ETV Bharat / international

মহাবিশ্বের সৃষ্টি রহস্যে নয়া দিশা, পদার্থবিদ্যায় নোবেল তিন বিজ্ঞানীর

চলতি বছরে পদার্থবিদ্যায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী জেমস পিবলস, মাইকেল মেয়র ও দিদিয়ের কেলোজ় ৷ স্টকহোমে আজ পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে ৷ পুরস্কার অর্থ নয় মিলিয়ন সুইডিশ ক্রোনার ৷

মহাবিশ্বের সৃষ্টি রহস্যে নয়া দিশা, পদার্থবিদ্যায় নোবেল তিন বিজ্ঞানীর
author img

By

Published : Oct 8, 2019, 5:58 PM IST

Updated : Oct 8, 2019, 6:17 PM IST

স্টকহোম, 8 অক্টোবর : সৌরজগত সম্পর্কে নয়া তথ্য, ব্রহ্মাণ্ডের বিবর্তন, মহাবিশ্বের সৃষ্টি রহস্যের নিরন্তর গবেষণাই এনে দিল নোবেল ৷ সৌরজগতের বাইরেও রয়েছে সূর্যের মতোই আরও এক নক্ষত্র ৷ রয়েছে এমন এক গ্রহ, এক্সোপ্ল্যানেট, যা ওই নক্ষত্রকে ঘিরে পাক খাচ্ছে ৷ 1995 সালে এমন গ্রহ আবিষ্কার করেছিলেন দুই বিজ্ঞানী ৷ অপর এক বিজ্ঞানী বুঝিয়েছিলেন ব্রহ্মাণ্ডের সূচনা মুহূর্তের কিছু জটিল রহস্যের কথা ৷ এই আবিষ্কারের জন্যই চলতি বছরে পদার্থবিদ্যায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী জেমস পিবলস, মাইকেল মেয়র ও দিদিয়ের কেলোজ় ৷ স্টকহোমে আজ পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে ৷ পুরস্কার অর্থ নয় মিলিয়ন সুইডিশ ক্রোনার ৷

ব্রহ্মাণ্ডের সৃষ্টি সম্পর্কে নয়া তথ্যেরও সন্ধান করেছেন এই তিন জন ৷ 51 পেগাসি বি নামে এই গ্যাসের বলয়ের আকারের গ্রহটি আবিষ্কারের করেছেন বছর সাতাত্তরের মাইকেল মেয়র ও বছর পঞ্চান্নর দিদিয়ের কোলেজ় ৷ এটিই বিজ্ঞানীদের আবিষ্কৃত সৌরজগতের বাইরে প্রথম গ্রহ যেটি সূর্যের মতো একটি নক্ষত্রকে ঘিরে পাক খাচ্ছে ৷ আকাশগঙ্গা ছায়াপথে সেটিও সূর্যের মতো একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে ৷ হাইড্রোজেন পরমাণুর সঙ্গে জুড়ে এটি হিলিয়াম গ্যাস তৈরি করে গ্রহটির কেন্দ্রে ৷ এরপরে যদিও কয়েক হাজার এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছে আমাদের সৌরমণ্ডলের বাইরে ৷

এই মুহূর্তে সুইৎজ়ারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন পদার্থবিদ মাইকেল মেয়র ৷ ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক কোলেজ় ৷ যদিও এক্সোপ্ল্যানেট আবিষ্কারের সময় দু'জনেই যুক্ত ছিলেন জেনেভা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৷ ব্রহ্মাণ্ড যে কোনও এক দিন জন্মেছিল, তা প্রমাণ হয়েছে বছর 50 আগে । মহাবিশ্বের রহস্য উদঘাটনের অন্যতম কারিগর কানাডার বিজ্ঞানী পিবলস ৷ মহাবিশ্বে পৃথিবীর স্থান আদৌ কোথায়, কীভাবে সৃষ্টি হল ব্রহ্মাণ্ড, কীভাবে বিবর্তন হল ব্রহ্মাণ্ডের, এ সব কিছুই পিবলসের গবেষণার বিষয় ৷ এই মূহূর্তে 84 বছরের বিজ্ঞানী নিরন্তর গবেষণায় যুক্ত রয়েছেন নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে ৷

আগামীকাল 4টা 45 মিনিটে রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে রসায়নবিদ্যা নোবেল প্রাপকদের নাম ঘোষণা করা হবে ৷ 10 অক্টোবর বিকেল 5টায় দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি থেকে সাহিত্যে নোবেল এবং 11 অক্টোবর নরওয়ের রাজধানী অসলো থেকে চলতি বছরে শান্তি নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

স্টকহোম, 8 অক্টোবর : সৌরজগত সম্পর্কে নয়া তথ্য, ব্রহ্মাণ্ডের বিবর্তন, মহাবিশ্বের সৃষ্টি রহস্যের নিরন্তর গবেষণাই এনে দিল নোবেল ৷ সৌরজগতের বাইরেও রয়েছে সূর্যের মতোই আরও এক নক্ষত্র ৷ রয়েছে এমন এক গ্রহ, এক্সোপ্ল্যানেট, যা ওই নক্ষত্রকে ঘিরে পাক খাচ্ছে ৷ 1995 সালে এমন গ্রহ আবিষ্কার করেছিলেন দুই বিজ্ঞানী ৷ অপর এক বিজ্ঞানী বুঝিয়েছিলেন ব্রহ্মাণ্ডের সূচনা মুহূর্তের কিছু জটিল রহস্যের কথা ৷ এই আবিষ্কারের জন্যই চলতি বছরে পদার্থবিদ্যায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী জেমস পিবলস, মাইকেল মেয়র ও দিদিয়ের কেলোজ় ৷ স্টকহোমে আজ পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে ৷ পুরস্কার অর্থ নয় মিলিয়ন সুইডিশ ক্রোনার ৷

ব্রহ্মাণ্ডের সৃষ্টি সম্পর্কে নয়া তথ্যেরও সন্ধান করেছেন এই তিন জন ৷ 51 পেগাসি বি নামে এই গ্যাসের বলয়ের আকারের গ্রহটি আবিষ্কারের করেছেন বছর সাতাত্তরের মাইকেল মেয়র ও বছর পঞ্চান্নর দিদিয়ের কোলেজ় ৷ এটিই বিজ্ঞানীদের আবিষ্কৃত সৌরজগতের বাইরে প্রথম গ্রহ যেটি সূর্যের মতো একটি নক্ষত্রকে ঘিরে পাক খাচ্ছে ৷ আকাশগঙ্গা ছায়াপথে সেটিও সূর্যের মতো একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে ৷ হাইড্রোজেন পরমাণুর সঙ্গে জুড়ে এটি হিলিয়াম গ্যাস তৈরি করে গ্রহটির কেন্দ্রে ৷ এরপরে যদিও কয়েক হাজার এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছে আমাদের সৌরমণ্ডলের বাইরে ৷

এই মুহূর্তে সুইৎজ়ারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন পদার্থবিদ মাইকেল মেয়র ৷ ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক কোলেজ় ৷ যদিও এক্সোপ্ল্যানেট আবিষ্কারের সময় দু'জনেই যুক্ত ছিলেন জেনেভা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৷ ব্রহ্মাণ্ড যে কোনও এক দিন জন্মেছিল, তা প্রমাণ হয়েছে বছর 50 আগে । মহাবিশ্বের রহস্য উদঘাটনের অন্যতম কারিগর কানাডার বিজ্ঞানী পিবলস ৷ মহাবিশ্বে পৃথিবীর স্থান আদৌ কোথায়, কীভাবে সৃষ্টি হল ব্রহ্মাণ্ড, কীভাবে বিবর্তন হল ব্রহ্মাণ্ডের, এ সব কিছুই পিবলসের গবেষণার বিষয় ৷ এই মূহূর্তে 84 বছরের বিজ্ঞানী নিরন্তর গবেষণায় যুক্ত রয়েছেন নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে ৷

আগামীকাল 4টা 45 মিনিটে রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে রসায়নবিদ্যা নোবেল প্রাপকদের নাম ঘোষণা করা হবে ৷ 10 অক্টোবর বিকেল 5টায় দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি থেকে সাহিত্যে নোবেল এবং 11 অক্টোবর নরওয়ের রাজধানী অসলো থেকে চলতি বছরে শান্তি নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

Amritsar (Punjab), Oct 08 (ANI): Families of the victims of 2018 Amritsar train accident took out a protest march in Punjab's Amritsar on October 08. At least 61 people were killed and over 70 sustained injuries in the tragic incident near Joda Phatak in Amritsar on October 19 last year. While speaking to ANI, a protester said, "It has been a year but justice has not been meted out to us yet. So we are going to sit on protest on railway track. We had to do several rounds of offices the entire year."
Last Updated : Oct 8, 2019, 6:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.