ETV Bharat / international

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারতের পাশে ইউরোপিয়ান ইউনিয়ন, জার্মানি

গত চারদিন ধরে ভারতে দৈনিক করোনা সংক্রমণের হার তিন লক্ষ ছাড়িয়েছে ৷ গত সপ্তাহে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয় ঢেউকে 'তুফান' বলেছেন ৷ দেশে অক্সিজেনের ঘাটতিতে রোগীমৃত্যু নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে ৷ এই পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বার্তা পাঠাল ইউরোপিয়ান ইউনিয়ন, জার্মানি এবং ইজ়রায়েল ৷ গত সপ্তাহে ফ্রান্সের তরফেও একই বার্তা দেওয়া হয় ৷

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত ৷
করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত ৷
author img

By

Published : Apr 25, 2021, 9:07 PM IST

Updated : Apr 25, 2021, 10:23 PM IST

নয়া দিল্লি, 25 এপ্রিল: কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত ৷ এই সেকেন্ড ওয়েভকে প্রধানমন্ত্রী মোদি 'তুফান' বলেছেন তাঁর গত সপ্তাহের ভাষণে ৷ এই পরিস্থিতিতে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, ইজ়রায়েল এবং জার্মানি ৷ মার্চে ভারতে সংক্রামিতের সংখ্যা বিশ্বের অন্যান্য দেশগুলির তুলনায় উল্লেখযোগ্য ভাবে বেড়েছে ৷ গত চারদিনে এই সংখ্যা বস্তুত চূড়া ছুঁয়েছে ৷ দৈনিক সংক্রমণে হার 3 লক্ষ ছাড়িয়েছে ৷ এই পরিস্থিতিতে ব্রিটেন-সহ বিভিন্ন দেশ ভারতের সঙ্গে সাময়িকভাবে বিমান পরিষেবা বন্ধ রেখেছে ৷ এই অবস্থায় রবিবার বিকেলেই এই প্রতিশ্রুতির আশ্বাস এসেছে ৷

ইউরোপিয়ান কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট ইয়ানেস লেনারচিচ টুইটে জানান, ভারতের তরফে সাহায্যের অনুরোধ আসার পরই আমরা সিভিল প্রটেকশন মেকানিজমকে সক্রিয় করেছি ৷ ইউরোপীয় ইউনিয়ন ভারতকে সহায়তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবে । আমারা অক্সিজেন এবং ওষুধ দ্রুত সরবরাহ করতে প্রস্তুত ৷

লেনারচিচের এই টুইটের পরই ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট আর্সলা ভন ডের লেয়েন তা নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে লেখেন, ভারতের এই এপিডেমিওলজিক্যাল পরিস্থিতিতে আমরা সতর্ক হয়েছি । আমরা ভারতকে সাহায্য করতে প্রস্তুত । সিভিল প্রোটেকশন মেকানিজমের মাধ্যমে সহায়তার জন্য ইইউ সংস্থাগুলি চেষ্টা চালাচেছ ৷ আমরা সম্পূর্ণ ভাবে ভারতীয় জনগণের পাশে আছি !

  • Alarmed by the epidemiological situation in India. We are ready to support.

    The EU is pooling resources to respond rapidly to India’s request for assistance via the EU Civil Protection Mechanism.

    We stand in full solidarity with the Indian people! https://t.co/Pv8ezFPdS3

    — Ursula von der Leyen (@vonderleyen) April 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও ইজ়রায়েলের তরফে সরকারি ভাবে কোনও বার্তা আসেনি তবে ইজ়রায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের অ্যামিচাই স্টেইন টুইট করে ভারতকে প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷

একই ভাবে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলও ভারতের জন্য আপৎকালীন সহায়তা প্রস্তুত করার কথা জানিয়েছেন ৷ তিনি ভারতীয়দের জন্য সমবেদনা প্রকাশ করেছেন ৷ তাঁর মুখপাত্র স্টেফান সেইবার্ট টুইটে মার্কেলের এই বার্তা প্রকাশ করেছেন ৷ কী সাহায্য জার্মানি ভারতকে করবে তা সরকারি ভাবে এখনও জানা না গেলেও সেখানকার ডের স্পিগল ম্যাগাজিনের একটি সূত্র জানাচ্ছে, জার্মানির সশস্ত্র বাহিনীকে অক্সিজেন সরবারহের প্রস্তুতির কথা বলা হয়েছে ৷

আরও পড়ুন: কাঠের ভাঁড়ার শূন্য, দেহ সৎকারের জন্য চেয়ার-টেবিল দান স্থানীয়দের

গত শুক্রবারই ফ্রান্সের তরফেও ভারতকে সাহায্যের কথা বলা হয় ৷ ফরাসি অ্যাম্বাসাডর ইমান্যুয়েল লেনেইন প্রেসিডেন্ট ম্যাকরনের বার্তা টুইট করে জানান সাহায্য পাঠানোর কথা ৷

এই মুহূর্তে ভারতের অবস্থা যা তাতে হাসপাতালে শয্যা, ওষুধ এবং অক্সিজেনের আকাল দেখা গিয়েছে দেশজুড়ে ৷ গত এক সপ্তাহ ধরে অক্সিজেন না পেয়ে রোগীমৃত্যু স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়াচ্ছে ৷ সবচেয়ে গুরুতর পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে রাজধানী দিল্লি ৷ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী এবং দেশের অন্যান্য মুখ্যমন্ত্রীদের চিঠিও লিখেছেন ৷

আরও পড়ুন: রেমডেসিভিরের নামে 20 হাজার টাকায় বিকোচ্ছে গ্লুকোজ়ের মিশ্রণ, ইন্দোরে ধৃত 5

নয়া দিল্লি, 25 এপ্রিল: কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত ৷ এই সেকেন্ড ওয়েভকে প্রধানমন্ত্রী মোদি 'তুফান' বলেছেন তাঁর গত সপ্তাহের ভাষণে ৷ এই পরিস্থিতিতে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, ইজ়রায়েল এবং জার্মানি ৷ মার্চে ভারতে সংক্রামিতের সংখ্যা বিশ্বের অন্যান্য দেশগুলির তুলনায় উল্লেখযোগ্য ভাবে বেড়েছে ৷ গত চারদিনে এই সংখ্যা বস্তুত চূড়া ছুঁয়েছে ৷ দৈনিক সংক্রমণে হার 3 লক্ষ ছাড়িয়েছে ৷ এই পরিস্থিতিতে ব্রিটেন-সহ বিভিন্ন দেশ ভারতের সঙ্গে সাময়িকভাবে বিমান পরিষেবা বন্ধ রেখেছে ৷ এই অবস্থায় রবিবার বিকেলেই এই প্রতিশ্রুতির আশ্বাস এসেছে ৷

ইউরোপিয়ান কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট ইয়ানেস লেনারচিচ টুইটে জানান, ভারতের তরফে সাহায্যের অনুরোধ আসার পরই আমরা সিভিল প্রটেকশন মেকানিজমকে সক্রিয় করেছি ৷ ইউরোপীয় ইউনিয়ন ভারতকে সহায়তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবে । আমারা অক্সিজেন এবং ওষুধ দ্রুত সরবরাহ করতে প্রস্তুত ৷

লেনারচিচের এই টুইটের পরই ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট আর্সলা ভন ডের লেয়েন তা নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে লেখেন, ভারতের এই এপিডেমিওলজিক্যাল পরিস্থিতিতে আমরা সতর্ক হয়েছি । আমরা ভারতকে সাহায্য করতে প্রস্তুত । সিভিল প্রোটেকশন মেকানিজমের মাধ্যমে সহায়তার জন্য ইইউ সংস্থাগুলি চেষ্টা চালাচেছ ৷ আমরা সম্পূর্ণ ভাবে ভারতীয় জনগণের পাশে আছি !

  • Alarmed by the epidemiological situation in India. We are ready to support.

    The EU is pooling resources to respond rapidly to India’s request for assistance via the EU Civil Protection Mechanism.

    We stand in full solidarity with the Indian people! https://t.co/Pv8ezFPdS3

    — Ursula von der Leyen (@vonderleyen) April 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও ইজ়রায়েলের তরফে সরকারি ভাবে কোনও বার্তা আসেনি তবে ইজ়রায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের অ্যামিচাই স্টেইন টুইট করে ভারতকে প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷

একই ভাবে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলও ভারতের জন্য আপৎকালীন সহায়তা প্রস্তুত করার কথা জানিয়েছেন ৷ তিনি ভারতীয়দের জন্য সমবেদনা প্রকাশ করেছেন ৷ তাঁর মুখপাত্র স্টেফান সেইবার্ট টুইটে মার্কেলের এই বার্তা প্রকাশ করেছেন ৷ কী সাহায্য জার্মানি ভারতকে করবে তা সরকারি ভাবে এখনও জানা না গেলেও সেখানকার ডের স্পিগল ম্যাগাজিনের একটি সূত্র জানাচ্ছে, জার্মানির সশস্ত্র বাহিনীকে অক্সিজেন সরবারহের প্রস্তুতির কথা বলা হয়েছে ৷

আরও পড়ুন: কাঠের ভাঁড়ার শূন্য, দেহ সৎকারের জন্য চেয়ার-টেবিল দান স্থানীয়দের

গত শুক্রবারই ফ্রান্সের তরফেও ভারতকে সাহায্যের কথা বলা হয় ৷ ফরাসি অ্যাম্বাসাডর ইমান্যুয়েল লেনেইন প্রেসিডেন্ট ম্যাকরনের বার্তা টুইট করে জানান সাহায্য পাঠানোর কথা ৷

এই মুহূর্তে ভারতের অবস্থা যা তাতে হাসপাতালে শয্যা, ওষুধ এবং অক্সিজেনের আকাল দেখা গিয়েছে দেশজুড়ে ৷ গত এক সপ্তাহ ধরে অক্সিজেন না পেয়ে রোগীমৃত্যু স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়াচ্ছে ৷ সবচেয়ে গুরুতর পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে রাজধানী দিল্লি ৷ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী এবং দেশের অন্যান্য মুখ্যমন্ত্রীদের চিঠিও লিখেছেন ৷

আরও পড়ুন: রেমডেসিভিরের নামে 20 হাজার টাকায় বিকোচ্ছে গ্লুকোজ়ের মিশ্রণ, ইন্দোরে ধৃত 5

Last Updated : Apr 25, 2021, 10:23 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.