৷

গত বৃহস্পতিবার বেলজিয়াম পৌঁছান জয়শংকর ৷ রাশিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড সফর শেষে ব্রাসেলসে এসেছেন তিনি ৷

Guwahati (Assam), Aug 31 (ANI): A day before the publication of the final National Register of Citizens (NRC) list in Assam, the state Director General of Police said that security measures have been tightened across the region. While speaking to media, DGP said, "We are making a good use of social media to reach out to public. If anybody comes up with hate post or wrong messages, we've told local OCs (Officer-in charge) to take strict legal action be taken."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.