ETV Bharat / international

Narendra Modi : ভারতে কোভিড টিকাকরণে মোদির ভূমিকা প্রশংসিত ইউরোপে - ইইউ

21 অক্টোবর দেশে কোভিড-19 ভ্যাকসিনেশনের ডোজ় 100 কোটি ছাড়িয়েছে ৷ সেদিনই বিশ্বের বহু নেতা শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রীকে ৷ এবার রোমে পৌঁছে সরাসরি ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের কাছ থেকে শুভেচ্ছা পেলেন মোদি ৷

মুখোমুখি মারিও-মোদি
মুখোমুখি মারিও-মোদি
author img

By

Published : Oct 30, 2021, 8:16 AM IST

নয়াদিল্লি, 30 অক্টোবর : ভারতে কোভিড-19 ভ্যাকসিনের গতি বিশ্বের অন্য দেশগুলির দৃষ্টি আকর্ষণ করেছে ৷ এর সাফল্যে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি (Mario Draghi) তো বটেই, এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন-এর (European Union, EU) অন্তর্ভুক্ত দেশগুলির নেতারা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ এমনটাই জানিয়েছেন বিদেশ সচিব (Foreign Secretary) হর্ষ বর্ধন শ্রিংলা (Harsh Vardhan Shringla) ৷

তিনি বলেন, "আমাদের দেশে ভ্যাকসিনের ডোজ়ের সংখ্যা এবং যত শতাংশ নাগরিক ভ্যাকসিনের প্রথম ডোজ় নিয়েছেন, এই দুটো বিষয়ে ইতালির প্রধানমন্ত্রী-সহ বাকি ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ৷"

বিদেশ সচিব মনে করিয়ে দেন, ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী ৷ গতকাল প্রধানমন্ত্রীর ইতালি সফরের প্রথম দিনের বৈঠকে 'ইন্ডিয়া ইইউ সামিট'-এর (India EU Summit) রোডম্যাপ গ্রহণ করেছেন উপস্থিত ইইউ নেতা এবং ভারতের প্রধানমন্ত্রী ৷ এছাড়া ভারত ও ইউরোপিয়ান ইউনিয়ন-ভুক্ত দেশগুলির মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত সম্পর্ক, ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে ৷

সাম্প্রতিক কোভিড-19 অতিমারি, জলবায়ু পরিবর্তন এবং আঞ্চলিক উন্নয়ন, বিশ্বের অন্য সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে কথা হয় ৷ তবে প্রধানমন্ত্রী মোদি জলবায়ু পরিবর্তনে ভারতের দৃষ্টিভঙ্গি, আফগানিস্তান আর ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে গুরুত্ব দিয়েছেন ৷

  • In Rome, I had the opportunity to pay homage to Mahatma Gandhi, whose ideals give courage and inspiration to millions globally. pic.twitter.com/fbaSOYjIr4

    — Narendra Modi (@narendramodi) October 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Narendra Modi : রোমের পিয়াজা গান্ধিতে মোদিকে দেখে আবেগে ভাসলেন প্রবাসী ভারতীয়রা

শ্রিংলা জানান প্রধানমন্ত্রী রোমে পিয়াজা গান্ধিতে (Piazza Gandhi) গিয়ে মহাত্মা গান্ধির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছেন ৷ সেই সময় সেখানে রোমে বসবাসকারী বহু ভারতীয় ছিলেন ৷ তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও এই দৃশ্যের ছবি পোস্ট করে টুইট করে লিখেছেন, "রোমে আমি মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানানোর সুযোগ পেলাম ৷ যাঁর আদর্শ বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে সাহস আর উৎসাহ দেয় ৷" এছাড়া মোদি রোমে শিখ-সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে দেখা করেন ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহিদ ভারতীয় সৈন্যদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি ৷

এদিন রোমে পালাজো চিগিতে (Palazzo Chigi) প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে দেখা করেন মোদি ৷ 27 অগস্ট আফগানিস্তান নিয়ে দু'দেশের নেতার মধ্যে কথা হয়েছে ৷ এছাড়া অনেক বার দুই নেতৃত্ব নিজেদের মধ্যে ফোনালাপ করলেও দু'দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ এই প্রথম, জানিয়েছেন বিদেশ সচিব ৷

দু'দেশের মধ্যে পুনর্ব্যবহারযোগ্য এবং দূষণবিহীন শক্তি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয় ৷ ভারত ও ইতালি একটি যৌথ বিবৃতিতে দু'দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের (Stratgic Partnership) কথা ঘোষণা করেছে ৷ বিবৃতিতে শক্তি আদানপ্রদান, গ্রিন করিডর প্রজেক্ট, স্মার্ট গ্রিডস, শক্তি সংরক্ষণের উপায়, গ্যাস পরিবহণ, বর্জ্য প্রক্রিয়াকরণ, গ্রিন হাউড্রোজেন এবং বায়োফুয়েল চালু করা নিয়ে একসঙ্গে কাজ করার কথা জানানো হয়েছে ৷

  • Glad to have met PM Mario Draghi in Rome. We talked about ways to strengthen the friendship between India and Italy. There is great potential to further scale up economic linkages, cultural cooperation and for us to work together towards a more environment friendly planet. pic.twitter.com/9sMuDPHSqp

    — Narendra Modi (@narendramodi) October 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভ্যাকসিনের সার্টিফিকেটের (Vaccination Certificate) বিষয়ে মূলত কথা হয়েছে ইইউ-এর প্রতিনিধিদের সঙ্গে, জানিয়েছেন শ্রিংলা ৷ তিনি বলেন, "ভ্যাকসিনেশন সার্টিফিকেট বিষয়ে প্রধানমন্ত্রী মোদি যে যুক্তি দিয়েছেন, তা বেশিরভাগ দেশ গ্রহণ করেছে ৷ আন্তর্জাতিক সফরকে জটিলতা থেকে মুক্ত করার ভাবনায় বহু দেশই খুশি ৷ আমার মনে হয়ে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ৷" বিদেশ সচিব জানান, ইউরোপিয়ান ইউনিয়নের-এর কয়েকটি দেশ ইতিমধ্যে ভারতের প্রস্তাবে সাড়া দিয়েছে ৷ তিনি বলেন, "আমরা এমনকি জি-20-তেও ভ্যাকসিনেশন সার্টিফিকেটকে পারস্পরিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব রেখেছিলাম ৷ এখনও আলোচনা চলছে ৷"

নয়াদিল্লি, 30 অক্টোবর : ভারতে কোভিড-19 ভ্যাকসিনের গতি বিশ্বের অন্য দেশগুলির দৃষ্টি আকর্ষণ করেছে ৷ এর সাফল্যে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি (Mario Draghi) তো বটেই, এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন-এর (European Union, EU) অন্তর্ভুক্ত দেশগুলির নেতারা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ এমনটাই জানিয়েছেন বিদেশ সচিব (Foreign Secretary) হর্ষ বর্ধন শ্রিংলা (Harsh Vardhan Shringla) ৷

তিনি বলেন, "আমাদের দেশে ভ্যাকসিনের ডোজ়ের সংখ্যা এবং যত শতাংশ নাগরিক ভ্যাকসিনের প্রথম ডোজ় নিয়েছেন, এই দুটো বিষয়ে ইতালির প্রধানমন্ত্রী-সহ বাকি ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ৷"

বিদেশ সচিব মনে করিয়ে দেন, ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী ৷ গতকাল প্রধানমন্ত্রীর ইতালি সফরের প্রথম দিনের বৈঠকে 'ইন্ডিয়া ইইউ সামিট'-এর (India EU Summit) রোডম্যাপ গ্রহণ করেছেন উপস্থিত ইইউ নেতা এবং ভারতের প্রধানমন্ত্রী ৷ এছাড়া ভারত ও ইউরোপিয়ান ইউনিয়ন-ভুক্ত দেশগুলির মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত সম্পর্ক, ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে ৷

সাম্প্রতিক কোভিড-19 অতিমারি, জলবায়ু পরিবর্তন এবং আঞ্চলিক উন্নয়ন, বিশ্বের অন্য সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে কথা হয় ৷ তবে প্রধানমন্ত্রী মোদি জলবায়ু পরিবর্তনে ভারতের দৃষ্টিভঙ্গি, আফগানিস্তান আর ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে গুরুত্ব দিয়েছেন ৷

  • In Rome, I had the opportunity to pay homage to Mahatma Gandhi, whose ideals give courage and inspiration to millions globally. pic.twitter.com/fbaSOYjIr4

    — Narendra Modi (@narendramodi) October 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Narendra Modi : রোমের পিয়াজা গান্ধিতে মোদিকে দেখে আবেগে ভাসলেন প্রবাসী ভারতীয়রা

শ্রিংলা জানান প্রধানমন্ত্রী রোমে পিয়াজা গান্ধিতে (Piazza Gandhi) গিয়ে মহাত্মা গান্ধির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছেন ৷ সেই সময় সেখানে রোমে বসবাসকারী বহু ভারতীয় ছিলেন ৷ তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও এই দৃশ্যের ছবি পোস্ট করে টুইট করে লিখেছেন, "রোমে আমি মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানানোর সুযোগ পেলাম ৷ যাঁর আদর্শ বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে সাহস আর উৎসাহ দেয় ৷" এছাড়া মোদি রোমে শিখ-সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে দেখা করেন ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহিদ ভারতীয় সৈন্যদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি ৷

এদিন রোমে পালাজো চিগিতে (Palazzo Chigi) প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে দেখা করেন মোদি ৷ 27 অগস্ট আফগানিস্তান নিয়ে দু'দেশের নেতার মধ্যে কথা হয়েছে ৷ এছাড়া অনেক বার দুই নেতৃত্ব নিজেদের মধ্যে ফোনালাপ করলেও দু'দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ এই প্রথম, জানিয়েছেন বিদেশ সচিব ৷

দু'দেশের মধ্যে পুনর্ব্যবহারযোগ্য এবং দূষণবিহীন শক্তি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয় ৷ ভারত ও ইতালি একটি যৌথ বিবৃতিতে দু'দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের (Stratgic Partnership) কথা ঘোষণা করেছে ৷ বিবৃতিতে শক্তি আদানপ্রদান, গ্রিন করিডর প্রজেক্ট, স্মার্ট গ্রিডস, শক্তি সংরক্ষণের উপায়, গ্যাস পরিবহণ, বর্জ্য প্রক্রিয়াকরণ, গ্রিন হাউড্রোজেন এবং বায়োফুয়েল চালু করা নিয়ে একসঙ্গে কাজ করার কথা জানানো হয়েছে ৷

  • Glad to have met PM Mario Draghi in Rome. We talked about ways to strengthen the friendship between India and Italy. There is great potential to further scale up economic linkages, cultural cooperation and for us to work together towards a more environment friendly planet. pic.twitter.com/9sMuDPHSqp

    — Narendra Modi (@narendramodi) October 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভ্যাকসিনের সার্টিফিকেটের (Vaccination Certificate) বিষয়ে মূলত কথা হয়েছে ইইউ-এর প্রতিনিধিদের সঙ্গে, জানিয়েছেন শ্রিংলা ৷ তিনি বলেন, "ভ্যাকসিনেশন সার্টিফিকেট বিষয়ে প্রধানমন্ত্রী মোদি যে যুক্তি দিয়েছেন, তা বেশিরভাগ দেশ গ্রহণ করেছে ৷ আন্তর্জাতিক সফরকে জটিলতা থেকে মুক্ত করার ভাবনায় বহু দেশই খুশি ৷ আমার মনে হয়ে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ৷" বিদেশ সচিব জানান, ইউরোপিয়ান ইউনিয়নের-এর কয়েকটি দেশ ইতিমধ্যে ভারতের প্রস্তাবে সাড়া দিয়েছে ৷ তিনি বলেন, "আমরা এমনকি জি-20-তেও ভ্যাকসিনেশন সার্টিফিকেটকে পারস্পরিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব রেখেছিলাম ৷ এখনও আলোচনা চলছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.