ETV Bharat / international

ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ব্রেক্সিটপন্থী বরিস জনসন - london

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সেই দেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ।

বরিস জনসন
author img

By

Published : Jul 23, 2019, 6:14 PM IST

লন্ডন, 23 জুলাই : গ্রেট ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজ়ারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হলেন সেই দেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন । দলের নেতা নির্বাচিত হওয়ায় থেরেসা মের জায়গায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন তিনি । ব্রিটেনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরমি হান্টকে বিপুল ব্যবধানে পেছনে ফেলে নেতা নির্বাচিত হন জনসন । গত সাত সপ্তাহ ধরে নির্বাচন প্রক্রিয়া শেষে কনজ়ারভেটিভ দলের 1 লাখ 60 হাজার সদস্য বরিস জনসনকে তাঁদের নেতা হিসেবে বেছে নেন ।

ব্রেক্সিট কার্যকর করার বিষয়ে একটি চুক্তি করলেও তাতে সম্মতি দেয়নি দেশটির পার্লামেন্ট । ব্রেক্সিট নিয়ে চলমান এই অস্থিরতার মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে 7 জুন পদত্যাগের ঘোষণা করেন । রাজনৈতিক অচলাবস্থায় নিজের দলের মধ্যে গ্রহণযোগ্যতা না থাকায় তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন । এদিকে জনসন প্রতিশ্রুতি দেন, তিনি নেতা নির্বাচিত হলে আগামী অক্টোবরের মধ্যে যে কোনও মূল্যে ব্রেক্সিট কার্যকর করবেন ।

2016 সালের গণভোটে ব্রিটিশরা ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার পক্ষে রায় দিলে ব্রেক্সিট কার্যকরের প্রক্রিয়া শুরু হয় । ব্রেক্সিট বাস্তবায়নে মের পরিকল্পনার সঙ্গে একমত না থাকায় বছর খানেক আগে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন জনসন । বর্তমান সরকারের মেয়াদ 2022 সাল পর্যন্ত ।

লন্ডন, 23 জুলাই : গ্রেট ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজ়ারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হলেন সেই দেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন । দলের নেতা নির্বাচিত হওয়ায় থেরেসা মের জায়গায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন তিনি । ব্রিটেনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরমি হান্টকে বিপুল ব্যবধানে পেছনে ফেলে নেতা নির্বাচিত হন জনসন । গত সাত সপ্তাহ ধরে নির্বাচন প্রক্রিয়া শেষে কনজ়ারভেটিভ দলের 1 লাখ 60 হাজার সদস্য বরিস জনসনকে তাঁদের নেতা হিসেবে বেছে নেন ।

ব্রেক্সিট কার্যকর করার বিষয়ে একটি চুক্তি করলেও তাতে সম্মতি দেয়নি দেশটির পার্লামেন্ট । ব্রেক্সিট নিয়ে চলমান এই অস্থিরতার মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে 7 জুন পদত্যাগের ঘোষণা করেন । রাজনৈতিক অচলাবস্থায় নিজের দলের মধ্যে গ্রহণযোগ্যতা না থাকায় তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন । এদিকে জনসন প্রতিশ্রুতি দেন, তিনি নেতা নির্বাচিত হলে আগামী অক্টোবরের মধ্যে যে কোনও মূল্যে ব্রেক্সিট কার্যকর করবেন ।

2016 সালের গণভোটে ব্রিটিশরা ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার পক্ষে রায় দিলে ব্রেক্সিট কার্যকরের প্রক্রিয়া শুরু হয় । ব্রেক্সিট বাস্তবায়নে মের পরিকল্পনার সঙ্গে একমত না থাকায় বছর খানেক আগে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন জনসন । বর্তমান সরকারের মেয়াদ 2022 সাল পর্যন্ত ।

New Delhi, July 23 (ANI): A delegation of young Parliamentarians of China met Deputy Chairman of the Rajya Sabha, Harivansh Narayan Singh on Tuesday in Delhi. The China delegation is here to strengthen parliamentary exchanges, economic and strategic relations. They took group photo with Deputy Chairman of RS and they also gifted a shield to him.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.