ETV Bharat / international

সিনেমা নয় বাস্তব, স্ত্রীকে কাঁধে চাপিয়ে দৌড়ে স্বামী কী পুরস্কার পেলেন জানেন? - wife carrying

শনিবার ফিনিশের সোনাজার্ভিতে আয়োজিত হয়েছিল ওয়াইফ ক্যারিং ওয়াল্ড চ্যাম্পিয়ান শিপে স্ত্রীকে কাঁধের উপর চাপিয়ে প্রথম পুরস্কার জিতলেন লিথুনিয়ার যুবক ।

লিথুনিয়ার যুবক
author img

By

Published : Jul 8, 2019, 6:37 PM IST

ফিনল্যান্ড,8 জুলাই : কাঁধের উপর স্ত্রী । ওই অবস্থায় জলের উপর দিয়ে দৌড়াতে হবে স্বামীকে। প্রথম পুরস্কার জিতলেন লিথুনিয়ার যুবক । পুরস্কার হিসাবে কী পেলেন জানেন? পুরস্কার হল স্ত্রীর ওজনের সমতুল বিয়ার । কোনও চেনা সিনেমার কথা ভাবছেন । তাই তো । হ্যাঁ ঠিক ধরেছেন, ''দম লাগাকে হেঁইসা'' সিনেমাতে প্রেম (আয়ুষ্মান খুরানা) তাঁর স্ত্রীকে (ভূমি পেদনেকর) কাঁধে চাপিয়ে দৌড়ে প্রথম পুরস্কার জিতেছিলেন । তবে , এবার পর্দায় নয়, এবার বাস্তবেও ঘটল একই ঘটনা ।

ঘটনাস্থান ফিনল্যান্ড । শনিবার ফিনিশের সোনাজার্ভিতে আয়োজিত হয়েছিল ওয়াইফ ক্যারিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ । এই নিয়ে দ্বিতীয়বার ফিনিশে আয়োজিত হল ওয়াইফ ক্যারিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপের। এই প্রতিযোগিতায় স্ত্রীকে কাঁধে চাপিয়ে 253.5 মিটার দৌড়ে প্রথম পুরস্কার জিতলেন এই যুবক । তাঁর নাম ভিতাওতাস কিরকিলিয়াউসকাস । তাঁর স্ত্রীর নাম নেরিনা কিরকিলিয়াউকিয়েনে । এই খেলার নিয়ম ছিল স্ত্রীকে 17 বছরের বেশি হতে হবে এবং তাঁর ওজন কম করে 49 কেজি হতে হবে । তাঁকে কাঁধে নিয়ে কাঠের উপর দিয়ে লাফিয়ে ও জলের মধ্যে দিয়ে 253.5 মিটার দৌড়াতে হবে । যা ভিতাওতাস 1 মিনিট 6.72 সেকেন্ডে অতিক্রম করেন ।

অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানিসহ 12 দেশ থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন বেশ কয়েকজন দম্পতি । এই প্রসঙ্গে ভিতাওতাস বলেন, "দৌড়ানোর সময় আমি সময়ের কথাই ভেবেছি । ভেবেছিলাম, আমি জিততে পারব না । কিন্তু, আমি পেরেছি। "

ফিনল্যান্ড,8 জুলাই : কাঁধের উপর স্ত্রী । ওই অবস্থায় জলের উপর দিয়ে দৌড়াতে হবে স্বামীকে। প্রথম পুরস্কার জিতলেন লিথুনিয়ার যুবক । পুরস্কার হিসাবে কী পেলেন জানেন? পুরস্কার হল স্ত্রীর ওজনের সমতুল বিয়ার । কোনও চেনা সিনেমার কথা ভাবছেন । তাই তো । হ্যাঁ ঠিক ধরেছেন, ''দম লাগাকে হেঁইসা'' সিনেমাতে প্রেম (আয়ুষ্মান খুরানা) তাঁর স্ত্রীকে (ভূমি পেদনেকর) কাঁধে চাপিয়ে দৌড়ে প্রথম পুরস্কার জিতেছিলেন । তবে , এবার পর্দায় নয়, এবার বাস্তবেও ঘটল একই ঘটনা ।

ঘটনাস্থান ফিনল্যান্ড । শনিবার ফিনিশের সোনাজার্ভিতে আয়োজিত হয়েছিল ওয়াইফ ক্যারিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ । এই নিয়ে দ্বিতীয়বার ফিনিশে আয়োজিত হল ওয়াইফ ক্যারিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপের। এই প্রতিযোগিতায় স্ত্রীকে কাঁধে চাপিয়ে 253.5 মিটার দৌড়ে প্রথম পুরস্কার জিতলেন এই যুবক । তাঁর নাম ভিতাওতাস কিরকিলিয়াউসকাস । তাঁর স্ত্রীর নাম নেরিনা কিরকিলিয়াউকিয়েনে । এই খেলার নিয়ম ছিল স্ত্রীকে 17 বছরের বেশি হতে হবে এবং তাঁর ওজন কম করে 49 কেজি হতে হবে । তাঁকে কাঁধে নিয়ে কাঠের উপর দিয়ে লাফিয়ে ও জলের মধ্যে দিয়ে 253.5 মিটার দৌড়াতে হবে । যা ভিতাওতাস 1 মিনিট 6.72 সেকেন্ডে অতিক্রম করেন ।

অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানিসহ 12 দেশ থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন বেশ কয়েকজন দম্পতি । এই প্রসঙ্গে ভিতাওতাস বলেন, "দৌড়ানোর সময় আমি সময়ের কথাই ভেবেছি । ভেবেছিলাম, আমি জিততে পারব না । কিন্তু, আমি পেরেছি। "


New Delhi, July 08 (ANI): The All India Trinamool Congress (TMC) held a protest in front of Gandhi statue in Parliament over disinvestment in Public sector undertakings (PSUs) on Monday. Earlier, Former Congress president and Chairperson of the UPA Sonia Gandhi had criticised the Modi-led government in Lok Sabha saying that Pandit Jawaharlal Nehru had termed PSUs as 'temples of modern India' and such temples are in danger. Finance Minister Nirmala Sitharaman had earlier mentioned in the budget speech that strategic disinvestment of select CPSEs would continue to remain a priority of this government. The government will undertake a strategic sale of PSUs and will also continue to do consolidation of PSUs in the non-financial space as well.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.