ETV Bharat / international

কোরোনার থাবায় ব্রিটেনের অর্থনীতি, বাড়ছে দারিদ্র

2008- এর অর্থনৈতিক সংকটের পর কোরোনার জেরে আবার ভেঙে পড়ছে ব্রিটেনের অর্থনীতি । বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই পুরো পরিস্থিতির সামাল দিতে অনেকটা সময় লেগে যাবে । কঠোরতম পরিস্থিতির সম্মুখীন হবে পুরো ব্রিটেন ।

Britain
ব্রিটেন
author img

By

Published : Apr 6, 2020, 3:36 PM IST

লন্ডন, 6 এপ্রিল : কোরোনায় স্তব্ধ বিশ্ব । ইউরোপের অধিকাংশ দেশ ক্ষতিগ্রস্ত । ইট্যালি, স্পেন, জাপান, জার্মান প্রতিটি দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা । আক্রান্ত ব্রিটেনও । ধুঁকছে বিশ্ব অর্থনীতি । আর এর জেরেই ক্রমশ দারিদ্র বাড়ছে ব্রিটেনে ।

বিশেষজ্ঞদের মতে, গত এক দশক ধরে বিশ্বব্যাপী অর্থ সংকটে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল ব্রিটেন । এবার কোরোনা গোদের উপর বিষফোঁড়া । তারা যে পরিসংখ্যান দিয়েছেন সেই অনুযায়ী, 1 কোটি 40 লাখ মানুষ অর্থাৎ ব্রিটেনের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ দরিদ্রসীমায় জীবনযাপন করছেন । কোরোনা হওয়ায় ব্রিটেনে লকডাউন । যার জেরে এবার চাকরি হারাতে চলেছেন বহু মানুষ । ফলে দারিদ্র আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ।

এবিষয়ে জোসেফ রাউনট্রি ফাউন্ডেশনের অর্থনীতি বিভাগের প্রধান ডেভ ইন্নে বলেন, "খুচরো ব্যবসা ও নানান ছোটো পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন ।"

ব্রিটেনের চাইল্ড পোভার্টি অ্যাকশন গ্রুপের ডিরেক্টর লউয়িসা ম্যাকগিহান বলেন, "কোরোনা পরিস্থিতির আগে ব্রিটেনে যাঁরা ঠিকঠাক বেতন পেতেন এবং স্বচ্ছলভাবে সংসার চালাতেন, শীঘ্রই তাঁরাও দরিদ্রসীমায় চলে যাবেন ।" তিনি আরও জানান, এক্ষেত্রে যাঁরা কোরোনা পরিস্থিতির আগেই দারিদ্রসীমায় ছিলেন তাঁরা আরও কিছু সমস্যার সম্মুখীন হবেন । যেমন- যাঁদের পরিবারে বাচ্চা ছেলে-মেয়ে রয়েছে, স্কুল বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের অনলাইন ক্লাস শুরু হয়েছে । এক্ষেত্রে এই খরচ বহন করতে সমস্যায় পড়তে হবে পরিবারগুলিকে । কারণ তাঁদের বাড়িতে ইন্টারনেট পরিষেবা বা কম্পিউটার কিছুই নেই ।

2008- এর অর্থনৈতিক সংকটের পর কোরোনার জেরে আবার ভেঙে পড়ল ব্রিটেনের অর্থনীতি । বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই পুরো পরিস্থিতির সামাল দিতে অনেকটা সময় লেগে যাবে । কঠোরতম পরিস্থিতির সম্মুখীন হবে পুরো ব্রিটেন ।

এর পরিস্থিতিতে ব্রিটেনের ফুড ব্যাঙ্কগুলিও সকলকে সেভাবে সাহায্য় করতে পারছে না, কারণ তাদের কাছেও অনুদান নেই । এই প্যানডেমিক পরিস্থিতিতে সেভাবে অনুদান দেওয়ার মতো কেউ নেই । ফুড ব্যাঙ্কের অনেকেই বলছে এ এক অপ্রতিরোধ্য চ্যালেঞ্জ । তবুও সকলে যাতে খেতে পায়, তার চেষ্টা চলছে ।

লন্ডন, 6 এপ্রিল : কোরোনায় স্তব্ধ বিশ্ব । ইউরোপের অধিকাংশ দেশ ক্ষতিগ্রস্ত । ইট্যালি, স্পেন, জাপান, জার্মান প্রতিটি দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা । আক্রান্ত ব্রিটেনও । ধুঁকছে বিশ্ব অর্থনীতি । আর এর জেরেই ক্রমশ দারিদ্র বাড়ছে ব্রিটেনে ।

বিশেষজ্ঞদের মতে, গত এক দশক ধরে বিশ্বব্যাপী অর্থ সংকটে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল ব্রিটেন । এবার কোরোনা গোদের উপর বিষফোঁড়া । তারা যে পরিসংখ্যান দিয়েছেন সেই অনুযায়ী, 1 কোটি 40 লাখ মানুষ অর্থাৎ ব্রিটেনের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ দরিদ্রসীমায় জীবনযাপন করছেন । কোরোনা হওয়ায় ব্রিটেনে লকডাউন । যার জেরে এবার চাকরি হারাতে চলেছেন বহু মানুষ । ফলে দারিদ্র আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ।

এবিষয়ে জোসেফ রাউনট্রি ফাউন্ডেশনের অর্থনীতি বিভাগের প্রধান ডেভ ইন্নে বলেন, "খুচরো ব্যবসা ও নানান ছোটো পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন ।"

ব্রিটেনের চাইল্ড পোভার্টি অ্যাকশন গ্রুপের ডিরেক্টর লউয়িসা ম্যাকগিহান বলেন, "কোরোনা পরিস্থিতির আগে ব্রিটেনে যাঁরা ঠিকঠাক বেতন পেতেন এবং স্বচ্ছলভাবে সংসার চালাতেন, শীঘ্রই তাঁরাও দরিদ্রসীমায় চলে যাবেন ।" তিনি আরও জানান, এক্ষেত্রে যাঁরা কোরোনা পরিস্থিতির আগেই দারিদ্রসীমায় ছিলেন তাঁরা আরও কিছু সমস্যার সম্মুখীন হবেন । যেমন- যাঁদের পরিবারে বাচ্চা ছেলে-মেয়ে রয়েছে, স্কুল বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের অনলাইন ক্লাস শুরু হয়েছে । এক্ষেত্রে এই খরচ বহন করতে সমস্যায় পড়তে হবে পরিবারগুলিকে । কারণ তাঁদের বাড়িতে ইন্টারনেট পরিষেবা বা কম্পিউটার কিছুই নেই ।

2008- এর অর্থনৈতিক সংকটের পর কোরোনার জেরে আবার ভেঙে পড়ল ব্রিটেনের অর্থনীতি । বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই পুরো পরিস্থিতির সামাল দিতে অনেকটা সময় লেগে যাবে । কঠোরতম পরিস্থিতির সম্মুখীন হবে পুরো ব্রিটেন ।

এর পরিস্থিতিতে ব্রিটেনের ফুড ব্যাঙ্কগুলিও সকলকে সেভাবে সাহায্য় করতে পারছে না, কারণ তাদের কাছেও অনুদান নেই । এই প্যানডেমিক পরিস্থিতিতে সেভাবে অনুদান দেওয়ার মতো কেউ নেই । ফুড ব্যাঙ্কের অনেকেই বলছে এ এক অপ্রতিরোধ্য চ্যালেঞ্জ । তবুও সকলে যাতে খেতে পায়, তার চেষ্টা চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.