কোয়েম্বাটোর, 9 মার্চ: যুদ্ধ চলছে ইউক্রেনে ৷ ক্রমেই তীব্র হচ্ছে রাশিয়ার রক্তচক্ষু ৷ লড়ে যাচ্ছে ভোলোদিমির জেলেনস্কির দেশও ৷ এই অবস্থায় ইউক্রেনের বাহিনীর শক্তি বাড়াতে সে দেশের সেনাবাহিনীতে যোগ দিলেন পশ্চিম তামিলনাড়ুর এক যুবক ৷ ইউক্রেনে ন্যাশনাল জর্জিয়ান লেজিয়নে যোগ দিয়েছেন বছর 21-এর তরতাজা ভারতীয় সন্তান (Coimbatore youth joins Ukrainian force) ৷ কোয়েম্বাটোরের থুদিয়ালুর পুলিশ সোমবার একটি গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করে একথা জানিয়েছে ৷
ইটিভি ভারতের হাতে এসেছে সেই গোয়েন্দা রিপোর্ট ৷ সেখানেই উল্লেখ রয়েছে যে, থুদিয়ালুরের বাসিন্দা সাই নিকেশ (Sai Nikesh Ravichandran joins Ukraine National Georgion Legion) এডুকেশনাল ভিসায় ছিলেন ইউক্রেনে (Coimbatore youth joins Ukrainians in fight against Russian invasion)৷ গত 18 ফেব্রুয়ারি থেকে তিনি এনজিএল-এ কমব্যাট প্রশিক্ষণ নিচ্ছিলেন ৷ খারকিভ অ্যাভিয়েশন ইনস্টিটিউট থেকে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলেন তিনি ৷ পড়ার জন্যই 2018 সাল থেকে তিনি আছেন ইউক্রেনে ৷
আরও পড়ুন: US Bans Russian Oil-Gas Imports : চাপ আরও বাড়াতে রাশিয়ার তেল-গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা বাইডেনের
নিকেশের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে, বরাবর সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে ছিল তাঁর ৷ তবে তাঁর উচ্চতা কম হওয়ায় সেটা সে পারেনি ৷ দিন দুই আগেই পরিবারের সঙ্গে তাঁর কথা হয় ৷ ইউক্রেনের পরিস্থিতি দিনদিন ভয়াবহ হয়ে ওঠায় ছেলেকে কোয়েম্বাটোরে ফিরে আসতে বলেছিল পরিবার ৷ তবে সেই কথা শুনতে রাজি হননি নিকেশ ৷ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনবাসীর লড়াইয়ে তাঁদের পাশে থাকার সিদ্ধান্ত নেন তিনি ৷ তাঁকে কিছুতেই ফেরার জন্য রাজি করাতে না পেরে মুষড়ে পড়ে তাঁর পরিবার ৷
2021 সালের ফেব্রুয়ারি থেকে অগস্ট পর্যন্ত 6 মাস শেষ কোয়েম্বাটোরে নিজের পরিবারের সঙ্গে ছিলেন নিকেশ ৷ তাঁর বাবা একটি আসবাবের দোকান চালান আর মা গৃহবধূ ৷ নিকেশের ছোট ভাইয়ের নাম সাই রোহিত ৷
আরও পড়ুন : Sanction on Russia : যুদ্ধের জেরে নিষেধাজ্ঞায় শীর্ষে রাশিয়া
ইউক্রেনের বাহিনী সোমবার ঘোষণা করে যে বিদেশিরাও তাদের সঙ্গে লড়াইয়ে যোগ দিয়েছেন ৷ কিভ ইনডিপেন্ডেন্টের রিপোর্ট বলছে, "ইউক্রেনের স্বেচ্ছাসেবী সেনাবাহিনী ইন্টারন্যাশনাল লেজিয়নে ইতিমধ্যেই যোগ দিয়েছেন বিদেশিরা ৷ তাঁরা কিভের বাইরে লড়ছেন ৷ ইউক্রেনের গ্রাউন্ড ফোর্সের তরফে জানা গিয়েছে যে, স্বেচ্ছাসেবী সৈনিকরা এসেছেন আমেরিকা, ব্রিটেন, সুইডেন, লিথুয়ানিয়া, মেক্সিকো ও ভারত থেকে (Indians fighting for Ukraine)৷"
ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা জানিয়েছেন যে, 52টি দেশের 20,000-এর বেশি স্বেচ্ছাসেবী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের বাহিনীতে যোগ দিয়েছেন ৷ তাঁর কথায়, "আজ গোটা বিশ্ব ইউক্রেনের পাশে রয়েছে ৷ শুধু কথায় নয়, কার্যক্ষেত্রেও ৷"
আরও পড়ুন: Indians Evacuation From Sumy : 12টি বাসের লম্বা কনভয়ে সুমি ছাড়লেন সকল ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক