ETV Bharat / international

অ্যামেরিকায় কোরোনায় মৃতের সংখ্যা ছাড়াল 30 হাজার

কোরোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে অ্যামেরিকায় ৷ আজ সেখানে মৃতের সংখ্যা ছাড়াল 30 হাজার ৷ তবে, দেশ সংকট পেরিয়ে এসেছে বলে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 16, 2020, 10:44 PM IST

ওয়াশিংটন, 16 এপ্রিল : অ্যামেরিকায় কোরোনায় মৃতের সংখ্যা ছাড়াল 30 হাজার ৷ আজ জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী আজ এই তথ্য জানানো হয় ৷ বিশ্ববিদ্যালয়ের ট্র্যাকার অনুযায়ী, এখনও পর্যন্ত অ্যামেরিকায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 30 হাজার 990 জনের ৷

এখনও পর্যন্ত বিশ্বব্যাপী কোরোনায় মৃত্যুর নিরিখে প্রথমে রয়েছে অ্যামেরিকা ৷ এই দেশেই কোরোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ৷ কোরোনায় মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ইট্যালি ৷ সেখানে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 21 হাজার 645 জন ৷ স্পেনে মৃত্যু হয়েছে 19 হাজার 130 জনের ও ফ্রান্সে মৃতের সংখ্যাটা 17 হাজার 167 ৷

অ্যামেরিকায় এখনও পর্যন্ত কোরোনা আক্রান্ত হয়েছে প্রায় ছয় লাখ 40 হাজার মানুষ ৷ গত দু'দিনে রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে ৷ অ্যামেরিকায় কোরোনার এপিসেন্টার শুধু নিউইয়র্কেই মৃতের সংখ্যা 14 হাজার ছাড়িয়েছে ৷

এদিকে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দেশের অর্থনীতি পুনরায় চাঙ্গা করার প্রতিশ্রুতি দেন ৷ দেশে প্রতিদিন রেকর্ড সংখ্যক মৃত্যুর পরও তিনি দাবি করেন, অ্যামেরিকা সংকট পেরিয়ে এসেছে ৷ দ্রুত নির্দেশিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, কম ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে মে মাস শুরুর আগেই বিভিন্ন বিধিনিষেধ কমিয়ে আনা হতে পারে ৷

ওয়াশিংটন, 16 এপ্রিল : অ্যামেরিকায় কোরোনায় মৃতের সংখ্যা ছাড়াল 30 হাজার ৷ আজ জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী আজ এই তথ্য জানানো হয় ৷ বিশ্ববিদ্যালয়ের ট্র্যাকার অনুযায়ী, এখনও পর্যন্ত অ্যামেরিকায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 30 হাজার 990 জনের ৷

এখনও পর্যন্ত বিশ্বব্যাপী কোরোনায় মৃত্যুর নিরিখে প্রথমে রয়েছে অ্যামেরিকা ৷ এই দেশেই কোরোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ৷ কোরোনায় মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ইট্যালি ৷ সেখানে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 21 হাজার 645 জন ৷ স্পেনে মৃত্যু হয়েছে 19 হাজার 130 জনের ও ফ্রান্সে মৃতের সংখ্যাটা 17 হাজার 167 ৷

অ্যামেরিকায় এখনও পর্যন্ত কোরোনা আক্রান্ত হয়েছে প্রায় ছয় লাখ 40 হাজার মানুষ ৷ গত দু'দিনে রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে ৷ অ্যামেরিকায় কোরোনার এপিসেন্টার শুধু নিউইয়র্কেই মৃতের সংখ্যা 14 হাজার ছাড়িয়েছে ৷

এদিকে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দেশের অর্থনীতি পুনরায় চাঙ্গা করার প্রতিশ্রুতি দেন ৷ দেশে প্রতিদিন রেকর্ড সংখ্যক মৃত্যুর পরও তিনি দাবি করেন, অ্যামেরিকা সংকট পেরিয়ে এসেছে ৷ দ্রুত নির্দেশিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, কম ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে মে মাস শুরুর আগেই বিভিন্ন বিধিনিষেধ কমিয়ে আনা হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.