লন্ডন , 5 অক্টোবর : আজ মহাসপ্তমী ৷ লন্ডনে প্রবাসী ভারতীয়দের মধ্যে সকাল থেকেই পুজো নিয়ে ছিল সাজ সাজ রব৷ নবপত্রিকা প্রতিষ্ঠার পর তাঁরা পুষ্পাঞ্জলি দেন । ETV ভারতকে লন্ডন থেকে পাঠানো হয়েছে প্রবাসের সেই পুজোর কিছু এক্সক্লুসিভ ছবি ৷
প্রবাসী ভারতীয়দের প্রায় 40টি পরিবার ব্রিস্টলে থাকেন ৷ তাঁদের মধ্যে অন্যতম দুর্গাপুরের জয়জিৎ মিশ্র । মূলত তাঁর উদ্যোগেই তিন বছর আগে সেখানে দুর্গাপুজো শুরু হয় । পুজোর আয়োজন করতে গঠন করা হয় প্রবাসী সাংস্কৃতিক কমিটি । আজ মহাসপ্তমীতে জয়জিৎকে দেখা গেল পুরোহিতের ভুমিকায় ।
ব্রিস্টল নর্থ ওয়েস্টের সাংসদ এই পুজোর উদ্বোধন করেন । তিনি পুজোয় প্রবাসী ভারতীয়দের শুভেচ্ছা জানিয়েছেন । জয়জিৎ জানালেন, বিদেশে থাকলেও পঞ্জিকা মেনে নিষ্ঠার সঙ্গে তাঁরা পুজো করেন ।
গতবছর পুজোর পর প্রতিমা লন্ডন থেকে বিমানে ভারতে ফিরিয়ে আনা হয়েছিল । তারপর সেই প্রতিমার দুর্গাপুরের দামোদরে নিরঞ্জন হয়েছে । এবারেও তার অন্যথা হবে না বলে জয়জিৎ জানান ৷