ETV Bharat / international

লন্ডনের ব্রিস্টলে শুরু দুর্গাপুজো - Durga puja 2019

আজ মহাসপ্তমী ৷ লন্ডনে প্রবাসী ভারতীয়দের মধ্যে সকাল থেকেই পুজো নিয়ে ছিল সাজ সাজ রব৷ নবপত্রিকা প্রতিষ্ঠার পর তাঁরা পুষ্পাঞ্জলি দেন । ETV ভারতকে লন্ডন থেকে পাঠানো হয়েছে প্রবাসের সেই পুজোর কিছু এক্সক্লুসিভ ছবি ৷

দুর্গাপুজো
author img

By

Published : Oct 5, 2019, 5:24 PM IST

লন্ডন , 5 অক্টোবর : আজ মহাসপ্তমী ৷ লন্ডনে প্রবাসী ভারতীয়দের মধ্যে সকাল থেকেই পুজো নিয়ে ছিল সাজ সাজ রব৷ নবপত্রিকা প্রতিষ্ঠার পর তাঁরা পুষ্পাঞ্জলি দেন । ETV ভারতকে লন্ডন থেকে পাঠানো হয়েছে প্রবাসের সেই পুজোর কিছু এক্সক্লুসিভ ছবি ৷

প্রবাসী ভারতীয়দের প্রায় 40টি পরিবার ব্রিস্টলে থাকেন ৷ তাঁদের মধ্যে অন্যতম দুর্গাপুরের জয়জিৎ মিশ্র । মূলত তাঁর উদ্যোগেই তিন বছর আগে সেখানে দুর্গাপুজো শুরু হয় । পুজোর আয়োজন করতে গঠন করা হয় প্রবাসী সাংস্কৃতিক কমিটি । আজ মহাসপ্তমীতে জয়জিৎকে দেখা গেল পুরোহিতের ভুমিকায় ।

photo
পুজোয় ব্যস্ত জয়জিৎ

ব্রিস্টল নর্থ ওয়েস্টের সাংসদ এই পুজোর উদ্বোধন করেন । তিনি পুজোয় প্রবাসী ভারতীয়দের শুভেচ্ছা জানিয়েছেন । জয়জিৎ জানালেন, বিদেশে থাকলেও পঞ্জিকা মেনে নিষ্ঠার সঙ্গে তাঁরা পুজো করেন ।

গতবছর পুজোর পর প্রতিমা লন্ডন থেকে বিমানে ভারতে ফিরিয়ে আনা হয়েছিল । তারপর সেই প্রতিমার দুর্গাপুরের দামোদরে নিরঞ্জন হয়েছে । এবারেও তার অন্যথা হবে না বলে জয়জিৎ জানান ৷

লন্ডন , 5 অক্টোবর : আজ মহাসপ্তমী ৷ লন্ডনে প্রবাসী ভারতীয়দের মধ্যে সকাল থেকেই পুজো নিয়ে ছিল সাজ সাজ রব৷ নবপত্রিকা প্রতিষ্ঠার পর তাঁরা পুষ্পাঞ্জলি দেন । ETV ভারতকে লন্ডন থেকে পাঠানো হয়েছে প্রবাসের সেই পুজোর কিছু এক্সক্লুসিভ ছবি ৷

প্রবাসী ভারতীয়দের প্রায় 40টি পরিবার ব্রিস্টলে থাকেন ৷ তাঁদের মধ্যে অন্যতম দুর্গাপুরের জয়জিৎ মিশ্র । মূলত তাঁর উদ্যোগেই তিন বছর আগে সেখানে দুর্গাপুজো শুরু হয় । পুজোর আয়োজন করতে গঠন করা হয় প্রবাসী সাংস্কৃতিক কমিটি । আজ মহাসপ্তমীতে জয়জিৎকে দেখা গেল পুরোহিতের ভুমিকায় ।

photo
পুজোয় ব্যস্ত জয়জিৎ

ব্রিস্টল নর্থ ওয়েস্টের সাংসদ এই পুজোর উদ্বোধন করেন । তিনি পুজোয় প্রবাসী ভারতীয়দের শুভেচ্ছা জানিয়েছেন । জয়জিৎ জানালেন, বিদেশে থাকলেও পঞ্জিকা মেনে নিষ্ঠার সঙ্গে তাঁরা পুজো করেন ।

গতবছর পুজোর পর প্রতিমা লন্ডন থেকে বিমানে ভারতে ফিরিয়ে আনা হয়েছিল । তারপর সেই প্রতিমার দুর্গাপুরের দামোদরে নিরঞ্জন হয়েছে । এবারেও তার অন্যথা হবে না বলে জয়জিৎ জানান ৷

Intro:আজ লন্ডনেও প্রবাসী সাংস্কৃতিক সমিতির দুর্গোৎসবের সপ্তমী পুজা নিয়ে উন্মাদনা চরমে।নবপত্রিকা প্রতিষ্ঠার সাথে সাথে সাতসমুদ্র তেরো নদীর পারে সপ্তমী তে প্রবাসীদের পুষ্পাঞ্জলি। ইটিভি ভারত কে লন্ডন থেকে পাঠানো দুর্গোৎসবের এক্সক্লুসিভ ছবি।।
লন্ডলের ব্রিস্টলে প্রায় ৪০ টি ভারতীয় পরিবার এর বসবাস যেখানে সেখানে দুর্গাপুরের ছেলে আজ থেকে ৩ বছর আগে সবাইকে নিয়ে শুরু করেন দুর্গাপুজা।গঠন করেন প্রবাসী সাংস্কৃতিক কমিটি।দুর্গোৎসবের এই কয়েকটা দিন ব্রিস্টলের ভারতীয় বিশেষ করে যারা বাঙলা থেকে সেখানে জীবিকার সন্ধানে বাসা বাঁধেন তারাই দুর্গোৎসবের সূচনা করেন।মহাসপ্তমী পুজায় মত্ত যখন গোটা বাঙলা তখন দুর্গাপুর এর ভুমিপুত্র জয়জিত মিশ্র যার বর্তমান ঠিকানা লন্ডনের ব্রিস্টল শহর তাকেই দেখা গেল পুরোহিতের ভুমিকায়। জয়জিত মিশ্র সহ সবাই বিশেষ করে মহিলারা আনন্দে মাতোয়ারা দুর্গোৎসবের আনন্দে।প্রতিমার মুখ ঢাকা।ব্রিস্টল নর্থ ওয়েষ্টের সাংসদ এই পুজার জন্য নিজের শুভেচ্ছা বার্তা দেওয়ার সাথে সাথে এই পুজোর উদ্বোধন করবেন আজ।জয়জিত মিশ্র নিজে পুজোয় বসেন।বাঙলার পঞ্জিকার নির্ঘন্ট মেনেই এই পুজা তারা করেন।লন্ডনের ব্রিস্টল এ এই পুজোকে ঘিরে এই কয়েকটা পরিবার ৫ দিন একসাথে খাওয়া-দাওয়া করে।গতবছর থেকে এই প্রতিমা লন্ডন থেকে বিমানে এনে তা দুর্গাপুরে দামোদরের জলে ভাসানো হয়।কারন লন্ডনে কোনও জলাশয়ে মাটির তৈরি প্রতিমা,তাতে রঙ দেওয়া তাই বিসর্জ্জন দেওয়া যায়না দুষন নিয়ন্ত্রন দপ্তরের কড়া নিয়মের জেরে।এবারেও দুর্গাপুরে দামোদরের জলে বিসর্জ্জন দেওয়া হবে প্রতিমা।ইটিভি ভারত কে সাত সমুদ্র তেরো নদীর পারের লন্ডনের ব্রিষ্টল থেকে এক্সক্লুসিভ ছবি পাঠানো হয়।Body:জConclusion:জ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.