ETV Bharat / international

Bengali Student in Ukraine : ইউক্রেনে কেমন আছেন ? ভিডিয়ো পাঠালেন দুর্গাপুরের নেহা, শিউরে উঠল পরিবার - Durgapur medical student Neha Khan sends attack video from Ukraine

অনেক ডাক্তারি পড়ুয়ার মতো নেহাও আটকে ইউক্রেনে ৷ তাঁর আবাসন থেকে তোলা শিহরণ জাগানো ভিডিয়ো পাঠালেন পরিবারের কাছে ৷ তা এল ইটিভি ভারতের হাতে (Bengali Student in Ukraine) ৷

Russia Ukraine Crisis
ইউক্রেনে কী ভাবে কাটছে দিন, পাঠালেন ভিডিয়ো
author img

By

Published : Feb 25, 2022, 10:28 AM IST

দুর্গাপুর, 25 ফেব্রুয়ারি : কালো ধোঁয়া বেরচ্ছে ৷ সঙ্গে বিস্ফোরণের শব্দ ৷ কোথাও কোনও মানুষ নেই ৷ ফাঁকা রাস্তাঘাটে মাঝে মাঝে বোম ফেলার শব্দ কানে আসছে ৷ ফ্ল্যাটের জানলা দিয়ে, বা কোথাও লুকিয়ে বাইরে দেখছে আতঙ্কিত ইউক্রেনবাসী ৷ এমনই শিহরণ জাগানো ভিডিয়ো পাঠিয়েছেন ইউক্রেনে থাকা দুর্গাপুরের মেয়ে (Durgapur medical student Neha Khan sends attack video from Ukraine) ৷ তাঁর পরিবার ইউক্রেন থেকে পাঠানো ভিডিয়োগুলি তুলে দিয়েছে ইটিভি ভারতের হাতে ৷ বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের কথা ঘোষণা করে ।

এরপর আতঙ্কে ভারতও ৷ কারণ প্রায় 20 হাজার ছাত্রছাত্রী সেখানে আটকে রয়েছেন ৷ তাঁদের মধ্যে একজন দুর্গাপুর স্টিল টাউনশিপে আনন্দবিহারের বাসিন্দা নেহা খান ৷ 2019 সালে তিনি সেখানে এমবিবিএস পড়তে যান ৷ হঠাৎ যুদ্ধকালীন পরিস্থিতিতে বিপাকে নেহা এবং আরও অনেকে ৷ তিনি তাঁদের আবাসনের সামনে মুহুর্মুহু বোমা ফেলার ভিডিয়ো পাঠান তাঁর পরিবারের কাছে ।

বোমা পড়ছে মাঝে মাঝেই, কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গিয়েছে, ইউক্রেন থেকে এই ভিডিয়ো পাঠিয়েছেন নেহা

আরও পড়ুন : Airlift for Stranded Indians in Ukraine : ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের এয়ারলিফ্ট করে ফেরানো হবে দেশে

স্বভাবতই নেহাকে নিয়ে উদ্বেগে রয়েছেন বাবা ফিরোজ খান ও পরিবারের বাকি সদস্যরা ৷ অন্য অভিভাবকদের মতো ফিরোজ খানও ভারত সরকারের মুখ চেয়ে আছেন ৷ তাঁর কাতর আবেদন, কোনও ভাবে তাঁর মেয়েকে ফিরিয়ে আনুক সরকার ৷

দুর্গাপুর, 25 ফেব্রুয়ারি : কালো ধোঁয়া বেরচ্ছে ৷ সঙ্গে বিস্ফোরণের শব্দ ৷ কোথাও কোনও মানুষ নেই ৷ ফাঁকা রাস্তাঘাটে মাঝে মাঝে বোম ফেলার শব্দ কানে আসছে ৷ ফ্ল্যাটের জানলা দিয়ে, বা কোথাও লুকিয়ে বাইরে দেখছে আতঙ্কিত ইউক্রেনবাসী ৷ এমনই শিহরণ জাগানো ভিডিয়ো পাঠিয়েছেন ইউক্রেনে থাকা দুর্গাপুরের মেয়ে (Durgapur medical student Neha Khan sends attack video from Ukraine) ৷ তাঁর পরিবার ইউক্রেন থেকে পাঠানো ভিডিয়োগুলি তুলে দিয়েছে ইটিভি ভারতের হাতে ৷ বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের কথা ঘোষণা করে ।

এরপর আতঙ্কে ভারতও ৷ কারণ প্রায় 20 হাজার ছাত্রছাত্রী সেখানে আটকে রয়েছেন ৷ তাঁদের মধ্যে একজন দুর্গাপুর স্টিল টাউনশিপে আনন্দবিহারের বাসিন্দা নেহা খান ৷ 2019 সালে তিনি সেখানে এমবিবিএস পড়তে যান ৷ হঠাৎ যুদ্ধকালীন পরিস্থিতিতে বিপাকে নেহা এবং আরও অনেকে ৷ তিনি তাঁদের আবাসনের সামনে মুহুর্মুহু বোমা ফেলার ভিডিয়ো পাঠান তাঁর পরিবারের কাছে ।

বোমা পড়ছে মাঝে মাঝেই, কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গিয়েছে, ইউক্রেন থেকে এই ভিডিয়ো পাঠিয়েছেন নেহা

আরও পড়ুন : Airlift for Stranded Indians in Ukraine : ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের এয়ারলিফ্ট করে ফেরানো হবে দেশে

স্বভাবতই নেহাকে নিয়ে উদ্বেগে রয়েছেন বাবা ফিরোজ খান ও পরিবারের বাকি সদস্যরা ৷ অন্য অভিভাবকদের মতো ফিরোজ খানও ভারত সরকারের মুখ চেয়ে আছেন ৷ তাঁর কাতর আবেদন, কোনও ভাবে তাঁর মেয়েকে ফিরিয়ে আনুক সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.