ETV Bharat / international

প্রিন্স ফিলিপের শেষকৃত্যে উপস্থিত থাকবেন মাত্র 30 জন - কোভিড বিধি

করোনা আবহে শেষকৃত্য সম্পন্ন হবে রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের ৷ ব্রিটেনের কোভিড বিধি মেনেই এই অনুষ্ঠানে হাজির থাকবেন মাত্র 30 জন ৷ থাকবেন সস্ত্রীক যুবরাজ চার্লস, যুবরাজ উইলিয়াম ও তাঁর গোটা পরিবার এবং যুবরাজ হ্য়ারি-সহ রাজ ব্রিটিশ পরিবারের অন্য সদস্যরা ৷

Buckingham Palace finalised only 30 guests For Prince Philips Funeral
যুবরাজ ফিলিপের শেষকৃত্যে উপস্থিত থাকবেন মাত্র 30 জন
author img

By

Published : Apr 16, 2021, 7:44 PM IST

লন্ডন, 16 এপ্রিল : করোনার দাপটে নাকাল বিশ্ববাসী ৷ কোভিড-19 ভাইরাস ছড়িয়েছে ব্রিটিশ যুক্তরাজ্য়েও ৷ ভাইরাসের নয়া স্ট্রেন ঘুম ছুটিয়ে দিয়েছে সেদেশের তাবড় বিজ্ঞানী ও চিকিৎসকদের ৷ সংক্রমণ রুখতে জারি হয়েছে কঠোর করোনা বিধি ৷ যার বাইরে নন স্বয়ং রানি ও পরিবারও ৷ সম্প্রতি প্রয়াত হন রানি দ্বিতীয় এলিবেথের স্বামী প্রিন্স ফিলিপ ৷ বাকিংহাম প্য়ালেসের তরফে জানানো হয়েছে, করোনার জেরেই ফিলিপের শেষকৃত্য়ে উপস্থিত থাকবেন মাত্র 30 জন ৷

বাকিংহাম প্য়ালেসের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, 94 বছরে প্রয়াত ফিলিপের শেষকৃত্য সম্পন্ন হবে উইন্ডসোর দুর্গে ৷ সেখানে উপস্থিত থাকবেন মাত্র 30 জন ৷ যাঁদের মধ্যে উল্লেখযোগ্য় হলেন প্রয়াত ডিউক অফ এডিনবরা ও রানি দ্বিতীয় এলিজাবেথের সবথেকে বড় ছেলে তথা প্রিন্স অফ ওয়েলস যুবরাজ চার্লস ৷ সঙ্গে থাকবেন তাঁর দ্বিতীয় স্ত্রী, ডাচেস অফ কর্নওয়াল ক্য়ামিলিয়া ৷

আরও পড়ুন : হাডসন নদী থেকে তরুণ বাঙালি গণিতবিদের দেহ উদ্ধার

এছাড়াও থাকবেন যুবরাজ চার্লস ও তাঁর প্রয়াত স্ত্রী যুবরানি ডায়নার দুই সন্তান যুবরাজ উইলিয়াম এবং যুবরাজ হ্য়ারি ৷ তবে উইলিয়ামের স্ত্রী কেট-সহ তাঁদের তিন সন্তান এই অনুষ্ঠানে সামিল হলেও হ্য়ারির স্ত্রী মেগান ও তাঁদের সন্তান আপাতত তাঁদের আমেরিকার বাসভবনেই থাকবেন ৷ মেগান দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়াতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ৷

এছাড়াও, প্রিন্স ফিলিপের শেষকৃত্যে উপস্থিত থাকবেন রানি দ্বিতীয় এলিজাবেথ ও ফিলিপের একমাত্র কন্যা, রাজকন্যা অ্য়ানি ৷ সঙ্গে থাকবেন তাঁর স্বামী ও দুই ছেলে-মেয়ে ৷ এছাড়াও, ব্রিটিশ রাজ পরিবারের আরও কয়েকজন সদস্য এই অনুষ্ঠানে সামিল হবেন ৷

লন্ডন, 16 এপ্রিল : করোনার দাপটে নাকাল বিশ্ববাসী ৷ কোভিড-19 ভাইরাস ছড়িয়েছে ব্রিটিশ যুক্তরাজ্য়েও ৷ ভাইরাসের নয়া স্ট্রেন ঘুম ছুটিয়ে দিয়েছে সেদেশের তাবড় বিজ্ঞানী ও চিকিৎসকদের ৷ সংক্রমণ রুখতে জারি হয়েছে কঠোর করোনা বিধি ৷ যার বাইরে নন স্বয়ং রানি ও পরিবারও ৷ সম্প্রতি প্রয়াত হন রানি দ্বিতীয় এলিবেথের স্বামী প্রিন্স ফিলিপ ৷ বাকিংহাম প্য়ালেসের তরফে জানানো হয়েছে, করোনার জেরেই ফিলিপের শেষকৃত্য়ে উপস্থিত থাকবেন মাত্র 30 জন ৷

বাকিংহাম প্য়ালেসের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, 94 বছরে প্রয়াত ফিলিপের শেষকৃত্য সম্পন্ন হবে উইন্ডসোর দুর্গে ৷ সেখানে উপস্থিত থাকবেন মাত্র 30 জন ৷ যাঁদের মধ্যে উল্লেখযোগ্য় হলেন প্রয়াত ডিউক অফ এডিনবরা ও রানি দ্বিতীয় এলিজাবেথের সবথেকে বড় ছেলে তথা প্রিন্স অফ ওয়েলস যুবরাজ চার্লস ৷ সঙ্গে থাকবেন তাঁর দ্বিতীয় স্ত্রী, ডাচেস অফ কর্নওয়াল ক্য়ামিলিয়া ৷

আরও পড়ুন : হাডসন নদী থেকে তরুণ বাঙালি গণিতবিদের দেহ উদ্ধার

এছাড়াও থাকবেন যুবরাজ চার্লস ও তাঁর প্রয়াত স্ত্রী যুবরানি ডায়নার দুই সন্তান যুবরাজ উইলিয়াম এবং যুবরাজ হ্য়ারি ৷ তবে উইলিয়ামের স্ত্রী কেট-সহ তাঁদের তিন সন্তান এই অনুষ্ঠানে সামিল হলেও হ্য়ারির স্ত্রী মেগান ও তাঁদের সন্তান আপাতত তাঁদের আমেরিকার বাসভবনেই থাকবেন ৷ মেগান দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়াতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ৷

এছাড়াও, প্রিন্স ফিলিপের শেষকৃত্যে উপস্থিত থাকবেন রানি দ্বিতীয় এলিজাবেথ ও ফিলিপের একমাত্র কন্যা, রাজকন্যা অ্য়ানি ৷ সঙ্গে থাকবেন তাঁর স্বামী ও দুই ছেলে-মেয়ে ৷ এছাড়াও, ব্রিটিশ রাজ পরিবারের আরও কয়েকজন সদস্য এই অনুষ্ঠানে সামিল হবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.