ETV Bharat / international

David Amess Murder: গির্জায় ব্রিটিশ সাংসদ খুনে ইসলামি সন্ত্রাস যোগের ইঙ্গিত, তদন্তে সন্ত্রাসদমন শাখা - Essex

শুক্রবার দুপুরে নিজের নির্বাচনী কেন্দ্র এসেক্সের বেলফেয়ার্স মেথডিস্ট গির্জায় খুন হন ডেভিড আমেস ৷ গির্জার মধ্যে ভোটারদের সঙ্গে একটি আলোচনাসভায় অংশ নিয়েছিলেন তিনি ৷ সেই সময় এক যুবক ছুরি নিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে ৷ মাটিতে ফেলে এলোপাথাড়ি কোপাতে থাকে ৷ তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ডেভিডের ৷

david-amess-killing-is-linked-with-terroris-say-uk-police
ডেভিড আমেস ৷
author img

By

Published : Oct 16, 2021, 1:33 PM IST

লন্ডন, 16 অক্টোবর: নেহাত বিচ্ছিন্ন ঘটনা নয়, ব্রিটিশ সাংসদ ডেভিড আমেসের হত্যাকে সন্ত্রাস হামলা হিসেবেই দেখছে পুলিশ । এর পিছনে ইসলামি সন্ত্রাসী সংগঠনের হাত থাকার ইঙ্গিত মিলেছে বলে তদন্তে নেমে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ । সন্ত্রাসী সংযোগের খোঁজে ইতিমধ্যেই লন্ডনের দু’টি ঠিকানার হদিশ মিলেছে ৷ সেখানে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

শুক্রবার দুপুরে নিজের নির্বাচনী কেন্দ্র এসেক্সের বেলফেয়ার্স মেথডিস্ট গির্জায় খুন হন ডেভিড ৷ গির্জার মধ্যে ভোটারদের সঙ্গে একটি আলোচনাসভায় অংশ নিয়েছিলেন তিনি ৷ সেই সময় এক যুবক ছুরি নিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন৷ মাটিতে ফেলে এলোপাথাড়ি কোপাতে থাকেন ৷ তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ডেভিডের ৷

আরও পড়ুন: Afghanistan Blast : কান্দাহারের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে 7

শুক্রবারই 25 বছরের ওই হামলাকারী যুবককে গ্রেফতার করে পুলিশ ৷ বাজেয়াপ্ত হয় হামলায় ব্যবহৃত ছুরিটিও ৷ একক ভাবেই ওই যুবক হামলা চালিয়েছেন বলে মনে করছে পুলিশ ৷ তবে তাঁর সঙ্গে সন্ত্রাসী সংযোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ হামলাকরী ব্রিটিশ নাগরিক হলেও, আসলে সোমালিয়া বংশোদ্ভূত বলে জানা গিয়েছে ৷

এসেক্স পুলিশ এবং ইস্টার্ন রিজিয়ন স্পেশালিস্ট অপারেশনস ইউনিটের সন্ত্রাস দমন শাখা ডেভিড হত্যাকাণ্ডের তদন্ত করছে ৷ এসেক্স পুলিশের কনস্টেবল প্রধান বিজে হ্যারিংটন জানিয়েছেন, এলাকার মানুষের নানা সমস্যার কথা জানতে প্রায়শই তাঁদের সঙ্গে আলোচনাসভায় অংশ নিতেন ডেভিড ৷ তাঁর গতিবিধি সম্পর্কে হামলাকারীর ধারণা ছিল বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: Bangladesh : কুমিল্লার ঘটনায় দোষীদের কড়া শাস্তি দেওয়ার বার্তা শেখ হাসিনার

হ্যারিংটনের কথায়, ‘‘এই ছুরি হামলাকে সন্ত্রাস হামলা বলেই আপাতত দেখা হচ্ছে ৷ সন্ত্রাসদমন শাখাই ঘটনার তদন্ত করছে ৷ তাতে হামলাকারীর সঙ্গে ইসলামি সন্ত্রাসী সংগঠনের যোগসূত্রের ইঙ্গিত মিলেছে ৷’’ ওই গির্জা এবং তার আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷

1983 সাল থেকে সাংসদ ছিলেন ডেভিড ৷ রানি এলিজাবেথ তাঁকে নাইট সম্মানেও ভূষিত করেন ৷ প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্টির সদস্য ছিলেন ডেভিড ৷ তাঁকে নিয়ে গত পাঁচ বছরে এই নিয়ে দু’জন কর্তব্যরত ব্রিটিশ সাংসদ খুন হলেন ৷ এর আগে, 2016 সালে লেবার পার্টির সাংসদ জো কক্স খুন হন ৷

লন্ডন, 16 অক্টোবর: নেহাত বিচ্ছিন্ন ঘটনা নয়, ব্রিটিশ সাংসদ ডেভিড আমেসের হত্যাকে সন্ত্রাস হামলা হিসেবেই দেখছে পুলিশ । এর পিছনে ইসলামি সন্ত্রাসী সংগঠনের হাত থাকার ইঙ্গিত মিলেছে বলে তদন্তে নেমে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ । সন্ত্রাসী সংযোগের খোঁজে ইতিমধ্যেই লন্ডনের দু’টি ঠিকানার হদিশ মিলেছে ৷ সেখানে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

শুক্রবার দুপুরে নিজের নির্বাচনী কেন্দ্র এসেক্সের বেলফেয়ার্স মেথডিস্ট গির্জায় খুন হন ডেভিড ৷ গির্জার মধ্যে ভোটারদের সঙ্গে একটি আলোচনাসভায় অংশ নিয়েছিলেন তিনি ৷ সেই সময় এক যুবক ছুরি নিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন৷ মাটিতে ফেলে এলোপাথাড়ি কোপাতে থাকেন ৷ তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ডেভিডের ৷

আরও পড়ুন: Afghanistan Blast : কান্দাহারের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে 7

শুক্রবারই 25 বছরের ওই হামলাকারী যুবককে গ্রেফতার করে পুলিশ ৷ বাজেয়াপ্ত হয় হামলায় ব্যবহৃত ছুরিটিও ৷ একক ভাবেই ওই যুবক হামলা চালিয়েছেন বলে মনে করছে পুলিশ ৷ তবে তাঁর সঙ্গে সন্ত্রাসী সংযোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ হামলাকরী ব্রিটিশ নাগরিক হলেও, আসলে সোমালিয়া বংশোদ্ভূত বলে জানা গিয়েছে ৷

এসেক্স পুলিশ এবং ইস্টার্ন রিজিয়ন স্পেশালিস্ট অপারেশনস ইউনিটের সন্ত্রাস দমন শাখা ডেভিড হত্যাকাণ্ডের তদন্ত করছে ৷ এসেক্স পুলিশের কনস্টেবল প্রধান বিজে হ্যারিংটন জানিয়েছেন, এলাকার মানুষের নানা সমস্যার কথা জানতে প্রায়শই তাঁদের সঙ্গে আলোচনাসভায় অংশ নিতেন ডেভিড ৷ তাঁর গতিবিধি সম্পর্কে হামলাকারীর ধারণা ছিল বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: Bangladesh : কুমিল্লার ঘটনায় দোষীদের কড়া শাস্তি দেওয়ার বার্তা শেখ হাসিনার

হ্যারিংটনের কথায়, ‘‘এই ছুরি হামলাকে সন্ত্রাস হামলা বলেই আপাতত দেখা হচ্ছে ৷ সন্ত্রাসদমন শাখাই ঘটনার তদন্ত করছে ৷ তাতে হামলাকারীর সঙ্গে ইসলামি সন্ত্রাসী সংগঠনের যোগসূত্রের ইঙ্গিত মিলেছে ৷’’ ওই গির্জা এবং তার আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷

1983 সাল থেকে সাংসদ ছিলেন ডেভিড ৷ রানি এলিজাবেথ তাঁকে নাইট সম্মানেও ভূষিত করেন ৷ প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্টির সদস্য ছিলেন ডেভিড ৷ তাঁকে নিয়ে গত পাঁচ বছরে এই নিয়ে দু’জন কর্তব্যরত ব্রিটিশ সাংসদ খুন হলেন ৷ এর আগে, 2016 সালে লেবার পার্টির সাংসদ জো কক্স খুন হন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.