প্যারিস, 21 জুন : মোনালিসার রেপ্লিকা নিলামে বিক্রি হল 34 লাখ মার্কিন ডলারে ৷ মোনালিসার রেপ্লিকার এত দাম ওঠায় তাজ্জব গোটা বিশ্ব ৷ সকলের মনে একটাই প্রশ্ন ওঠে, তবে কী আসল মোনালিসা বিক্রি হয়ে গেল ? বাড়তে থাকে উৎকণ্ঠা ৷
প্যারিসের ক্রিস্টি নিলাম হাউসে গত শুক্রবার নিলামে ওঠে মোনালিসার ওই রেপ্লিকা ৷ ছবির নাম 'হেকিং মোনালিসা' ৷ মোনালিসার এই ছবির যে ন্যূনতম ধার্য মূল্য ঠিক করা হয়, তার 10 গুণ দামে ইউরোপিয়ান এক সংগ্রাহক এই ছবিটি কিনে নেন ৷ ছবিটি 34 লাখ মার্কিন ডলারে কিনে নেন ওই সংগ্রাহক ৷ অনলাইনেই হয় এই ছবির বিকিকিনি ৷ মোনাসিলার একাধিক রেপ্লিকা এর আগেও নিলামে উঠেছে এবং ভাল দামে বিক্রি হয়েছে ৷ কিন্তু রেপ্লিকার এমন দাম এর আগে কখনও ওঠেনি বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা ৷
ষোড়শ শতাব্দীর শুরুর দিকে লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসা এঁকেছিলেন ৷ এরপর যুগে যুগে ভিঞ্চির সেই চিত্রের একাধিক রেপ্লিকা সৃষ্টি হয় ৷ ভিঞ্চির আঁকা মোনালিসার প্রায় এক শতাব্দী পর, ইতালির এক শিল্পী মোনালিসার এই রেপ্লিকা আঁকেন ৷ এরপর 1911 সালে মোনালিসার মূল ছবিটি চুরি হয়ে গিয়েছিল ৷ পরে যদিও তা উদ্ধার হয় ৷ প্যারিসের ল্যুভার জাদুঘরে তা রয়েছে ৷
রেমন্ড হেকিং নামে ফ্রান্সের এক ব্যবসায়ী 1950 সালে একটি পুরানো জিনিসের দোকান থেকে রেপ্লিকাটি কিনেছিলেন ৷ 110 ডলারে মোনালিসার এই রেপ্লিকা কিনেছিলেন হেকিং ৷ তাঁর নামানুসারেই পরে এই ছবির নাম দেওয়া হয় 'হেকিং মোনালিসা' ৷ ছবিটি কেনার পর, তাঁর ধারণা হয়েছিল, তাঁর কাছে যে ছবিটি আছে সেটিই আসল ৷
আরও পড়ুন : ভারতসহ কয়েকটি দেশ থেকে ভ্রমণের নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করল দুবাই
ক্রিস্টির এক বিশেষজ্ঞের কথায়, মোনালিসা সৃষ্টির পর শতাব্দী পর শতাব্দী পেরিয়ে গিয়েছে ৷ তবুও মোনালিসার প্রতি ভালবাসা কমেনি মানুষের ৷ রেপ্লিকার এত দাম ওঠা, সেই বিষয়টিই স্পষ্ট করে ৷